
Post Updated at 24 Mar, 2025 – 8:22 AM
ফরজ-ওয়াজিব নামাজের পর যেসব নফল নামাজের ফজিলত নিয়ে বহু হাদীস বর্ণিত হয়েছে সেসবের অন্যতম সালাতুদ দুহা। নিয়মিত সম্ভব না হলেও সপ্তাহে অন্তত ২-৩ দিন আমাদের উচিত এ সালাত আদায় করা। তাহলে আস্তে আস্তে এটি সারা মাসের ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। সালাতুদ দুহা আমাদের কাছে ইশরাক ও চাশতের নামাজ বলে পরিচিত। হাদীস শরীফে এই সালাতকে “সালাতুদ দুহা” বলে উল্লেখ করা হয়েছে। কোনো কোনো হাদীসে অবশ্য ইশরাক শব্দটিও এসেছে।
সালাতুদ দুহা (চাশত-ইশরাক) নামাজের সময়
সালাতুদ দুহা সূর্যোদয়ের পর থেকে দ্বিপ্রহরের নিষিদ্ধ সময়ের আগ পর্যন্ত পড়া যায়। এই সময়ের মধ্যে যে নফল নামাজ পড়া হয় তাকে আলেমগণ ইশরাক বা চাশত নামে অভিহিত করেছেন। অবশ্য আওয়াবিন শব্দটিও হাদীসে এসেছে। এ সংশ্লিষ্ট হাদীসটি এই পোস্টের শেষে পাওয়া যাবে।
ইশরাক ও চাশতের নামাজের ওয়াক্তকে আলাদা ভাবে যদি চিহ্নিত করতে চাই। তাহলে বলা যেতে পারে সূর্য সম্পূর্ণ উদিত হওয়ার পর যখন নিষিদ্ধ সময় শেষ হয়। তখন সালাদুদ দুহা পড়লে তাকে ইশরাক বলা হবে। আর আরো সময় গড়িয়ে যাবার পর যখন সূর্য যখন একটু উত্তপ্ত হওয়া শুরু হয়। তখন সালাতুদ দুহা পড়া হলে সেটিকে চাশতের নামাজ বলে নামকরণ করতে পারি।
সালাতুদ দুহা বা চাশত ও ইশরাকের নামাজ কত রাকাত?
সালাতুত দুহা সর্বনিম্ন ২ রাকাত থেকে শুরু করে ১২ রাকাত পর্যন্ত পড়ার ব্যাপারে হাদীস পাওয়া যায়। এছাড়াও হাদীসের আলোকে এর চেয়ে বেশি পড়ার ব্যাপারেও অনুমোদন রয়েছে। যে যার সাধ্যমত ২ রাকাত থেকে উপরের দিকে যত বেশি পারা যায় এ সালাত আদায় করতে পারেন।
চাশত ও ইশরাকের নামাজের নিয়ম
এটি অন্যান্য যে কোনো নফল নামাজের মতই ২ রাকাত করে পড়া উত্তম। এই সালাতের জন্য কোনো নির্দিষ্ট সূরা-ক্বিরাত নাই। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যাবে। এ সালাতের আলাদা কোনো নিয়ম নেই। ফজরের দুই রাকাত সুন্নত বা ফরজ নামাজ যেভাবে আদায় করা হয় সেভাবেই এই সালাত আদায় করতে হয়। দুই রাকাত করে পড়ে সালাম ফিরাতে হবে। কোনো সালাতের জন্যেই মুখে উচ্চারণ করে নিয়ত পড়া জরুরি নয়। আপনি সালাতুদ দুহার জন্য জায়নামাজে দাঁড়িয়েছেন, এটা আপনার মনে থাকাই নিয়ত। সালাতুদ দুহা-সহ কোনো সালাতেই মুখে উচ্চারণ করে আরবি বা বাংলায় নিয়তের কিছু বাক্য পড়া জরুরি নয়।
সালাতুদ দুহা, চাশত ও ইশরাক নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি?
