আমাদের সম্পর্কে

আলহামদুলিল্লাহ। ২০১৫ সাল থেকে Megaminds Technologies  এর পক্ষ থেকে এই অ্যাপটিকে আমরা ডেভেলপ ও নিয়মিত এর মানোন্নয়ন করে আসছি।

২০২০ সালের মার্চের মাঝামাঝি পর্যন্ত অ্যাপের নাম ছিল App Of Ramadan. এই অ্যাপটির প্রথম ৫ বছরে নিয়মিত আপডেট হতে হতে এমন একটা পর্যায়ে এসেছে যখন এটিকে আর অ্যাপ অফ রামাদান বা রমজান মাসের অ্যাপ বলা যাবে না।

অনেক ফিচার সমৃদ্ধ সারা বছর ব্যবহারের উপযোগি অ্যাপটির নাম আমরা পরিবর্তন করে রেখেছি Muslims Day. অর্থাৎ একজন মুসলিমের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বীন ইসলামের বিষয়ে যা যা প্রয়োজন তার সব কিছুকেই আমরা এই অ্যাপে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি।

অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইফোনের এর জন্যও অ্যাপের একটি পরীক্ষামূলক ভার্সন অ্যাপল স্টোরে রিলিজ করেছি। নিয়মিত আমরা এর ডেভেলপমেন্ট চালিয়ে যাচ্ছি।

প্রথম তিন বছর অ্যাপে আমরা গুগলের বিজ্ঞাপন দেখাতাম। এরপর আমাদের ইউজারদের পর্দা লঙ্ঘন হবার আশংকায় সেই বিজ্ঞাপন দেখানো বন্ধ করে দিই। ফলে এই অ্যাপ থেকে গুগলের বিজ্ঞাপন দেখিয়ে কোনো রকম অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে যায়।

আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখন পর্যন্ত নিজেদের অর্থ, সময় ও শ্রম ব্যয় করে এই অ্যাপের নিয়মিত ডেভেলপমেন্ট চালিয়ে যাচ্ছি। পাশাপাশি অ্যাপের নিয়মিত ডেভেলপমেন্টের খরচ নির্বাহের জন্য আপনাদের থেকেও আর্থিক অনুদান নিয়ে থাকি

ইসলামের মাসআলাগত বিষয়ে হাদীসের আলোকে মতপার্থক্য হওয়া একটি স্বীকৃত বিষয়। যে সকল আমল বা বিধানের ক্ষেত্রে সুন্নাহ এর মাঝে একাধিক মত পাওয়া যায়। সে সকল ইখতিলাফী বিষয়ে আমরা হাদীসের ঐ মতটিকে গ্রহন করি যেটিকে ইমাম আবু হানিফা (রহ) উত্তম বলেছেন। সহজ ভাষায়, ফিকহের দিক থেকে আমরা হানাফী মাযহাব অনুসরণ করি। অন্যান্য সকল মাযহাবকে সম্মান করি। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আক্বিদা পোষণ করি।

আমাদের অ্যাপের কন্টেন্টগুলোর সম্পাদনা ও মাসআলাগত বিষয়ে সঠিক দিক নির্দেশনার জন্য কাজ করেন বিজ্ঞ আলেম ও লেখক মাওলানা শিব্বির আহমদ সাহেব। উসতাযুল হাদীস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদপুর। যিনি মাসিক আলকাউসার, মাসিক নেয়ামত সহ বিভিন্ন পত্রিকায় ইসলামী বিষয়ে লিখে থাকেন। পাশাপাশি তার লিখিত ও অনুবাদকৃত কিছু বইও প্রকাশিত হয়েছে।

অ্যাপটি নিজে ব্যবহার করুন। আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন।
আপনার দুআয় আমাদের রাখবেন।

error: অনুগ্রহ করে লেখাটি কপি করবেন না। লিংক শেয়ার করুন। ধন্যবাদ