Press ESC to close

আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫

Post Updated at 29 Sep, 2025 – 7:53 PM

আলহামদুলিল্লাহ। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব গেটে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা ২০২৫। প্রথমবারের মত দেশীয় প্রকাশকদের পাশাপাশি আন্তর্জাতিক ইসলামি প্রকাশনা সংস্থাও মেলায় অংশগ্রহন করেছে। ছুটির দিনে বা অন্য যে কোনো সুবিধাজনক সময়ে আপনার সন্তান ও পরিবারকে নিয়ে মেলা থেকে বেড়িয়ে আসতে পারেন। আপনার সন্তানের সাথে ইসলামি বই ও সংস্কৃতিকে পরিচিত করানোর দায়িত্ব আপনারই!

ইসলামি বইমেলা কতদিন চলবে?

বইমেলাটি শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর ২০২৫ এবং চলবে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত। গত বছর মেলার সময়সীমা পরে বাড়ানো হয়েছিল। এ বছর বাড়ানো হবে কিনা তা এই ব্লগ লেখার সময় পর্যন্ত জানা যায় নি।

নামাজ-রোজার সময় ও বিশুদ্ধ ইসলামিক জ্ঞানের জন্য মুসলিমস ডে অ্যাপ ডাউনলোড করুন

ইসলামি বইমেলায় কারা অংশ নিয়েছেন?

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, এবারই প্রথম বিদেশি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিয়েছে। লেবানন, মিশর ও পাকিস্তানের চারটি প্রকাশনা সংস্থা এসেছে। মেলায় মোট ১৭৯টি স্টলে ১৫০টি প্রকাশনা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলা উপলক্ষে বিভিন্ন প্রকাশনী বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে।

বাচ্চাদের জন্য ইসলামি বইমেলায় রয়েছে বেশ কয়েকটি স্টল!

এবারের বইমেলায় বিভিন্ন বয়সী শিশুদের জন্য রয়েছে প্রচুর ইসলামি বই। অনেক প্রকাশনী শিশুদের জন্য রঙিন ও আকর্ষণীয় স্টল সাজিয়েছে, যেখানে থাকছে রঙ করা, বই পড়া বা বল ছোড়ার মতো মজার সব অ্যাক্টিভিটির ব্যবস্থা। ইনশাআল্লাহ, আপনার সন্তানের কাছে স্টলগুলো ভালো লাগবে।

শিশুর বয়স ৬ মাস (বা আরো আগে) থেকেই বই দিন। তারা পড়তে না পারলেও, ছবিসহ বই পড়ে শোনালে মনোযোগ দিয়ে শুনবে। সন্তানের হাতে ক্ষতিকর মোবাইল ফোনের বদলে বই তুলে দিন এবং তাদের সাথে বই পড়ে সময় কাটান।

শিশুকে বইমেলায় নিয়ে আসুন, বই কিনে দিন এবং বইয়ের সাথে তাদের বন্ধুত্ব গড়ে তুলুন।

আর কী কী সুবিধা থাকছে ইসলামি বইমেলায়?

গতবারের তুলনায় এবারের মেলার পরিসর আরো বড় হয়েছে। আয়োজন আরো সুন্দর হয়েছে। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই।

কিডস কর্নার

বায়তুল মুকাররমের পূর্ব গেটের বাহিরে বাচ্চাদের খেলার জন্য রয়েছে একটি কিডস কর্নার। ছোট বাচ্চারা এখানে বিভিন্ন খেলনায় চড়ে আনন্দ উপভোগ করতে পারবে। ঢেঁকি রাইড, স্লিপার, দোল খাওয়ার জন্য ঘোড়ার রাইড সহ কয়েকটি খেলনার আইটেম আছে। কিডস কর্নারের রাইডগুলো বাচ্চাদের জন্য একদম ফ্রি!

ফিমেল কর্নার

বোনদের নামাজ ও বিশ্রামের জন্য রয়েছে ২টি ফিমেল কর্নার। একটি গেট দিয়ে ঢুকে উপরে মসজিদের অংশে। অপরটি গেটের বাইরে পূর্ব দিকে কিডস কর্নারের পাশে। ফিমেল কর্নারে নারীরা বসে বিশ্রাম করতে পারবেন। নামাজ পড়তে পারবেন। ছোট বাচ্চা নিয়ে গেলে তাদেরকে টেক কেয়ার করতে পারবেন।

লেখক কর্নার

মেলার গেটের ভিতরে ও বাহিরে দুটি লেখক কর্নার রয়েছে। বিভিন্ন লেখক ও প্রকাশকগণ এখানে বসে সময় কাটান ও পাঠকদের সাথে মত বিনিময় করেন।

খাবারের ব্যবস্থা

মেলা প্রাঙ্গণে ‘বৈঠকখানা’ নামে দুটি খাবারের স্টল রয়েছে। একটি মসজিদের গেট সংলগ্ন উপরে উত্তর পাশে লেখক কর্নারের ভিতরে, অন‍্যটি পূর্ব দিকের কিডস কর্নারের আগে।

  • উপরের স্টল: এখানে চা-কফি, লাবান, সফট ড্রিংস, আইস্ক্রিম ও সিঙ্গাড়া-চপ ইত্যাদি ফাস্টফুডের মতো হালকা খাবার পাওয়া যায়।
  • বাইরের স্টল: এখানে দুপুরের খাবার সেই সাথে চা-কফি, লাবান, সফট ড্রিংস, আইস্ক্রিম ও সিঙ্গাড়া-চপ ইত্যাদি ফাস্টফুড পাওয়া যায়।

দুপুরের খাবারের জন্য নারীদের বসার আলাদা ব্যবস্থা নেই। তবে অনুরোধে পাশে পর্দাবিশিষ্ট স্টলে তাদের জন্য ব্যবস্থা করা হয়। উপরের খাবারের স্টলটি ফিমেল কর্নারের সাথেই। নারীরা পর্দার আড়াল থেকে হালকা খাবার অর্ডার করে ফিমেল কর্নারে বসে খেতে পারেন।

যাতায়াত ব্যবস্থা

মেলার অবস্থান বায়তুল মোকাররমের পূর্ব গেটে। গাড়ি বা মেট্রোরেল ব্যবহার করে মেলায় আসা যাবে। শুক্রবার স্টেডিয়াম মার্কেট বন্ধ থাকে বিধায় স্বাচ্ছন্দে ব্যাক্তিগত গাড়ি বা বাইক এনে মেলা সংলগ্ন স্টেডিয়ামের ৪ নং গেট দিয়ে ঢুকে পার্কিং করা যাবে।

  • বাস: ঢাকার যেকোনো প্রান্ত থেকে বাসে করে পল্টন মোড় বা বায়তুল মোকাররমে নেমে সহজেই মেলায় আসা যায়।
  • মেট্রোরেল: মেট্রোরেলে এলে “বাংলাদেশ সচিবালয়” স্টেশনে নামতে হবে অথবা “মতিঝিল স্টেশন”। স্টেশন থেকে হেঁটে মেলায় পৌঁছাতে ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। মেট্রোরেল লাস্ট ট্রিপ ৯ টা ৪০ পর্যন্ত।

ইসলামি বইমেলা: আমাদের বইমেলা

মেলায় নিজে আসুন, এবং পরিবার ও পরিচিতদেরকে আসতে উৎসাহিত করুন। ৯০% মুসলিম অধ্যুষিত এই দেশে ইসলামি বইমেলা উপলক্ষে মানুষের মাঝে যেই উৎসাহ, উদ্দীপনা ও প্রচার-প্রচারণা থাকার কথা ছিল, তা একেবারেই অনুপস্থিত।

আসুন, আমরা নিজেদের উদ্যোগেই এই মেলাটিকে প্রাণবন্ত ও সফল করার জন্য এগিয়ে আসি। আমরা ভালো বই কিনে লেখক ও প্রকাশকদেরকে উৎসাহিত করি এবং প্রকাশনা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি।

সময় কাটানো ও বিনোদনের জন্য বইয়ের কাছে ফিরে যাই। মোবাইল আসক্তির মহামারি থেকে নিজেদের ও নিজেদের পরিবারকে রক্ষা করি!

Comments (1)

  • Hasan S Islamsays:

    September 29, 2025 at 6:38 PM

    চমৎকার লিখা, যারা সুযোগ পাবেন, মেলায় অবশ্যই আসবেন। ইসলামি বই মেলাকে আমাদেরই প্রমোট করে জনপ্রিয় করে তুলতে হবে ইন শা আল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৪,১৭৪,৪৪৩

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন