
Post Updated at 11 Apr, 2025 – 11:28 PM
আমাদের অ্যাপের সেটিংস থেকে ইউজারগণ প্রয়োজন মত কাস্টমাইজেশন করে নিতে পারেন। সেটিংসের ভিন্নতার জন্য সময়ের ভিন্নতা হতে পারে। কয়েকটি কাস্টমাইজেশনের উদাহরণ নিচে তুলে ধরা হলো:
১। জেলা সিলেকশন ও GPS সিলেকশনে পার্থক্য
একটি জেলার জন্য যখন সময় দেখানো হয় তখন সেটি সাধারণত জেলার কেন্দ্রীয় স্থানের সাপেক্ষে একটি সময় দেখানো হয়। অনুমান করে নেয়া হয় এই সময়টি পুরো জেলার জন্য একই হবে। যেমন কোনো জেলার সূর্যাস্তের সময় ৬:১৫ বলা হলে এটা একটা গড় সময়ের মত কাজ করবে। কিন্তু GPS সেট করলে আপনার অবস্থানের সাপেক্ষে সকল সময় দেখাবে। তাই একটি ফোনে জেলা হিসাবে ঢাকা সিলেক্ট করলেন, পাশেই আরেকটি ফোনে জিপিএস সেট করলে উভয় ফোনের অ্যাপের সময়ে পার্থক্য হতে পারে। যে কেউই এটা কমন সেন্স থেকেই বুঝবে যে সমগ্র জেলার সূর্যস্ত একই সময়ে হয় না। বরং দূরত্বের সাথে সূর্যোদয়-সূর্যাস্ত ও নামাজের সময় ভিন্ন হবে। ঢাকা জেলার সাভার ও ডেমরা উভয় স্থানের সূর্যোদয় একই সময়ে হবে না। ২-১ মিনিটের পার্থক্য হবে। তাই স্বাভাবিক ভাবে জেলা ও জিপিএস সেট করার কারণে সময়ের পার্থক্য হবে। ইসলামিক ফাউন্ডেশন পুরো জেলার জন্য একটি সময় নির্ধারণ করে দেয়। আপনি জিপিএস সেট করলে ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারের সাথে না মিলারই কথা। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি।
২। সতর্কতামূলক সময়ের জন্য পার্থক্য
একটি ফোনে সতর্কতামূলক সময় সেটিংস থেকে ১ মিনিট সেট করা হলো। আরেকটি ফোনে সেট করা হলো ৩ মিনিট। এর ফলে সাহরি ইফতারের সময়ে উভয় ফোনে ২ মিনিট পার্থক্য দেখাবে। এটা ইউজারদের সুবিধার্থে করা হয়েছে। ইউজারদের প্রয়োজন মত যেন সতর্কতামূলক সময় সেট করে নিতে পারেন।
৩। মাজহাবের ভিন্নতার কারণে পার্থক্য
সেটিংস থেকে সেট করা মাজহাবের ভিন্নতার কারণে যুহরের শেষ ওয়াক্ত, আসরের শুরুর ওয়াক্ত এবং ইশার শেষ ওয়াক্তে পার্থক্য হবে। একটি ফোনে হানাফি মাজহাব সেট করা হলো। আরেকটি ফোনে শাফেয়ী মাজহাব সেট করা হলো। উভয় অ্যাপের নামাজের সময়ে পার্থক্য দেখা যাবে।
৪। নামাজের ক্যালকুলেশন মেথডের কারণে পার্থক্য
বিভিন্ন দেশের জন্য সেটিংস থেকে বাই ডিফল্ট নামাজের ক্যালকুলেশন মেথড সেট করা থাকে। এটা পরিবর্তন করতে আমরা নিরুৎসাহিত করি। যেই দেশের জন্য যেই ক্যালকুলেশন মেথড প্রযোজ্য আমরা সেটি সেট করে দিয়েছি। এরপরেও যদি কেউ চান পরিবর্তন করে নিতে পারেন। এই পরিবর্তনের ফলেও নামাজের সময়ে পার্থক্য হবে।
Comments (1)
মুসলিমস ডে'র সাথে অন্যান্য অ্যাপের সময়ের পার্থক্যের কারণ - Muslims Daysays:
April 11, 2025 at 11:29 PM[…] এমন কি মুসলিমস ডে অ্যাপই একেক ফোনে একেক রকম সময় দেখাতে পারে। কী কী কারণে একই অ্যাপ ভিন্ন ভিন্ন ফোনে ভিন্ন ভিন্ন সময় দেখায় সে সম্পর্কে জানতে এই লেখাটি পড়ুন। […]