Press ESC to close

মুসলিমস ডে’র সাথে অন্যান্য অ্যাপের সময়ের পার্থক্যের কারণ

Post Updated at 4 Mar, 2025 – 5:28 PM

বিভিন্ন অ্যাপের মধ্যে নামাজের সময় নিয়ে তুলনা করলে দেখা যাবে ২-১ মিনিটের পার্থক্য রয়েছে। প্লে স্টোরে যত অ্যাপ রয়েছে সকল অ্যাপে নামাজের সময় নির্ণয় করার জন্য একই পদ্ধতি অবলম্বন করা হয় না। তাই কিছু পার্থক্য দেখাতে পারে। ছোট এই পার্থক্যটি তাই খুব বেশি ধর্তব্য নয়। এমন কি বর্তমানে মুসলিমস ডে অ্যান্ড্রয়েড ও iOS ভার্সনের মাঝেও পার্থক্য রয়েছে ভিন্ন কোডবেজ ও ভিন্ন ইমপ্লিমেন্টেশনের জন্য। যদিও আগামীতে এই পার্থক্য ঘুঁচিয়ে নিয়ে আসার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

এই ২-১ মিনিট পার্থক্যের বাস্তবতার জন্য আমরা রিকমেন্ড করি, একদম margin time (প্রান্তিক সময়) এ নামাজ না পড়ে ৪-৫ মিনিট আগপিছ করে পড়ার জন্য। অর্থাৎ ওয়াক্ত শুরু হওয়ার ১ম মিনিটেই নামাজ না পড়ে ৪-৫ মিনিট পর নামাজ পড়লে ইনশাআল্লাহ ভুল ওয়াক্তে নামাজ পড়া থেকে বেঁচে যাওয়া যাবে।

সাহরি, ইফতার ও নামাজের সময়সূচীর জন্য ডাউনলোড করুন মুসলিমস ডে অ্যাপ

ভিন্ন ভিন্ন অ্যাপের হিসাব-নিকাশ কেন ভিন্ন হয় একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে আশা করি।

আমরা জানি যুহরের ওয়াক্ত শুরু হয় সূর্য যখন মধ্য আকাশ থেকে ঢলে পড়ে তখন। ধরুন কোনো অ্যাপ হিসাব করেছে সূর্য মধ্য আকাশ থেকে 0.01 ডিগ্রি ঢললেই যুহরের ওয়াক্ত শুরু হবে। অন্য আরেকটি অ্যাপ হিসাব করেছে 0.05 ডিগ্রি ঢললে যুহরের ওয়াক্ত শুরু হবে। দুটিই ঢলে পড়া। হাদীসে ঢলে পড়ার কথা রয়েছে, কিন্তু কত ডিগ্রি ঢললে যুহর শুরু হবে সেটা নির্দিষ্ট ভাবে বলা নাই। তাই অ্যাপ অনুযায়ী এই ডিগ্রি আলাদা হওয়ায় সময়ের ক্ষেত্রে ২-১ মিনিট পার্থক্য হতে পারে।

এই ছোট পার্থক্যের কারণে আমরা কোনো অ্যাপের সময়কেই ভুল বলি না। অ্যাকুরেসির দিক থেকে কোনোটা একটু কম কোনোটা একটু বেশি। তাই একাধিক সময় সামনে আসলে যেটা অধিকতর নিরাপদ মনে হয় সেটা অনুসরণ করা যেতে পারে।

Comments (4)

  • Ahmed Romansays:

    March 2, 2025 at 7:03 PM

    প্রথম ইফতারের সময় প্রকাশিত হয়েছে ৬:০২ এ মুসলিম ডে’র সময় দেখলাম ৬:০৫। ক্যালেন্ডার অনুযায়ী অর্থাৎ ৬:০২ এ ইফতার করলাম।তারপর অন্য অ্যাপ ডাউনলোড করতে গেলাম ভেবেছিলাম মুসলিম ডে ভুল দেখাচ্ছে।কিন্তু কোনো অ্যাপ খুঁজে পেলাম না যেটা ভালো লাগে।মুসলিম ডে আমার অনেক আগে থেকেই প্রিয় অ্যাপ।এখন এই আর্টিকেল টা পড়ে বুঝতে পারলাম যে আমি মূলত আমায় জিপিএস টাইম অনুযায়ী সময় দেখানো হচ্ছিলো।
    এখন থেকে জিপিএস টাইম অনুযায়ী ইফতার,সাহরি করবো ইন শা আল্লাহ।কারণ ইসলামিক ফাউন্ডেশন যেহুতু শুধু জেলা ভিত্তিক সময় সূচি প্রকাশিত করে তাই সব এলাকায় অ্যাকিউরেসী আসবেনা।তো আমার কাছে জিপিএস অনুযায়ী মেনে চলাই শ্রেয় মনে হচ্ছে।

  • Towfiqul islamsays:

    March 2, 2025 at 7:57 PM

    মাশাল্লাহ সুন্দর একটা অ্যাপ্লিকেশন,
    আমি বেশ উপকৃত হয়েছি, এছাড়াও বলবো ইসলামিক ফাউন্ডেশন এর সঙ্গে মিল রেখে যাবতীয় সব কিছু সঠিক নির্দেশনা দেওয়া হোক।

  • Abu Taher Mizbahsays:

    March 4, 2025 at 5:32 AM

    আলহামদুলিল্লাহ আমি দির্ঘ দুই বছর ধরে এই এপসের সাথে পরিচিত, আমি মনে করি বাংলার প্রতিটা মুসলমান এর ফোনে এমন একটি বিস্বস্থ এপস থাকা প্রয়োজন

  • রুনাsays:

    March 5, 2025 at 1:19 PM

    এই মুসলিম ডে এপ্সটা অনেক অনেক ভালো অনেক এপ্স দেকছি কিন্তু এই মুসলিম ডে এপ্সটা সব এপ্স তেকে ভিন্ন
    এই এপ্স তেকে আলহামদুলিল্লাহ অনেক আমল করতে পারি দোয়া রইল যা এই মুসলিম ডে এপ্স এর পিছনে মেহনত করছে আল্লাহ তায়ালা তার উওম প্রতি দান দিবেন ইনশাআল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ২,৬৫১,১৪৬

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন