Press ESC to close

মুসলিমস ডে অ্যাপের ক্যালেন্ডার পেজ ও মাহফিল ফীড প্রসঙ্গে

Post Updated at 25 Mar, 2025 – 4:32 PM

আলহামদুলিল্লাহ। মুসলিমস ডে অ্যান্ড্রয়েড অ্যাপের নতুন ভার্সন 5.13.4 রিলিজ হয়েছে। এ রিলিজে বড় দুটি পরিবর্তন এসেছে।

  1. ক্যালেন্ডার পেজ দেখা যাবে হোমপেজের বাটনে ক্লিক করে
  2. বটম নেভিশনের ২য় ট্যাবে মাহফিল অ্যাপের হালাল ভিডিও ফীড আনা হয়েছে

একটি পরিসংখ্যান থেকে দেখা যায় একজন স্মার্টফোন ব্যবহারকারী দিনে গড়ে প্রায় ৬ ঘন্টা সময় স্মার্টফোনে ব্যয় করে। ফেসবুক-ইউটিউবে যদি কেউ এই সময়গুলো ব্যয় করেন তাহলে সমূহ আশংকা আছে প্রতি পদে পদে হারাম কন্টেন্টের সামনে নিজেকে এক্সপোজড করার। তাই আমরা কাহফের সাথে যুক্ত হয়ে হালাল ইন্টারনেট এক্সপেরিয়েন্স দেয়ার জন্য কাজ করে যাচ্ছি। আমরা ডেভেলপ করেছি ইউটিউবের হালাল অল্টারনেটিভ প্ল্যাটফর্ম মাহফিল। এখানে কোনো হারাম কন্টেন্ট থাকবে না। হারাম বিজ্ঞাপন থাকবে না।

সাহরি, ইফতার ও নামাজের সময়সূচীর জন্য ডাউনলোড করুন মুসলিমস ডে অ্যাপ

পরিবর্তন দুটির স্ক্রিনশট নিচে দেয়া হলো:

ক্যালেন্ডার পেজ দেখা যাবে হোমপেজের নামাজের ওয়াক্তের কার্ডের নিচে থাকা বাটনে ক্লিক করে

বটম নেভিগেশনের ২য় ট্যাবে আনা হয়েছে মাহফিলের হালাল ভিডিও ফীড

মাহফিলের ভিডিওগুলো তাই আমরা মুসলিমস ডে’তে যুক্ত করেছি। যেন আপনাকে ভিডিও দেখার প্রয়োজনে ইউটিউবে যেতে না হয়। মুসলমানদের প্ল্যাটফর্ম মাহফিল অ্যাপের ফীড থেকেই ভিডিওগুলো দেখা যায়। এতে ইনশাআল্লাহ অসংখ্য কবিরা গুনাহ থেকে আমাদের ইউজাররা বাঁচবে বলে আমরা আশাবাদী।

মুসলিমস ডে ও কাহফ একসাথে মুসলিমদের একটি হালাল ইন্টারনেট এক্সপেরিয়েন্স দিতে বদ্ধ পরিকর। ইনশাআল্লাহ এই পথচলায় আমরা আপনাদেরকে পাশে পাব।

Comments (4)

  • Takia Khanom Tahiasays:

    March 25, 2025 at 2:52 PM

    Thanks to Muslims Day and Kahaf…for helping us. আমরা সবাই এর মাধ্যমে সত্যিই অনেক উপকৃত হচ্ছি।

  • Takia Khanom Tahiasays:

    March 25, 2025 at 2:54 PM

    Really Thanks to Muslims Day and Kahaf… for helping us. আমরা সবাই এর মাধ্যমে সত্যিই অনেক উপকৃত হচ্ছি।

  • Takia Khanom Tahiasays:

    March 25, 2025 at 3:03 PM

    মাহফিল ভিডিও গুলো যুক্ত করার সাথে সাথে একটা সার্চ ইঞ্জিন থাকলেও ভালো হতো।এমন একটা সার্চ ইঞ্জিন যেটা ব্যবহার করে কেও চাইলেও খারাপ কিছু দেখতে পারবে না কিন্তু আবার প্রয়োজন অনুযায়ী আমাদের ভিডিও গুলো খুঁজে পাই। তাহলে আমাদের কোন ভিডিও খুঁজতে সময় কম লাগতো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভিডিও পেয়ে যেতাম। হালাল ভিডিও কন্টেন্ট।এইরকম কোন সিস্টেম এড করার জন্য অনুরোধ রইল। আর আল্লাহ মুসলিম ডে কে আরো এগিয়ে নিয়ে যান।আমিন।

    • Muslims Day Desksays:

      March 25, 2025 at 3:54 PM

      সার্চ ইঞ্জিন অনেক বড় একটা বিষয়। আগামীতে আমাদের সেই সক্ষমতা আসলে ইনশাআল্লাহ করা হতে পারে। কাহফ ব্রাউজার ইউজ করতে পারেন। সেটা ব্যবহার করলে অনেক হারাম কন্টেন্ট ব্লক হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ২,৯৫৫,৪১৫

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন