
Post Updated at 26 Mar, 2025 – 3:23 PM
২০১৫ সালে যখন এ অ্যাপের যাত্রা শুরু হয় তখন এর নাম ছিল App Of Ramadan. তখন কেবল রমযানের সাহরি-ইফতারের সময়ই দেখা যেত।
এরপর আস্তে আস্তে এই অ্যাপে যুক্ত হয় সারা বছরের নামাজের সময় ও সাহরি-ইফতারের সময়। আর্টিকেল, মাসআলা, দৈনিক আয়াত/হাদীসের নোটিফিকেশন, অডিও কুরআন, কুরআন রিডিং পড়ার অপশন, ক্বিবলা কম্পাস ইত্যাদি! এসব ফিচার যোগ করার ফলে আমরা ২০২০ সালে অ্যাপের নাম পরিবর্তন করে মুসলিমস ডে রেখেছি। অর্থাৎ একজন মুসলিমের দৈনন্দিন জীবনে যা দরকার, সে প্রয়োজন অ্যাপের মাধ্যমে যতটুকু মেটানো সম্ভব সেই চেষ্টা আমরা করছি।
মুসলিমস ডে সারা বছরই আপনাকে প্রোডাক্টিভ রাখবে!
আমরা সারা বছর জুড়ে অ্যাপের মাধ্যমে আপনাকে নিম্নোক্ত পদ্ধতিতে প্রোডাক্টিভ রাখতে চেষ্টা করি:
- ২-১ মাস পরপরই আমরা ইসলামী কুইজ আয়োজন করি। এই রমযানের আগের কুইজে আমরা প্রায় ১ লক্ষ টাকার পুরস্কার বিতরণ করেছি। যার মাঝে ৪৫,০০০ টাকা ছিল ক্যাশ পুরস্কার।
- বিভিন্ন ইসলামিক দিবস সম্পর্কে নোটিফিকেশন দিয়ে জানানো হয়।
- বিভিন্ন আমল সম্পর্কে মনে করিয়ে দেয়া হয় নোটিফিকেশনের মাধ্যমে।
- ইসলামিক বিভিন্ন ইভেন্ট যেমন ইসলামি বইমেলা সম্পর্কে জানানো হয়।
- বিভিন্ন সমসাময়িক মাসআলা সম্পর্কে জানানো হয়।
২০২৫ সালে আমরা যুক্ত হয়েছি কাহফ এর সাথে!
বিগত ১০ বছর অ্যাপটি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে এসেছে। ২০২৫ সালে এসে আমরা যুক্ত হয়েছি কাহফ পরিবারে। কাহফ একটি তুরস্ক ভিত্তিক প্রতিষ্ঠান। যার মূল উদ্যোক্তা ২ জন বাংলাদেশী। মুসলিমদের জন্য হালাল ইন্টারনেট এক্সপেরিয়েন্স নিশ্চিত করাই কাহফের উদ্দেশ্য।
কাহফের রয়েছে নিজস্ব ব্রাউজার; যার মাধ্যমে ইন্টারনেট ব্রাউজ করলে ইনশাআল্লাহ কোনো হারাম কন্টেন্ট সামনে আসবে না। আপনার শিশু সন্তানের জন্য ইউটিউব মোটেই নিরাপদ নয়। কাহফ নিয়ে এসেছে Kahf Kids নামক অ্যাপ। যেখানে রয়েছে বাচ্চাদের জন্য নিরাপদ ও হালাল কন্টেন্ট। কাহফ তৈরি করেছে ইউটিউবের বিকল্প হালাল ভিডিও প্ল্যাটফর্ম মাহফিল। যেখানে কোনো হারাম কন্টেন্ট নাই, হারাম বিজ্ঞাপনও নাই। আমাদের মুসলিমস ডে অ্যান্ড্রয়েড অ্যাপেও আমরা মাহফিলের ভিডিও ফীড নিয়ে এসেছি। আমরা চাই আমাদের ইউজাররা ফেসবুক-ইউটিউবে হারামের সমুদ্রে সময় ব্যয় না করে মুসলিমস ডে অ্যাপেই সময় কাটাক। যেন অসংখ্য হারাম ও গুনাহ থেকে বাঁচতে পারে।
আমাদের ইউজারগণ খুব সহজেই অ্যাপ থেকে মাহফিলের ভিডিও দেখতে পারবেন। আপনার ও আপনার সন্তানদের জন্য একটি হালাল ইন্টারনেট ইকো সিস্টেম তৈরিতে কাহফ ও মুসলিমস ডে একসাথে কাজ করবে ইনশাআল্লাহ!
কাহফের আরো প্রোডাক্ট সম্পর্কে জানতে এই লিংকটি ভিজিট করতে পারেন: https://muslimsday.com/about
মুসলিমস ডে’র ভবিষ্যত পরিকল্পনা
- এ বছর রমযানে আমরা কুরআন পড়ার ফিচার নিয়ে এসেছি। এই ফিচারটিকে আরো সমৃদ্ধ করা হবে ইনশাআল্লাহ
- অ্যাপের মাঝে আমাদের নিজেদের জন্য ট্র্যাকিং সিস্টেম নিয়ে আসার ইচ্ছা রয়েছে। যেন আমরা হিসাব রাখতে পারি আমাদের আমল দিন কে দিন বাড়ছে কিনা? কোথাও ঘাটতি দেখা দিলে যেন নিজেরাই ব্যবস্থা নিতে পারি
- নামাজের রিমাইন্ডার যোগ করা
- নামাজের সময়ে ফোন সাইলেন্ট করার ফিচার
- তাওফিক হলে কুরআনের তাফসীর, হাদীস ইত্যাদি
- অ্যাপের মাঝে নিয়মিত দ্বীন শিক্ষা ও তার উপর কুইজ
- নিয়মিত বিরতিতে আলেমদের দারস ও হালাকা
এরকম আরো নানা রকম পরিকল্পনা আমাদের রয়েছে। কাহফের সাথে যুক্ত হওয়ার ফলে এক ঝাঁক মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও অন্যান্য কন্ট্রিবিউটরদের থেকে সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগে যেখানে আমরা চাকুরির পাশাপাশি মুসলিমস ডে’তে কিছু কিছু করে কাজ করতাম, এখন সেখানে ডেডিকেটেড কর্মী থাকবেন নিয়মিত কাজ করার জন্য। আমাদের এই পথ চলায় আপনাদেরকে পাশে চাই সারা বছর! আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।
Comments (8)
কাজী মুহাম্মদ ইসহাকsays:
March 27, 2025 at 5:55 PMমুসলিমস ডে কাহফ’র সাথে যুক্ত হয়ে আরো বৃহত্তর অঙ্গনে প্রবেশ এবং তাক্বওয়া বৃদ্ধি ভিত্তিক নতুন পরিকল্পনা গ্রহনকে আন্তরিকভাবে স্বাগত জানাই। নিঃসন্দেহে এটা অত্যন্ত মহৎ একটা উদ্যোগ। দোয়া করি এ চমৎকার অ্যাপটি উদ্যোক্তা/ডেভেলপ কারী ও ইউজারদের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির উছিলা হয়ে উঠুক। মহান রাব্বুল আলামীন নিঃসন্দেহে আপনাদের এ যুগান্তকারী উদ্যোগকে সফল করবেন।
বিশেষ করে দৈনন্দিন আমল ট্রেকার কথা শুনে খুবই আনন্দিত হলাম। দীর্ঘদিন থেকে এমনটি আশা করেছিলাম।
আলহামদুলিল্লাহ।
ইমনsays:
March 31, 2025 at 8:35 AMতোমাদের আ্যপ অনেক ভালো
Takia Khanom Tahiasays:
March 31, 2025 at 2:52 PMMassallah. মুসলিমদের জন্য খুবই উপকারী একটি অ্যাপ। আগে এমনিতেই উপকারী ছিল। সাথে যুক্ত হয়ে এখন আমাদের জন্য আরো উপকার হয়ে গেল। আল্লাহ মুসলিমস ডে অ্যাপ এবং কাহফ কে অনেক দূর এগিয়ে নিয়ে যান।।।আমিন।
Sazzad Sagorsays:
March 31, 2025 at 4:26 PMMasha Allah. Great Initiative. Go ahead, we are with Kahf Team.
Md Muhaiminul Islam Shihabsays:
April 7, 2025 at 12:45 PMCongratulations on your app. It’s great for all of us to have this kind of app that adds value to daily life.
মো: খানজাহান আলীsays:
April 13, 2025 at 4:35 AMআসসালামু আলাইকুম!!
মুসলিম ডে আ্যাপ পরিবারকে ধন্যবাদ ও মহান রবের নিকট আপনাদের কল্যান কামনা করছি।
এই আ্যাপ হতে আমি খুব উপকৃত হচ্ছি।
প্রডাক্টিভ ও প্রো প্রাক্টিসিং মুসলিম হতে এই আ্যাপ সাহায্য করছে।
আমি চাই এই আ্যাপকে কেন্দ্র করে একটি কমিঊনিটি তৈরি হোক। যাতে করে আমরা সরল পথ থেকে বিচ্যুত নাই হই।
কাহাফ পরিবারকেও স্বাগত জানাচ্ছি।
Yasirsays:
April 20, 2025 at 6:48 PMI am using Muslims Day app since 2021. From the day of starting to today, it holds his promise. The developers have been trying to improve the apps regularly.
May Allah (SWT) help you.
মাওলানা শিব্বীর আহমদsays:
April 21, 2025 at 10:37 AMআমীন। আল্লাহ তাআলা আপনাদের জাযায়ে খায়ের দান করুন।