Press ESC to close

ইলম ও আলেমদের মর্যাদা প্রকাশক কিছু জাল হাদীস

Post Updated at 6 Aug, 2025 – 7:23 PM

দ্বীনি ইলম শিক্ষা করা আমাদের সকলের উপর ফরজ। ইলম ও আলেমদের মর্যাদার বিষয়ে কুরআন হাদীসে অসংখ্য সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এরপরেও কিছু ওয়াজেয়ীন তাদের ওয়াজে ও বিভিন্ন লেখনীতে অসংখ্য প্রচলিত জাল হাদীস বর্ণনা করেন। ইলম ও আলেমদের মর্যাদা ও গুরুত্ব বুঝানোর জন্য এই জাল ও মিথ্যা বানোয়াট কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বলে প্রচার করা হয়। এটি অত্যন্ত গর্হিত অন্যায় কাজ। নিচে এরকম কয়েকটি প্রচলিত “জাল হাদীস” তুলে ধরা হলো।

দোলনা থেকে কবর পর্যন্ত ইলম অন্বেষন কর

ইলমের যেমন কোন শেষ নেই, তেমনি তা শিক্ষা করার জন্য কোন সময়ও নির্দিষ্ট নেই। তবে উপরোক্ত কথাটি একটি প্রবাদ ও হিতোপদেশ মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নয়। যদিও অনেকের নিকট তা হাদীস হিসেবেই প্রসিদ্ধ।

আমার উম্মতের আলেমগণ বনী ইসরাইলের নবীতুল্য

উলামায়ে কেরামের ফযীলত ও দায়িত্ব বয়ান করতে গিয়ে অনেককেই হাদীসে নববী হিসেবে এ বাক্যটি বলতে শোনা যায়। অথচ হাদীস ভাণ্ডার অনুসন্ধান করলে এর কোন প্রমাণ পাওয়া যায় না। এ উক্তিটি ভিত্তিহীন।

যখন কোন আলেম বা তালেবে ইলম কোন জনপদ অতিক্রম করে, তখন আল্লাহ তায়ালা তাদের বরকতে চল্লিশ দিনের জন্য সে জনপদের কবরস্থানের আযাব মাফ করে দেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস হিসেবে তা লোকসমাজে প্রচলিত। অথচ তা সম্পূর্ণ ভিত্তিহীন ও জাল।

আলেমের চেহারার দিকে একবার তাকানো ষাট বছরের রোজা-নামাজের চেয়ে উত্তম

লোকমুখে প্রসিদ্ধ এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস নয়।

জ্ঞানীর কলমের কালি, শহীদের রক্তের চেয়েও দামী

এটি একটি জাল হাদীস। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে প্রচার করা হয়। আল্লামা সাখাবী, যারকানী, মোল্লা আলী কারী (রহ) প্রমুখ মুহাদ্দিস জানিয়েছেন এটি রাসূল (সা) এর বাণী নয়। যারকাশী বলেছেন “বাক্যটি তাবিয়ী হাসান বসরীর (রহ) উক্তি”

জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও

অধিকাংশ মুহাদ্দিস একে জাল হাদীস বলে উল্লেখ করেছেন। কেউ কেউ অন্যন্ত দুর্বল হাদীস বলে উল্লেখ করেছেন। সনদ বিচারে দেখা যায় দু’জন অত্যন্ত দুর্বল হাদীস বর্ণনাকারী রাবী, যারা মিথ্যা হাদীস বর্ণনা করতেন শুধুমাত্র তারাই একে রাসূলের (সা) কথা হিসাবে প্রচার করেছেন।

আলেমের ঘুম, মুর্খের ইবাদতের চেয়ে উত্তম

এই সনদে কোনো হাদীস পাওয়া যায় না। এটি একটি বানোয়াট কথা। তবে এর কাছাকাছি অর্থে একটি যয়ীফ (দূর্বল) হাদীস আছে “ইলম সহ নিদ্রা যাওয়া, মুর্খতা সহ সালাত আদায় করা থেকে উত্তম”

আল্লাহ আমাদেরকে সকল প্রকার মিথ্যা ও বানোয়াট কথা থেকে হেফাজত করুন

সূত্রঃ

১. প্রচলিত জাল হাদীস, তত্ত্বাবধান ও নির্দেশনা : মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, প্রকাশক : মারকাযুদ দাওয়া আলইসলামিয়া, ১ম প্রকাশ। [গ্রন্থটি পরবর্তীতে ‘এসব হাদীস নয়’ নামে প্রকাশিত হয়েছে।]

২. হাদীসের নামে জালিয়াতি, লেখক : ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ), (৫ম সংস্করন), পৃষ্ঠা : ৪৪৭-৪৫০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৩,৮১৬,৮৮৩

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন