11,055 views
Post Updated at 22 Mar, 2023 – 4:19 PM
মুসলিমস ডে অ্যাপ থেকে শুধুমাত্র রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের সাহরি ইফতারের ক্যালেন্ডার অনুযায়ী সময় দেখা যাবে। রমজান ব্যতীত অন্যান্য সময়ে স্ট্যান্ডার্ড পদ্ধতিতে সাহরি-ইফতার ও নামাজের ওয়াক্ত দেখা যাবে। যেই পদ্ধতি অন্যান্য আন্তর্জাতিক অ্যাপগুলো দেখিয়ে থাকে।

আপনি যদি রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের থেকে প্রকাশিত সাহরি-ইফতারের সময়সূচী অনুসরণ করতে চান। তাহলে নিচের উপরের দেখানো ছবির মত কনফিগারেশন সেট করুন। এর জন্য নিচের স্টেপগুলো ফলো করুনঃ
- অ্যাপের লেটেস্ট ভার্সন 5.8.5 প্লে স্টোর থেকে আপডেট করে নিন (updated at 22 Mar 2023)
- লোকেশন সেটিংস পেজ থেকে আপনার জেলা সিলেক্ট করুন (GPS সিলেক্ট করলে হবে না)
- সেটিংস পেজ থেকে মাজহাব হিসাবে “হানাফী” সিলেক্ট করুন
- সেটিংস পেজে গিয়ে “সাহরি ও ইফতারের সময় কিভাবে নির্ধারন করতে চান?” অপশনে গিয়ে ২য় অপশন “মূল সময়ের সাথে সতর্কতামূলক সময় বিয়োগ ও যোগ করতে চাই” সিলেক্ট করে ৩ মিনিট সেট করুন
- উপরের অপশনের পরের অংশে “ইসলামিক ফাউন্ডেশনের সময় অনুযায়ী” সময় দেখানোর অপশনে টিক দিন
তাই আপনি কোনো কারণে সেটিংস পরিবর্তন করে থাকলে একটা শর্টকাট সিস্টেম হতে পারে এরকমঃ
সেটিংস পেজে গিয়ে ডানপাশের উপরে থাকা “রিসেট” আইকনে ক্লিক করে আপনার অ্যাপের সেটিংসটি রিসেট করে নিন। এরপর লোকেশন সেটিংসে গিয়ে আপনার জেলা সিলেক্ট করুন। ব্যস হয়ে যাবে!
ইসলামিক ফাউন্ডেশনের সময়ের সাথে মুসলিমস ডে অ্যাপে দেখানো সময়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি? - Muslims Day
March 22, 2023 at 4:07 pm[…] এই পোস্ট থেকে দেখে নিতে পারেন কিভাবে ই…। […]
Md rashedul islam
April 10, 2023 at 6:01 pmআরবি দোয়া গুলি বাংলায় চাই,,আমি আরবি পড়তে পারি না।
Muslims Day Admin
April 10, 2023 at 7:18 pmকী কারণে দুআগুলোর বাংলা উচ্চারণ দেয়া হয় নি সেটা প্রতিটি দুআর পেজে বলা আছে। এখান থেকেও পড়ে নিতে পারেন।
আব্দুল আলিম
September 5, 2023 at 5:47 amআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
মহান আল্লাহতালা আপনাদের নেক কাজগুলো কবুল করুন