মুহাদ্দিসগণের কেউ কেউ সালাতুল ইশরাক ও সালাতুত দুহা বা চাশতের নামাজের মধ্যে পার্থক্য করেছেন এবং দুটিকে পৃথক পৃথক নামাজ বলেছেন। কোনো কোনো হাদীস থেকেও এর সপক্ষে ইঙ্গিত পাওয়া যায়। এক্ষেত্রে জামে তিরমিযীর ৫৯৮ নং হাদীসটির কথা বলা যেতে পারে। যারা দুটিকে ভিন্ন ভিন্ন নামাজ বলেন, তাদের মতে, ইশরাকের নামাজ পড়া হয় সূর্যোদয়ের নিষিদ্ধ সময় অতিক্রান্ত হওয়ার পর, আর সালাতুত দুহা পড়া হয় দিনের এক চতুর্থাংশ অতিক্রান্ত হওয়ার পর। দ্বিপ্রহরের নিষিদ্ধ সময়ের পূর্ব পর্যন্ত এ নামাজের সময় থাকে। অবশ্য আমাদের অ্যাপে প্রথম মতটির ভিত্তিতেই সময় নির্দেশ করা হয়েছে।
সালাতুদ দুহা বা ইশরাক-চাশতের নামাজের গুরুত্বের উপর অনেক সহীহ হাদীস রয়েছে। নিচে সালাতুদ দুহার ফজিলতের ব্যাপারে কয়েকটি হাদীস তুলে ধরা হলো।
সালাতুদ দুহা বা চাশত-ইশরাকের নামাজ – হাদীস ১
বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলেতে শুনেছি:
মানুষের শরীরে তিনশ ষাটটি গ্রন্থি রয়েছে। তার প্রতিটি জোড়ার জন্য সদাকা করা উচিৎ। লোকজন বলল, কেউ কি এতো সদাকা করতে সক্ষম, হে আল্লাহর নাবী! তিনি বললেনঃ তুমি মসজিদের (মেঝেতে থাকা) শ্লেষ্মা পুতে দিবে (অর্থাৎ মসজিদের নোংরা পরিষ্কার করবে) এবং রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলবে। তুমি যদি তা নাও পার তাহলে দুই রাক’আত সালাতুদ দুহা আদায় করবে, এতেই তোমার জন্য যথেষ্ট হবে।
(আবু দাউদ ৫২৪৪)
সালাতুদ দুহা বা চাশত-ইশরাকের নামাজ – হাদীস ২
আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :
প্রতিদিন সকালে তোমাদের প্রত্যেকের প্রতিটি গিঁটের উপর সদাকা ওয়াজিব হয়। আর প্রতিটি তাসবীহ্ অর্থাৎ ‘সুবহানাল্লাহ’ বলা একটি সদাকা। প্রতিটি তাহমীদ অর্থাৎ ‘আলহম্দুলিল্লা-হ’ বলা একটি সদাকা। প্রতিবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সদাকা। প্রতিটি ‘আল্লাহু আকবর’ একটি সদাকা। আমর বিল মা’রুফ অর্থাৎ সৎকাজের আদেশ একটি সদাকা। ‘নাহি আনিল মুনকার’ অর্থাৎ খারাপ কাজ থেকে বিরত রাখাও একটি সদাকা। তবে দুই রাকাত সালাতুদ দুহা যদি সে আদায় করে তাহলে তা এ সবগুলোর সমান হতে পারে।
(সহীহ মুসলিম ৭২০)
সালাতুদ দুহা বা চাশত-ইশরাকের নামাজ – হাদীস ৩
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন,
আমার বন্ধু [অর্থাৎ রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)] আমাকে তিনটি কাজ করতে উপদেশ দিয়েছেন। সেগুলো হ’ল – প্রতি মাসে তিনটি করে সওম (রোযা) পালন করা (হিজরি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ), দুই রাকাত সালাতুদ দুহা আদায় করা এবং ঘুমানোর পূর্বে বিত্র সলাত আদায় করা।
(সহীহ মুসলিম ৭২১)
সালাতুদ দুহা বা চাশত-ইশরাকের নামাজ – হাদীস ৪
মু’আযাহ্ (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি ‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাতুদ দুহা কয় রাক‘আত আদায় করতেন? জবাবে ‘আয়িশা (রাঃ) বললেন, তিনি ‘দুহা’ বা চাশতের সলাত সাধারণতঃ চার রাক‘আত আদায় করতেন এবং(কখনো) ইচ্ছামত আরো বেশী আদায় করতেন।
(সহীহ মুসলিম ৭১৯)
সালাতুদ দুহা বা চাশত-ইশরাকের নামাজ – হাদীস ৫
যায়দ ইবনু আরক্বাম (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদিন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুবাবাসীদের কাছে গেলেন। সে সময় তারা নামাজ আদায় করছিলেন। এ দেখে তিনি বললেনঃ ‘সলাতুল আও্ওয়াবীন’ এর উত্তম সময় হ’ল যখন সূর্যতাপে বালু গরম হাওয়ার কারণে উটের বাচ্চাগুলোর পা উত্তপ্ত হতে শুরু করে।
(সহীহ মুসলিম ৭৪৮)
আল্লাহ আমাদের সকলকে নিয়মিত সালাতুদ দুহা আদায় করার তাওফিক দান করুন। আমীন।
Comments (22)
Sumaiya Aminsays:
March 31, 2023 at 12:27 PMফজরের পর থেকে কয়টা পর্যন্ত সময় থাকে এই নামাজের?
