Press ESC to close

শীতকালের জন্য বিশেষ কিছু আমল

Post Updated at 12 Jan, 2024 – 4:10 PM

একজন মু’মিন ব্যক্তি সবসময়ই চেষ্টায় থাকেন কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। মু’মিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর দেয়া সুযোগগুলো হাতছাড়া করে না। অল্প পরিশ্রমেই যেন অধিক সওয়াব হাসিল হয় এরকম চেষ্টা আমরা সকলেই করে থাকি।

আজকের এই পোস্টে আমরা এমন কিছু আমলের কথা জানব যেগুলো আমাদেরকে আল্লাহর কাছে অধিক প্রিয় করে তুলতে পারে।

শীতকালে আমরা যেন বিশেষ ভাবে কিছু আমলের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এজন্য পাঁচটি আমলের ব্যাপারে নিম্নে আলোকপাত করা হলো।

  1. শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেয়া
  2. নফল সাওম পালন করা
  3. তাহাজ্জুদের সালাত আদায়
  4. কষ্ট উপেক্ষা করে অযূ করা
  5. জাহান্নামের কথা স্মরণ করা

শীতার্ত মানুষকে শীতবস্ত্র দেয়া

শীতের মৌসুমে অনেক মানুষই শীতে কষ্ট পান। তাই আল্লাহ আমাদের যাদেরকে সামর্থ দিয়েছেন তারা চেষ্টা করি এই কষ্টে পরা মানুষগুলোর কল্যানে কাজ করা। নবীজি (সা) বলেছেন মানুষের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় সে, যে কিনা মানুষের জন্য কল্যানের কাজে আসে বা মানুষের উপকার করে। আর শীতের সময়ে একজন শীতার্ত মানুষকে শীতের কাপড় দেয়া অনেক বড় উপকারের। এর মাধ্যমে আমরা খুব সহজেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারি। যার অনেক সামর্থ্য আছে তিনি সাধ্য মত বেশি খরচ করতে পারেন। যার একেবারেই কম সামর্থ তিনি ২০-৫০ টাকা খরচ করে একটা মাফলার বা এরকম ছোট কিছু হলেও দান করি। যার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি।

নফল সাওম পালন করা

শীতকালের দিনগুলো ছোট থাকে এবং পিপাসা কম হয়। তাই আমরা এই সময়ে কম কষ্টে বেশি বেশি সিয়াম (রোজা) পালন করতে পারি। নবী (সা) বলেনঃ শীতকালের সিয়াম হল অনায়াশলব্ধ গণীমত সম্পদের মত। অর্থাৎ যে সম্পদ অর্জিত হয় খুব অনায়াশে। এজন্য আসুন আমরা এই শীতকালে অল্প কিছু হলেও সিয়াম পালন করি। যেহেতু দিন ছোট ও কষ্ট কম হয়, তাই পরিবারের ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে নফল রোজা রাখার চেষ্টা করতে পারি। যেন রমাদানের ফরজ রোজা রাখার একটা ট্রেনিং হিসাবে এটা কাজ করে।

সোম ও বৃহস্পতিবারের সিয়াম পালন করা নবীজি (সা) এর সারা বছরের সুন্নাহ। শীতকালে যেহেতু কষ্ট কম হয় তাই সোমবার ও বৃহস্পতিবারের রোজাগুলো রাখতে পারি। এছাড়াও আইয়ামে বীজের (হিজরি মাসের ১৩, ১৪, ১৫) দিনগুলোতে সিয়াম পালন করতে পারি। এছাড়াও যদি কারও রমাদানের সিয়ামের কাজা থেকে থাকে। তাহলে সেই কাজাগুলো এখন আদায় করে ফেলতে পারি।

তাহাজ্জুদের সালাত আদায়

শীতকালে রাত দীর্ঘ হয়। তাই রাত ১০-১১টার মধ্যে শুয়ে পড়লে অনেক লম্বা সময় ঘুমিয়ও ফজরের আগে উঠা সহজ হয়। এই বড় রাত্রির সুযোগ আমরা কাজে লাগাতে পারি তাহাজ্জুদের সালাত আদায় করে। একটি হাদীসের ভাষ্য এমনঃ যেই লোক কনকনে শীতের দিনে অযূ করে সালাত আদায় করে আল্লাহ তায়ালা তার দিকে তাকিয়ে হেসে দেন। অনেক ওলামা একরাম এ হাদীসের ব্যাখ্যায় বলেছেন তাহাজ্জুদের সালাত আবার অনেকে বলেছেন ফজরের সালাত। অন্য একটি হাদীসে রয়েছে আল্লাহ তায়ালা যেই বান্দার দিকে তাকিয়ে হেসে দেন তাকে তিনি মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ!

