Post Updated at 29 Aug, 2023 – 2:22 PM
কসরের নামাজের পরিচয়
যিনি শরীয়তের শর্তসাপেক্ষে সফর করেন তিনি মুসাফির। মুসাফিরের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে এখান থেকে। সফরের সময় জোহর আসর ও ইশার চার রাকাত ফরজ নামাজগুলো দুই রাকাত করে পড়তে হয়। একে কসর নামাজ বলে। ফজর মাগরিব ও বিতির নামাজে কোনো কসর নেই।
হানাফী মাজহাব অনুসারে, মুসাফির ব্যক্তির জন্যে নামাজে এ কসর করা জরুরি। ইচ্ছাকৃত কসর নামাজ আদায় না করলে গোনাহগার হবে। তবে যদি কোনো মুসাফির কোনো মুকিম ইমামের পেছনে নামাজের ইক্তেদা করেন, তাহলে সেখানে অবশ্য ইমামের অনুসরণ করে পুরো নামাজই আদায় করতে হবে।
কসর শুধু ফরজ নামাজের ক্ষেত্রেই হয়ে থাকে। সুন্নত নামাজে কসর নেই।
কতটুকু সফরে কসর পড়তে হয়
যদি কেউ নিজ গ্রাম বা শহর থেকে কমপক্ষে ৭৮ কিলোমিটার দূরে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হয় তাহলে সে রাস্তায় কসর নামাজ পড়বে।
কসর কখন থেকে পড়তে শুরু করবে
নিজ গ্রাম কিংবা শহর ও শহরতলী অতিক্রম করার পর থেকে কসর নামাজ পড়তে হবে। এর আগে কসর পড়া যাবে না। নিজ এলাকার সীমা অতিক্রম করার পর পুরো নামাজ নয়, কসরই পড়তে হবে।
কসরের সময়সীমা
নিজ এলাকা থেকে কমপক্ষে ৭৮ কিলোমিটার দূরে কোনো এলাকায় গিয়ে যদি কেউ কমপক্ষে পনের দিন থাকার নিয়ত করে তাহলে সেখানে সে মুকিম হিসেবে বিবেচিত হবে। তখন তাকে পূর্ণ নামাজ আদায় করতে হবে। আর যদি পনের দিনের কম সময় থাকার নিয়ত করে তাহলে কসর পড়তে হবে।
কেউ কোথাও গিয়ে প্রথমে পনের দিনের কম সময় থাকার নিয়ত করল, কিন্তু পরবর্তীতে তার সেখানে আরও কয়েকদিন থাকার প্রয়োজন দেখা দিল, তখন আবার সে পনের দিনের কম সময় থাকার নিয়ত করল, এমন হলে পুরো সময়ই সে কসর পড়বে। এমনকি যদি এভাবে সময় বাড়াতে বাড়াতে বছরও হয়ে যায় তবুও কসরই পড়তে হবে। আর যদি একসঙ্গে পনের দিন থাকার নিয়ত করে তাহলে কসরের হুকুম বাতিল হয়ে যাবে এবং তখন থেকে পূর্ণ নামাজ পড়তে হবে।
নিজের বাড়ি কিংবা বাসস্থানে পনের দিনের কম সময় থাকলেও পূর্ণ নামাজই আদায় করতে হবে। একইভাবে লেখাপড়া চাকরিবাকরি কিংবা অন্য কোনো প্রয়োজনে যদি কারও ভিন্ন কোনো নির্ধারিত থাকার জায়গা থাকে তাহলে সেখানে সে পনের দিনের কম থাকলেও পূর্ণ নামাজ পড়তে হবে।
কোনো একটি গ্রামে বা একটি শহরে সফরে গিয়ে সেখানকার ভিন্ন ভিন্ন স্থানে মিলিয়েও যদি কেউ একনাগাড়ে পনের দিন থাকার নিয়ত করে তাহলে তাকে পূর্ণ নামাজ পড়তে হবে।
আর যদি দুই গ্রাম বা দুই শহর কিংবা গ্রাম-শহর মিলিয়ে পনের দিন থাকার নিয়ত করে তাহলে কসর করতে হবে।
বিয়ের পর বাবার বাড়িতে মেয়েদের বিধান
বিয়ের পর মেয়েদেরকে যখন উঠিয়ে নেয়া হয় তখন থেকে শ্বশুরালয়ই তার মূল নিবাস হিসেবে গণ্য হয়। তাই যদি কারও পিতৃলয় এবং শ্বশুরালয়ের মাঝে সফর পরিমাণ দূরত্ব থাকে, তাহলে বাবার বাড়িতে ১৫ দিনের কম সময়ের জন্যে গেলে কসর করতে হবে।
সফর অবস্থায় সুন্নত নামাজ
সুন্নতে মুয়াক্কাদা নামাজগুলোর মাঝে ফজরের দুই রাকাত সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি। সফর অবস্থায়ও সম্ভব হলে এই দুই রাকাত নামাজ যথারীতি আদায় করবে। তবে জোহরের ছয় রাকাত, মাগরিবের দুই রাকাত ও ইশার দুই রাকাত সুন্নতের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। যদি পড়ার সুযোগ থাকে তাহলে পড়াই উত্তম। আর যদি সফরের কারণে সুন্নত নামাজ পড়া কষ্টকর হয় তাহলে না পড়া উত্তম।
মুসাফিরের নামাজের জামাত
জামাতে ইমাম-মুক্তাদি সকলেই যদি মুসাফির হন তাহলে সবাই মিলে কসর করবে। যদি ইমাম মুকিম হয়, মুক্তাদি মুসাফির হয় তাহলে সবাই মিলে পুরো নামাজই পড়বে। আর যদি ইমাম মুসাফির হয় আর মুক্তাদি মুকিম হয় তাহলে মুসাফির ইমাম কসর করবেন এবং দুই রাকাত পড়েই সালাম ফেরাবেন, তবে মুকিম মুক্তাদিকে পুরো নামাজ আদায় করতে হবে। ইমাম সাহেব যখন সালাম ফেরাবেন, তখন মুক্তাদি সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে যাবেন এবং অবশিষ্ট রাকাতগুলো আদায় করবেন, তবে এতে তিনি কোনো কেরাত পড়বেন না।
সূত্র : সহীহ বুখারী ৩৫০; মুসনাদে আহমদ ১৮৬২; আদদুররুল মুখতার ও রদদুল মুহতার ২/৫৯৯৯, ৬০৩-৬০৭, ৬১৩ ইমদাদুল ফাতাওয়া ১/৪৫৫
যাদের জন্য রোযা না রাখার অনুমতি রয়েছে - Muslims Day
March 18, 2023 at 12:06 pm[…] পরিচয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে এ লেখাটি […]
মুসাফিরের পরিচয় - Muslims Day
March 18, 2023 at 12:09 pm[…] সফরের অবস্থায় নামাজের বিধান জানতে এ লেখাটি পড়ুন। […]
Md Sakhawath Hossain
April 9, 2023 at 12:32 pmআপনাদের পেজে মাউসের বল দিয়ে স্ক্রল করা যায় না।
Sanjida
August 29, 2023 at 1:10 pmআমি সকালে অফিসে আসি, আছর এর সময় বাসায় যাই৷ মধ্যবর্তী সময় অফিসে জোহর এর ওয়াক্ত আসে, এখন আমি কি অফিসে বসে কসর পড়বো জোহর এর নামাজ? নাকি পুরো নামাজ পড়বো??? দয়া করে জানাবেন
Muslims Day Desk
August 29, 2023 at 2:22 pmআপনার বাসা থেকে অফিসের দূরত্ব কি ৭৮ কিলোমিটারের বেশি?