
Post Updated at 14 Jun, 2025 – 8:04 PM
চেয়ারে বসে নামায আদায় সংক্রান্ত কয়েকটি মূলনীতি :
১. সিজদা নামাযের একটি রুকন। সুতরাং যে ব্যক্তি জমিনে সিজদা করতে পারে, সে চেয়ারে বসে ইশারায় সিজদা করে নামায পড়লে নামায হবে না।
২. কিয়াম তথা দাঁড়িয়ে নামায পড়াও ফরয। সুতরাং যে দাঁড়াতে পারে, কিন্তু সিজদা করতে পারে না, সে দাঁড়িয়ে নামায পড়বে। এরপর সিজদার জন্যে জমিনে বসে ইশারায় সিজদা আদায় করবে। এমন ব্যক্তিও চেয়ারে নামায পড়বে না।
৩. যে দাঁড়াতে পারে, জমিনে বসে স্বাভাবিক সিজদাও করতে পারে, কিন্তু বারবার দাঁড়ানো থেকে বসা কিংবা বসা থেকে দাঁড়ানো অত্যন্ত কষ্টকর বা অসম্ভব, তাহলে সে বসেই নামায পড়বে এবং স্বাভাবিক নিয়মে সিজদা আদায় করবে।
৪. যে দাঁড়াতে পারে, কিন্তু জমিনে বসতে পারে না, সে দাঁড়ানোর সময় দাঁড়াবে। এরপর স্বাভাবিক রুকু করতে পারলে স্বাভাবিকভাবেই রুকু করবে। তারপর সিজদার জন্যে চেয়ারে বসে ইশারায় সিজদা আদায় করবে। স্বাভাবিকভাবে রুকু করতে না পারলে রুকুও চেয়ারে বসে করবে। যে ব্যক্তি দাঁড়াতে পারে, সে দাঁড়ানোর সময় না দাঁড়িয়ে পুরো নামায চেয়ারে বসে পড়বে না।
আর যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসাটাও অসম্ভব বা অধিক কষ্টকর হয় তাহলে শুরু থেকেই চেয়ারে বসে নামায আদায় করতে পারবেন।
৫. যে দাঁড়াতে পারে না, জমিনে সিজদাও করতে পারে না, কিন্তু জমিনে বসতে পারে, সে পুরো নামাযই জমিনে বসে ইশারায় রুকু-সিজদা করে আদায় করবে। সেও চেয়ারে নামায পড়বে না।
৬. কেউ যদি দাঁড়াতে না পারে এবং অসুস্থতার কারণে মাটিতে কোনোভাবেই বসতে না পারে, বরং চেয়ার জাতীয় কিছুতেই কেবল বসতে পারে, তাহলে সে শুরু থেকে চেয়ারে বসে নামায পড়তে পারবে এবং চেয়ারে বসে ইশারায় রুকু-সিজদা আদায় করবে।
[এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্যে মাসিক আলকাউসারের এপ্রিল-মে ২০২০ সংখ্যায় প্রকাশিত ‘নামাযে চেয়ার ব্যবহারের শরয়ী হুকুম’ লেখাটি পড়ুন।]
লক্ষ করুন :
- একজন সুস্থ ব্যক্তিকেও নামাযের কিছু বিধান বসে বসে আদায় করতে হয়। তাই যারা অক্ষম তারা পুরো নামাযও যদি বসে বসে পড়েন তাহলে তা নামাযের মূল পদ্ধতির সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ হয়। পক্ষান্তরে চেয়ারে নামাযের বিষয়টি এমন নয়। কারণ চেয়ারে বসে সাধারণত নামাযের কোনো বিধান পালন করা হয় না।
- অসুস্থ ব্যক্তি যখন বসে নামায পড়বে তখন মাটিতে বসে পড়বে- এটাই মুসলিম উম্মাহর দেড় হাজার বছরের অনুসৃত রীতি। বিপরীতে চেয়ারে নামায পড়া একটি নতুন রীতি।
- অনর্থক চেয়ার ব্যবহারের ফলে নামাযের কাতারে যথেষ্ট ব্যাঘাত ঘটে। অথচ কাতার সোজা করার জন্যে হাদীসে অনেক তাগিদ এসেছে।
- অপ্রয়োজনে মসজিদে চেয়ার নিয়ে আসাটা ভিন্ন সম্প্রদায়ের উপাসনালয়ের সাথে সদৃশ হয়ে যায়। অথচ দীনি বিষয়ে অন্যদের সাথে সাদৃশ্য রাখতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।
- নামায হচ্ছে বিনয়ের নাম। আর কোন প্রয়োজন ছাড়া চেয়ারে বসে নামায আদায় করার তুলনায় মাটিতে বসে নামায করলে এ বিনয় পূর্ণমাত্রায় পাওয়া যায়।
- নামাযে মাটির কাছাকাছি থাকাটা কাম্য। অথচ চেয়ারে বসে নামায পড়লে তা সম্ভব নয়।
কেমন চেয়ার ব্যবহার করবে : চেয়ারে বসে নামায পড়তে হলে স্বাভাবিক চেয়ারই ব্যবহার করুন। অনেকে সামনের দিকে টেবিলের মতো উঁচু একটি কাঠযুক্ত চেয়ারে বসে নামায পড়েন এবং সেই কাঠের উপর সিজদা আদায় করেন। এটি অনর্থক। এমনটি করলে যদিও নামায জায়েজ হয়ে যাবে, তবে তা না করাই উত্তম। চেয়ারে বসে নামায পড়লে খোলা চেয়ারই ব্যবহার করুন এবং মাথা ঝুঁকিয়ে সিজদা আদায় করুন।
প্রয়োজন ছাড়া কেবল আরামের জন্যে চেয়ারে হেলান দিয়ে নামায পড়া নামাযের আদব-পরিপন্থী। এ বিষয়েও সতর্ক থাকতে হবে।
চেয়ার দিয়ে কাতার সোজা করবে কীভাবে : যারা পুরো নামায চেয়ারে বসেই আদায় করেন, তারা চেয়ারের পেছনের পা কাতার বরাবর রাখবেন। আর যারা দাঁড়াতে সক্ষম, তারা তো দাঁড়ানোর সময় দাঁড়িয়েই থাকবেন। তারা যদি কাতার বরাবর দাঁড়ান আর এতে পেছনের কারও অসুবিধা না হয় তাহলে এভাবেই দাঁড়াবেন। আর কাতার বরাবর দাঁড়ালে যদি পেছনের কাতারে অসুবিধা হয় তাহলে তারাও চেয়ারের পেছনের পা কাতার বরাবর রেখে তারা কাতারের সামনে দাঁড়াবেন।
Comments (30)
অসুস্থ ব্যক্তি কীভাবে নামায আদায় করবে - Muslims Daysays:
January 30, 2025 at 11:27 AM[…] চেয়ারে নামাযের বিধান সম্পর্কে জানতে আমাদের ব্লগে প্রকাশিত এ লেখাটি পড়ুন- চেয়ারে বসে নামায আদায়ের বিধান […]
অনিচ্ছুকsays:
March 19, 2025 at 12:52 AMযার পায়ে সমস্যা থাকার কারনে সে দাড়ানো থেকে বসতে পারে না বরং দাড়িয়ে রুকু করতে পারে এরপর চেয়ারে বসে সিজদা দেয়, এখন সে কি এভাবেই নামাজ পড়বে নাকি শুরু থেকেই মাটিতে বসে নামাজ পরবে?
মাওলানা শিব্বীর আহমদsays:
March 20, 2025 at 7:35 AMমাটিতে বসে নামাজ পড়লে যদি স্বাভাবিক সিজদা করতে পারে, তাহলে শুরু থেকেই মাটিতে বসে পড়বে। আর যদি না পারে, তাহলে দুটোই ঠিক আছে, শুরু থেকেই মাটিতে বসতে পারে, আবার সেজদার সময় চেয়ারেও বসতে পারে। তবে মাটিতে বসে পড়াই উত্তম।
Rumana Islamsays:
June 25, 2025 at 8:20 PMআমার বাম পা দুই বার দুর্ঘটনায় আঘাত প্রাপ্ত।এক রাকাত বসে পড়লে আরেক রাকাত দাঁড়িয়ে পড়তে হয়। অনেক সময় দেখা যায় চেয়ারে বসতে ও কষ্ট হয়। ব্যথায় পা অবশ হয়ে যায়। আমার কোমর ও হাঁটুর হাড্ডি ফেটে গেছে। তাহলে আমার নামাজ চেয়ারে হবে কি? আমি কখনো মাটি তে আবার চেয়ারে নামাজ পড়ি।আর একটা প্রশ্ন বসে পড়লে মাথা ঝুকালে ই হবে না হাত বাড়িয়ে সিজদা দিতে হবে?
