
Post Updated at 25 Feb, 2025 – 10:49 AM
১. দাঁড়ানোর সময় সিজদার স্থানে দৃষ্টি রাখুন।
২. রুকুর সময় দৃষ্টি পায়ের পাতায় রাখুন।
৩. সিজদার সময় নাকের ডগায় দৃষ্টি রাখুন।
৪. বসা অবস্থায় কোলের দিকে দৃষ্টি রাখুন।
৫. ডান দিকে সালাম ফেরাতে ফেরাতে ডান কাঁধে এবং বাম দিকে সালাম ফেরাতে ফেরাতে বাম কাঁধে দৃষ্টি রাখুন।
৬. হাই এলে প্রথমত নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন। না পারলে বাম হাতের পিঠ দিয়ে মুখ ঢেকে দিন। আর যদি হাত বাঁধা অবস্থায় থাকেন তাহলে ডান হাতের তালু দিয়ে মুখ ঢাকুন। [রদদুল মুহতার, ২/১৭৬]
৭. প্রচণ্ড ঠাণ্ডা বা অন্য কোনো ওজর না থাকলে তাকবিরে তাহরিমার সময় উভয় হাতের কব্জি পর্যন্ত চাদরের বাইরে রাখুন। এ বিধান শুধু পুরুষদের জন্যে।
Comments (3)
Sahin mollasays:
February 5, 2025 at 1:37 AMMashallah alhamdulillah khub sundor lagche eto sundor akti
AL-AMIN PATHANsays:
March 3, 2025 at 10:20 PMমহান রব্বে কারীম উত্তম প্রতিদান দান করুক।
ABDULLAH AL MAMUNsays:
March 14, 2025 at 5:37 AM#Islamer sondhorjho evabei futiye tulte HOBE SOBAR inshallah…