সরকারি বিদ্যুত ব্যবহার করে ব্যাডমিন্টন খেলা বা অন্য কোনো ব্যক্তিগত কাজ করা কি জায়েজ?

কষ্ট উপেক্ষা করে অযূ করা

রাসূল সা: বলেন, আমি কি তোমাদের এমন বিষয়ের সংবাদ দেবো না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের গোনাহ মুছে দেবেন এবং তোমাদের সম্মান বৃদ্ধি করবেন? তখন সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই হে আল্লাহর রাসূল! রাসূল সা: বললেন ‘শীত বা অন্য কোনো কষ্টের সময়ে ভালোভাবে অজু করা।’ তাই আমাদের উচিত কষ্ট করে অযু চেপে না রেখে প্রয়োজন অনুযায়ী অযূ করা। অনেকেই আমরা আছি, যারা আসরের অযূ দিয়ে ইশার সালাত আদায় করার চেষ্টা করেন। এর উদ্দেশ্যে দরকার থাকলেও পানি পান করা হয় না এবং টয়লেটও চেপে রাখার প্রবণতা লক্ষ্য করা যায়। এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর একই ভাবে সালাতের মনোযোগ নষ্ট হওয়ার জন্যও দায়ী। পেশাব-পায়খানা বা বায়ুর বেগ নিয়ে সালাত আদায় করা অনুচিত। এতে সালাতের খুশু-খুযু বিনষ্ট হয়।

জাহান্নামের কথা স্মরণ করা

হাদীস শরীফ থেকে জানতে পারি দুনিয়াতে শীত ও গ্রীষ্মকাল হচ্ছে জাহান্নামের দুটি শ্বাস ছাড়ার কারণে হয়ে থাকে। জাহান্নামে শীত ও গরম উভয় রকম অবস্থাই বিদ্যমান। আর এর প্রচন্ডতা কমানোর জন্য আল্লাহ একে দুটি শ্বাস ছাড়ার অনুমতি দিয়েছেন। যার ফলে দুনিয়ার বিভিন্ন জায়গায় শীত ও গ্রীষ্মের সৃষ্টি। তাই শীতকালে আমাদের উচিত হবে জাহান্নামের কথা স্মরণ করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য করণীয় ও বর্জনীয় কাজগুলোর প্রতি দৃষ্টি রাখা।

আল্লাহ আমাদের সকলের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমীন।

রেফারেন্স

  1. শীতের বিশেষ ৬টি আমল – শায়খ আহমাদুল্লাহ
  2. আল্লাহ তায়ালা যে মু’মিনের প্রতি খুশি হয়ে হেসে দেন – শায়খ আহমাদুল্লাহ

Comments (40)

  • মামুনsays:

    January 13, 2024 at 5:43 am

    আলহামদুলিল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা আমাদের কে সবকিছু সহজ করে দেন। আমিন।

    • Muslims Day Desksays:

      January 13, 2024 at 10:25 am

      বাংলাদেশে ১২ জানুয়ারি ২০২৪ ইং তারিখ সন্ধ্যায় রজব মাসের চাঁদ দেখা যায় নি। অ্যাপে হিজরি তারিখ দেখা যাবে।

  • Sarmila khatunsays:

    January 13, 2024 at 10:19 am

    হে আল্লাহ তুমি আমাদের সকল কে বোঝার তৌফিক দান করুন আমীন 🤲

  • Fahim Bhaisays:

    January 13, 2024 at 5:36 pm

    আল্লাহ্ পাক আমাদের সকলকে উক্ত আমল করার তৌফিক দান করুন।
    (আমিন)

  • মাসুমা শাহরীনsays:

    January 13, 2024 at 5:47 pm

    আলহামদুলিল্লাহ। খুবই ভালো লাগলো। উপকৃত হলাম। জাযাকাল্লাহ।

  • Md.Delowar Hossainsays:

    January 14, 2024 at 5:13 am

    আলহামদুলিল্লাহ মুসলিমসডে এই অ্যাপসের মাধ্যমে খুবই উপকৃত হলাম ।
    আল্লাহ আপনাদের ও আমাদের সকলের নেক হায়াত দান করুন। আমীন

  • তাছমিয়া জান্নাতsays:

    January 14, 2024 at 4:07 pm

    আলহামদুলিল্লাহ! জেনে খুবই উপকৃত হলাম। জাজাকাল্লাহ খাইরান 😊

  • মোহাম্মদ সাইফুল ইসলামsays:

    January 15, 2024 at 4:51 pm

    আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম জেনে উপকৃত হলাম

  • Nirob Hossainsays:

    January 15, 2024 at 5:58 pm

    ❤️❤️❤️আল্লাহ তায়ালা সকলকে হেদায়েত দান করুণ,

    আমিন ❤️❤️❤️

  • nbdalamin,jhalakathi,Nalchitysays:

    January 16, 2024 at 2:16 am

    আলহামদুলিল্লাহ!
    আলহামদুলিল্লাহ!!
    আলহামদুলিল্লাহ!!!
    এ জন্যই বলা হয়েছে “আল কুরআন হচ্ছে মানব জাতির মুক্তির সঠিক দিশা”
    একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে,পাপ কাজ করার চেয়ে
    নেক আমল করা খুবই সহজ।
    বলা হয়েছে “কুরআন হচ্ছে চিন্তাশীল ও গবেষকদের জন্য ”
    ইলমের চেয়ে আমল হচ্ছে বেশি শক্তিশালী।
    মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক

  • মোঃসফিকুর রহমানsays:

    January 16, 2024 at 5:38 am

    আলহামদুলিল্লাহ।আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের ইহকাল ও পরকাল উভয় জগতে কল্যাণ দান করুন-আমিন।

  • Umor Uniquesays:

    January 16, 2024 at 6:59 am

    আলহামদুলিল্লাহ সমসাময়িক বিষয়ে মেসেজ পেয়ে আমি খুব উপকৃত হই দোয়া রইল টিম সদস্যদের প্রতি?❤️🤲

  • ইঞ্জিঃ সাজ্জাদ হায়দার।says:

    January 16, 2024 at 7:40 am

    পানির ব্যবহার একটি মানবিক অধিকার। আমাদের সবারই পানি প্রয়োজন। এটাকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তাই এর অপচয় ঠেকাতে, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আসুন পানি ব্যবহারে সচেতন হই এবং সবাই মিলে এর অপচয় রোধ করি।
    ∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
    বিদ্রঃ- আমার আশপাশের বাসায় ভোর রাত চারটা থেকে সকাল ৮ টা পর্যন্ত যেভাবে পানির ট্যাঙ্কি ভরে পড়তে থাকে তাহাতে মনে হয় যেন, “এই পানি অপচয় করাটাই আমাদের নৈতিক দায়িত্ব ” তাই আজকের এই লেখাটা সচেতন মূলক ভাবে সবাই নিবেন অনুরোধ রইলো।।
    সকলের মঙ্গল কামনায় আমি————
    ইঞ্জিঃ সাজ্জাদ হায়দার,
    পেট্রো এনার্জি
    Standard Petroleum Limited.
    Petro Energy.

  • আয়শা আক্তারsays:

    January 16, 2024 at 12:52 pm

    আস্সালামুআলাইকুম আমি এই এপপ্স এ নতুন। এখানে কিভাবে উপকার করা হয়। জানতে পারলে উপকৃত হতাম।

  • মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীsays:

    January 16, 2024 at 11:11 pm

    ইনশাআল্লাহ।
    আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।

  • Taskin Binte Hasnatsays:

    January 17, 2024 at 5:13 pm

    আলহামদুলিল্লাহ এই অ্যাপসের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি।আল্লাহ আমাকে এবং সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।আমিন।❤️

  • Atiqsays:

    January 22, 2024 at 5:31 am

    Assalamualaikum. Very nice aps and always authentic Nasiha by this aps, Mash’a Allah. We’re truly benefited out of the aps, Alhamdulillah. Jazaq Allahu Khairan.

  • Md sharifsays:

    January 28, 2024 at 11:25 am

    ভাই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা লিখলে ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ১,৮৭৮,১৭১

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন