
Post Updated at 5 Aug, 2025 – 11:46 PM
সমাজে প্রচলিত একটি ধারনা হচ্ছে তারাবীহ না পড়তে পারলে সিয়াম পালনের কোনো দরকার নাই। তারাবীহ না পড়লে সিয়ামই আদায় হবে না। কথাটি সঠিক নয়।
তারাবীর নামাজ আদায় করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটি ছেড়ে দেয়া মানে হচ্ছে জীবন থেকে অনেক বড় একটা নিয়ামত ছেড়ে দেয়া। আল্লাহর রহমত ও ক্ষমা লাভের একটা সুযোগ হেলায় হাতছাড়া করা। কিন্তু সে জন্য রামাদানের সিয়াম বিফলে চলে যাবে এমনটা কুরআন-হাদীস দ্বারা প্রমাণিত নয়। তাই আমরা এমন কোনো কথা বলব না যা কুরআন হাদীসের দলিল দ্বারা প্রমাণিত নয়।
কেউ তারাবীহ না পড়লে আমরা তাকে এর ফজিলতসমূহ জানানোর মাধ্যমে বুঝানোর চেষ্টা করব। রামাদানের প্রতিটা রুকু, প্রতিটা সিজদার সাওয়াব সম্পর্কে অবহিত করা। কিন্তু কখনো এটা বলব না যে তারাবীহ না পড়লে সিয়াম রেখে লাভ নাই। এমনটা বলব না যে, তারাবীহ না পড়লে সিয়াম কবুল হবে না।
এর পাশাপাশি কেউ যদি কোন ওজরের কারণে রোজা রাখতে না পারে তারাবীর নামাজ তার জন্যেও। তারাবীহ রামাদান মাসেন একটি স্বতন্ত্র ইবাদত। তাই যদি কেউ কোনো কারণে রোজা রাখতে না পারেন কিন্তু তার পক্ষে তারাবীর নামাজ পড়া সম্ভব, তবে তার জন্যেও তারাবীর নামাজ আদায় করা সুন্নাহ।
আমাদের উচিত তারাবীহকে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত মনে করা। এটাকে বোঝা মনে করা কখনোই উচিত নয়। যদি এমনটা মাথায় আসে তাহলে তাওবা করে এই মানসিকতা থেকে বের হয়ে আসা একান্ত কাম্য।
Leave a Reply