119 views
Post Updated at 1 Mar, 2023 – 8:46 PM
মুসলিমস ডে অ্যাপে সালাতের ৫ ওয়াক্তের সময়ের সাথে নিষিদ্ধ সময়গুলোও উল্লেখ করা হয়েছে। সূর্য ডুবার সময় নামাজ পড়া নিষিদ্ধ। কিন্তু আমরা সূর্যাস্তের এই নিষিদ্ধ সময়কেও আসরের ওয়াক্ত হিসাবে দেখিয়েছি। এতে অনেকেই মনে করেন বিষয়টা ভুলে দেয়া হয়েছে। আসলে তা না। এখানে সঠিক সময়ই দেখানো হয়েছে।
মাসআলা হচ্ছে, সূর্যাস্তের সময় নামাজ পড়া নিষিদ্ধ। নফল ফরজ কোন নামাজই এ সময় পড়া যায় না। তবে ওইদিনের আসরের নামাজটি এই বিধানের অন্তর্ভুক্ত নয়। যদি কেউ ঐ দিনের আসর না পড়ে থাকেন, তবে সূর্যাস্তের নিষিদ্ধ সময়েও আসর পড়ে নিতে হবে এবং এতে তার নামাজটি স্বাভাবিক সময়ের নামাজ বলেই বিবেচিত হবে। কাজা নামাজ হিসেবে বিবেচিত হবে না। তবে ইচ্ছাকৃত নামাজ এতটা বিলম্বিত করে এই নিষিদ্ধ সময়ের মধ্যে প্রবেশ করানো সমীচীন হবে না- এটা তো বোঝাই যায়।