Muslims Day Adminsays:
March 31, 2023 at 12:40 PMআপু পোস্টে বলা আছে কতক্ষণ এ নামাজের সময় থাকে।
Minhaz Uddinsays:
April 2, 2023 at 3:09 PMজাজাকাল্লাহু খাইরান।
Taazsays:
December 31, 2023 at 11:26 PMAssalamualikum
Md Arif Billahsays:
March 26, 2024 at 10:37 AMআল্লাহ আমাদের সবাইকে এই আমল টি করার তাওফিক দান করুন।
মাওলানা শিব্বীর আহমদsays:
March 27, 2024 at 11:44 PMআমীন, ইয়া রব্বাল আলামীন!
শহিদুল ইসলামsays:
March 26, 2024 at 3:45 PMমাশা-আল্লাহ সুন্দর।
সৈয়দ মো মোস্তফা কামাল রাজুsays:
March 27, 2024 at 8:22 AMআলহামদুলিল্লাহ এই অ্যাপস অনেক কিছু শিখলাম
খালিদ সাইফুল্লাহsays:
April 11, 2024 at 10:28 AMসালাতুত দুহা কি চার রাকাত করে পড়া যাবেনা ?
মাওলানা শিব্বীর আহমদsays:
April 26, 2024 at 9:27 PMসব নফল নামাযই দুই রাকাত করে পড়া ভাল।
Md. Safiul Islamsays:
April 29, 2024 at 6:46 AMইসরাক, চাশত বা আউয়াবিন বাসায় পড়া যাবে কি না??
Muslims Day Desksays:
April 29, 2024 at 10:21 PMঅবশ্যই যাবে। নফল নামাজ বাড়িতে পড়াই উত্তম
Alhamdulillah al Minarsays:
March 24, 2025 at 6:06 AMসালতুত দোহা এবং এশরাক কি আলাদা আলাদা নাকি দোনটা একি?
Muslims Day Desksays:
March 25, 2025 at 11:19 AMপোস্টটা কষ্ট করে পড়লে বিষয়টি বুঝা যাবে।
মোঃ সাকিলsays:
March 24, 2025 at 9:11 AMঅনেক ভালো হলো আল্লাহ আমাদের জেন সঠিক ভাবে আমল করতে পারি সেই সোওফিক দান করেন আমীন
Jibon Nahar Juthisays:
March 24, 2025 at 11:19 AMSalatul Esrak r caster namaz er somoyta aladavabe show korle amar mone hoy beshi valo hoto…tahole r bibvranti lagto na.
Muslims Day Desksays:
March 25, 2025 at 11:19 AMসূর্য ওঠার পরপর পড়লে সেটি ইশরাক। সূর্য উত্তপ্ত হলে তখন সেটা চাশত। সূর্যের তাপ কখন প্রখর হয় সেটা আমরা যে কেউই বুঝতে পারি।
Mahbubsays:
March 24, 2025 at 12:46 PMমাগরিবের নামাজের পর যে ৬ রাকাআত নামাজের কথা উলামায়ে কেরাম বলে থাকে সেটা কে কি নামাজ বলে ?,কুরআন হাদীস অনুযায়ী কতটুকু সহীহ দয়া করে একটু জানাবেন।
Muslims Day Desksays:
March 25, 2025 at 11:18 AMমাগরিবের ও ইশার মাঝের নফল নামাজের ব্যাপারে অনেক হাদীস আছে। ৬ রাকাত বা আরো বেশি রাকাত পড়ার সুযোগ আছে।
মোছা:আফসানা আক্তারsays:
March 24, 2025 at 6:49 PM২৭ শে রমজানের আগে কোরআন শরিফ খতম দেওয়া যাবে কী?
Muslims Day Desksays:
March 25, 2025 at 11:15 AMকুরআন খতম ২৭ রমযানে জরুরি না। সারা বছর যে কোনো সময় কুরআন খতম দেয়া যায়। আমাদের উচিত প্রতি মাসে অন্তত একবার খতম দেয়া।
Nusratsays:
March 24, 2025 at 10:25 PMIn sha Allah namaj porar chasta korbo