মাওলানা শিব্বীর আহমদsays:
July 1, 2025 at 2:56 PMআপনি যখন যেভাবে নামাজ আদায় করা সহজ মনে করেন, সেভাবেই পড়ুন। আর বসে নামাজ পড়া অবস্থায় যদি মাটিতে সিজদা করার সক্ষমতা আপনার থাকে, তাহলে তা-ই করতে হবে। ইশারায় তখন সিজদা করলে হবে না।
anowar mahmudsays:
June 25, 2025 at 8:52 PMBerry Good
নুসরাত জাহানsays:
June 26, 2025 at 7:41 PMআমার মা হাটু ব্যাথার কারণে মাটিতে বসতে পারেনা। তাই টুলে বসে সামনে টেবিল অথবা বালিশের উপর জায়নামাজ রেখে সিজদা দেয় এবং বাকি সবকিছু দাড়িয়ে আদায় করে। এখন আমার মায়ের এভাবে নামায আদায় করা কি ঠিক হবে?
মাওলানা শিব্বীর আহমদsays:
August 15, 2025 at 7:54 AMসিজদার সময় সামনে কিছু রাখা দরকার নেই। ইশারায় সিজদা আদায় করবেন।
Yeasinsays:
June 27, 2025 at 5:32 AMআল্লাহপাক আমাদের সকলকে সহিহ্ শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমীন
ফাতেমা বেগম মঞ্জুsays:
June 29, 2025 at 5:20 AMআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়াইয়া নামাজ পড়তে পারি সেজদাও দিতে পারি রুকু সেজদা সবই পারি কিন্তু ডাক্তারের নিষেধ ডাক্তার বলছে যতদিন বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকব চেয়ারে বসে নামাজ পড়তে হবে এক্ষেত্রে আমার জন্য করণীয় বা বিধান কি ইসলামের বিধান
মাওলানা শিব্বীর আহমদsays:
July 1, 2025 at 2:52 PMওয়াআলাইকুমুস সালাম
আপনি স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে যদি তেমন কোনো সমস্যা না হয়, তাহলে আপনাকে স্বাভাবিক নিয়মে নামাজ আদায করতে হবে। যারা স্বাভাবিক নিয়মে নামাজ আদায়ে সক্ষম, তাদের জন্যে চেয়ারে বসে নামাজ আদায় যথেষ্ট নয়।
আর স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে যদি আপনার ক্ষতির যথেষ্ট আশঙ্কা থাকে, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারেন।
Fahmidasays:
June 29, 2025 at 10:26 AMআসসালামু আলাইকুম। আমার মা-বাবা খাটের সামনে উঁচু মোড়ায় বসে সালাত পড়ে এবং বিছানায় সেজদা দেয় এতে কি তাদের সালাত হচ্ছে?
মাওলানা শিব্বীর আহমদsays:
July 1, 2025 at 2:50 PMওয়াআলাইকুমুস সালাম
স্বাভাবিকনিয়মে সিজদা করার সক্ষমতা যদি কারও থাকে, তাহলে তাকে স্বাভাবিক সিজদাই করতে হবে। ইশারায় সিজদা করলে হবে না। উচু মোড়ায় বসে বিছানায় সিজদা করলেও হবে না।
আর যদি স্বাভাবিক নিয়মে সিজদা করার সক্ষমতা না থাকে, তাহলে তারা চাইলে উচু মোড়ায় বসে নামাজ পড়তে পারেন। সে ক্ষেত্রে বিছানায় সিজদা করতে হবে না, মাথা সামনের দিকে ঝুকিয়ে ইশারায় সিজদা করলেই হবে।
Meemsays:
July 1, 2025 at 4:24 AMগর্ভবতী মহিলাদের নামাজ আদায় এর নিয়ম কি
মাওলানা শিব্বীর আহমদsays:
July 1, 2025 at 2:45 PMপ্রথমত স্বাভাবিকভাবে পড়ার চেষ্টা করবে। না পারলে বসে বসে পড়বে। মাটিতে স্বাভাবিক সিজদা করতে না পারলে ইশারায় করবে। আর মাটিতে বসায় যদি বেশি কষ্ট হয় তাহলে চেয়ারে বসেও পড়তে পারবে।
এ তৌহিদsays:
July 1, 2025 at 6:24 AMতথ্য বহুল আলোচনার জন্য রাব্বুল আলামিন রহম করুন- আমিন।
Muslim Uddinsays:
July 3, 2025 at 5:35 AMজাযাকাল্লাহ খাইরান।
বিনতে জামালsays:
July 3, 2025 at 10:27 PMআমার আম্মুর পায়ের তালুতে ব্যাথা দাঁড়িয়ে থাকা কষ্টকর আবার উনার কোমরেও ব্যাথা তাই মাটিতে বসাও কষ্টকর,এখন কি তিনি চেয়ারে বসে নামায পড়বে?
মাওলানা শিব্বীর আহমদsays:
August 15, 2025 at 7:46 AMতিনি চেয়ারে বসে নামায আদায় করতে পারবেন।
Habiba Islamsays:
July 5, 2025 at 8:26 PMএকজনে পশ্চিম দিকে পা টান করে দিয়ে নামাজ আদায় করে, পা ভেঙ্গে বসতে পারে না,
এখন এটা কী সঠিক?
মাওলানা শিব্বীর আহমদsays:
August 15, 2025 at 7:45 AMহ্যাঁ, সঠিক।
Samerasays:
July 6, 2025 at 3:39 AMআস্সালামুআলাইকুম আমার আম্মুর পায়ের অপারেশন হয়েছে অনেক আগে তারপর থেকে উনি চেয়ার এ বসে নামাজ পরে বসে সিজদা দিতে পারেনা পা খুব ব্যথা করে আর বলে যে অবাশ হয়ে যায় পা শুধু এই একটাই সমস্যা এখন উনি কি চেয়ার এ বসে পড়তে পারবে
মাওলানা শিব্বীর আহমদsays:
August 15, 2025 at 7:42 AMওয়াআলাইকুমুস সালাম
স্বাভাবিক সিজদা আদায় করলে যদি পা খুব ব্যাথা করে, তাহলে তিনি চেয়ারে বসে নামায আদায় করতে পারবেন।
তাসনিমsays:
July 8, 2025 at 1:40 PMআমার মাইগ্রেন আর লো প্রেসার এর সমস্যা, প্রায়ই মাথা-ঘাড় ব্যথা থাকে, তখন ১ম বা ২য় রাকাতের রূকু সিজদার পরে উঠে পরের রাকাতে দাঁড়ানোর সময় মাথা ঘুরিয়ে ওঠে বসে নামাজ পড়া কি জায়েজ হবে?
মাওলানা শিব্বীর আহমদsays:
August 15, 2025 at 7:40 AMদাঁড়িয়ে নামায পড়া যদি আপনার জন্য খুবই কষ্টকর হয়, তাহলে বসে নামায পড়তে পারেন।
Khadija Hossainsays:
July 8, 2025 at 6:38 PMজাযাকাল্লাহু খাইরান
Taiyabasays:
July 10, 2025 at 10:46 PMআসসালামু আলাইকুম। আমার আম্মুর হাঁটুতে ব্যথা। সে দাড়িয়ে নামাজ পড়তে পারেন, রুকুও করতে পারেন কিন্তু হাঁটু ভেঙ্গে বসে সিজদাহ্ দিতে পারেন না এবং বসলে আর উঠতে পারেন না। এই অবস্থায় সে কিভাবে নামাজ পড়বে?? বর্তমানে সে সোফায় বসে নামাজ পড়েন এবং সামনে একটা টেবিলে সিজদাহ্ দেন। তার নামাজের সঠিক পদ্ধতি কি হবে? উত্তর দিয়েন স্যার। জাযাকাল্লাহ খইরন।
মাওলানা শিব্বীর আহমদsays:
August 15, 2025 at 7:38 AMওয়াআলাইকুমুস সালাম
তিনি চেয়ারে বা অন্য কোথাও বসে নামায পড়তে পারেন। তবে সামনে কোনো টেবিল রাখবেন না। বরং শূন্য জায়গাতেই সিজদা আদায় করবেন, ইশারায়।
মোঃ ইব্রাহিম খলিলsays:
July 11, 2025 at 2:55 PMকেরাত পড়ার সময় চেয়ারে বসে বা চেয়ারে বসে কেরাত শেষ করে যথারীতি দাঁড়িয়ে রুকু এবং বসে সেজদা করে নামাজ শেষ করা যাবে কিনা?
মাওলানা শিব্বীর আহমদsays:
August 15, 2025 at 7:36 AMনফল নামায হলে করতে পারেন। তবে অপ্রয়োজনে এমন করা থেকে বিরত থাকা উচিত।