Press ESC to close

ইসলামিক ফাউন্ডেশনের সময়ের সাথে মুসলিমস ডে অ্যাপে দেখানো সময়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি?

Post Updated at 22 Mar, 2023 – 4:07 PM

হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশনের সাথে আমাদের অ্যাপে দেখানো সময়ের মাঝে কোথাও ২-১ মিনিটের পার্থক্য দেখা যেতে পারে।

আপনি যদি ঢাকার সময় অনুযায়ী ইফতারের অর্থাৎ সূর্যাস্তের সময় জানতে চান তাহলে একটা জিনিস চিন্তা করেন। সাভারও ঢাকা জেলায় পড়ে, ডেমরাও ঢাকা জেলায় পড়ে। দুই জায়গার মধ্যে ৩০-৪০ কিলোমিটারের পার্থক্য। ইসলামিক ফাউন্ডেশন তাদের সময়ের সাথে সতর্কতামূলক কিছু সময় যোগ-বিয়োগ করে থাকে এই পার্থক্যের কারণে।

কিন্তু আপনি যদি আমাদের অ্যাপের GPS system টা ব্যবহার করেন, তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন। এক্সাক্ট ঐ স্থানের জন্যেই আপনাকে সময় দেখানো হবে। যেহেতু আমরা সেকেন্ড সহ নামাজের সময় দেখাই না। সেক্ষেত্রে হয়ত অনেক সময় পার্থক্যটা আপনি বুঝতে পারবেন না। তাই আপনি আল্লাহর উপর ভরসা করে আমাদের অ্যাপের সময় অনুসরণ করতে পারেন। ইনশাআল্লাহ আপনি সঠিক সময়ই পাবেন।

এরপরেও বাংলাদেশের জন্য রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী সময় দেখার একটা অপশন রেখেছি। আপনি চাইলে রমজান মাসে ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময় অনুযায়ী সাহরি ও ইফতারের সময় দেখতে পাবেন।

এই পোস্ট থেকে দেখে নিতে পারেন কিভাবে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাসে সাহরি-ইফতারের সূচী দেখা যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ১,৮৭৮,১৩০

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন