Post Updated at 1 May, 2023 – 10:50 PM
মুসলিমস ডে অ্যাপের নামাজের সময়সূচী ও সাহরি ইফতারের সময়গুলো দেখানোর ক্ষেত্রে ফোনের সময়ের উপর নির্ভর করতে হয়। আপনার ফোনের সময় ও টাইমজোনের উপর ভিত্তি করে সকল সময়সূচী আপনার জন্য উপযোগি করে দেখানো হয়। তাই আপনার ফোনের সময় ও টাইমজোন সঠিক থাকা অত্যন্ত জরুরি। নিচের নির্দেশনা অনুযায়ী আপনার ফোনের সময়ের সেটিংস ঠিক করে নিন।
ফোনের টাইমজোন অটোমেটিক হিসাবে সেট করুন
- আপনার ফোনের Clock app ওপেন করুন
- Settings অপশনে যান
- Date & Time অপশনে ক্লিক করুন
- Automatic date & time অপশনটি এনাবল করুন
- Automatic time zone অপশনটি এনাবল করুন
(Clock অ্যাপের সেটিংস এ না গিয়ে সরাসরি ফোনের সেটিংস থেকেও Date & Time অপশনে গিয়ে এই কনফিগারেশনটি করে সেট করা যাবে)
তাহলেই ইনশাআল্লাহ আপনার অবস্থানস্থলের সাপেক্ষে সঠিক সময় দেখাবে।
কেন এই সেটিংসটি সেট করা জরুরি?
ধরুন আপনি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে গিয়েছেন। আপনার ফোনে যখন সেই দেশের সিমকার্ড ইন্সটল করবেন, তখন অটোমেটিক্যাল্যি আপনার ফোনের সময় ঐ দেশের জন্য সেট হয়ে যাবে। আমরা জানি বাংলাদেশ ও ভারতের সময়ে ৩০ মিনিটের পার্থক্য আছে। এই সেটিংসটি চালু রেখে আপনি যদি ভারতে ভ্রমন করেন। তাহলে সেখানকার সিম ফোনে ঢুকানোর পর আপনাকে ম্যানুয়াল্যি ৩০ মিনিট সময় পরিবর্তন করতে হবে না। অটোমেটিক সময় পরিবর্তন হবে।
আপনি কোন টাইমজোনে অবস্থান করছেন, সেখানে ডে লাইট সেভিংস আছে কিনা, GMT এর সাথে কত সময় প্লাস বা মাইনাস করতে হয় এই সকল তথ্যের উপর অ্যাপের নামাজের সময় নির্ভর করে। আপনি যে টাইমজোনে আছেন সেখানকার জন্য প্রযোজ্য সময় আপনাকে দেখানো হবে।
আপনি যদি বাংলাদেশে অবস্থান করে সৌদী আরবের টাইমজোন আপনার ফোনে সেট করে রাখেন। তখন সৌদী আরবের ঘড়ির সময় অনুযায়ী হয়ত আপনাকে সময় দেখাবে। যা বাংলাদেশের জন্য আপনি অনুসরণ করতে পারবেন না। ভুল টাইমজোনের কারণে হয়ত আপনাকে ফজরের ওয়াক্ত দেখাতে পারে ১টার সময়। এসব কারণে সঠিক সময় দেখার জন্য ফোনের সময় ও টাইমজোন সঠিক থাকা আবশ্যক।
Comments (1)
Md.abul khayersays:
May 23, 2023 at 7:58 AMMuslims day app is very helpful in my day to day life.specilly fazor salat sun rise,sun set and date time other things etc