Post Updated at 8 Apr, 2023 – 5:52 PM
রমজান মাসের শেষ দশকে ইতিকাফ পালন করা সুন্নাতে মুয়াক্কাদা কিফায়া। ইতিকাফ পালনের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। তাই এর মাসআলাগুলো জানা থাকা জরুরি।
আমাদের সমাজে কোথাও কোথাও রেওয়াজ আছে, রমজানের শেষ দশকের সুন্নতে মুয়াক্কাদা কিফায়া ইতিকাফ যিনি পালন করেন, তাকে মহল্লাবাসী একটা বিনিময় দিয়ে থাকে। যারা এ বিনিময় দেন, তারা ভাবেন, তিনি যেহেতু আমাদের সবাইকে দায়মুক্ত করেছেন, তাই আমরা তাকে এ বিনিময়টা দিচ্ছি। একইরকম ভাবনা ইতিকাফকারীরও- আমি যেহেতু সকলের দায়িত্ব পালন করেছি, তাই আমি তাদের কাছ থেকে একটা বিনিময় পেতেই পারি। কোথাও কোথাও আবার নিজেদের মহল্লায় ইতিকাফ করার মতো কাউকে না পেলে অন্য মহল্লা থেকে অনুরোধ করে কাউকে নিয়ে আসা হয় এবং তাকে ইতিকাফের বিনিময় প্রদান করা হয়।
মনে রাখতে হবে, ইতিকাফ পার্থিব বিনিময়যোগ্য কোনো আমল নয়। এটি একদিকে যেমন কিফায়া, অর্থাৎ সকলের পক্ষ থেকে কয়েকজন এমনকি একজন আদায় করলেও হয়ে যাবে, অপরদিকে তা নিরেট ব্যক্তিগত একটি আমল। একজন বা কয়েকজন এ ইতিকাফ আদায় করলে পুরো মহল্লাবাসী দায়মুক্ত হবেন ঠিক, কিন্তু ইতিকাফের সওয়াব ও ফজিলত তারাই লাভ করবেন, যারা মসজিদে ইতিকাফ করেছেন। এর কোনোরূপ বিনিময় নেয়া বা দেয়ার সুযোগ নেই। এটা নাজায়েজ।
আসুন, মহল্লায় মহল্লায় অধিক পরিমাণে ইতিকাফ করার রেওয়াজ গড়ে তুলি। রমজানের শেষ দশকে সিয়াম-কিয়াম-তিলাওয়াত-যিকিরে জীবন্ত করে তুলি আমাদের প্রতিটি মসজিদ। আল্লাহ তাআলা আমাদের সহায় হোন।
Comments (3)
ফাতেমাsays:
March 29, 2024 at 12:02 PMআমি আলিয়া মাদ্রাসার ছাত্রী ছিলাম, কিন্তু অনেক মাসআলা মাসায়েল আমার অজানা, আলহামদুলিল্লাহ এই অ্যাপ দ্বারা আমি অনেক কিছু শিখেছি, ভবিষ্যতে আরো শিখবো ইনশাআল্লাহ্ ,,,,,।
“আল্লাহ্ ওনাদের নেক হায়াত দান করুক,যাতে এই ভাবে মানুষের মাঝে দ্বীনের আলো পৌঁছে দিতে পারেন”।
(আমিন)
Abul Basharsays:
March 29, 2024 at 11:16 PMইতেকাফ শেষ করার পর মহল্লা বাসি জোর করে হাদিয়া দিতে চাইলে তা গ্রহণ করা যাবে?
মাওলানা শিব্বীর আহমদsays:
April 23, 2024 at 9:13 AMইতেকাফকারীকে মহল্লাবাসীর পক্ষ থেকে হাদিয়া দেয়ার একটি রেওয়াজ আছে। এটা বিনিময়, তাই এটা নেয়া জায়েজ নয়। ইতেকাফ একটি ইবাদত। ইবাদতের কোনো বিনিময় হয় না। মহল্লাবাসীর পক্ষ থেকে জোর করে দিলেও তা গ্রহণ করবে না।