Press ESC to close

মুহাররম মাস : ফজিলত ও আমল

Post Updated at 21 Jul, 2023 – 11:02 PM

হিজরি সনের প্রথম মাস মুহাররম। কুরআনে বর্ণিত চারটি হারাম মাস বা সম্মানিত মাস হচ্ছে যিলকদ, যিলহজ, মুহাররম ও রজব। এই চার মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ। সকল পাপাচার অন্যান্য মাসে যেমন নিষিদ্ধ, এমাসে আরো কঠোরভাবে নিষিদ্ধ। হাদীস শরীফে মুহাররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করা হয়েছে।

কুরআনুল  কারীমে চারটি মাসকে সম্মানীত ও হারাম মাস হিসাবে অভিহিত করা হয়েছে। এই চারটি মাসে যুদ্ধবিগ্রহ ও নিজের প্রতি জুলুম বা পাপ কাজ বিশেষ ভাবে নিষিদ্ধ। আল্লাহ তায়ালা বলেন:

اِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللّٰهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِیْ كِتٰبِ اللّٰهِ یَوْمَ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ مِنْهَاۤ اَرْبَعَةٌ حُرُمٌ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ ۙ۬ فَلَا تَظْلِمُوْا فِیْهِنَّ اَنْفُسَكُمْ وَ قَاتِلُوا الْمُشْرِكِیْنَ كَآفَّةً كَمَا یُقَاتِلُوْنَكُمْ كَآفَّةً ؕ وَ اعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِیْنَ۝۳۶

অনুবাদঃ নিশ্চয়ই আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাসগুলোর সংখ্যা বারটি, তন্মধ্যে চারটি নিষিদ্ধ মাস, এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তার মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না এবং তোমরা মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে যুদ্ধ কর, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে এবং জেনে রেখো, নিশ্চয়ই‎ আল্লাহ মুত্তাকীদের সঙ্গে আছেন। (সূরা তাওবা, আয়াত ৩৬)

উক্ত আয়াতে চারটি নিষিদ্ধ মাসের মধ্যে মুহাররম অন্যতম, যা বিভিন্ন সহীহ হাদীস দ্বারা প্রমাণিত। বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি নিষিদ্ধ মাসের পরিচয় দিয়েছেন। বুখারী শরীফের একটি হাদীস :

السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلاَثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ

এক বছর হয় বার মাসে। এর মধ্যে চার মাস সন্মানিত। তিন মাস ক্রমান্বয়ে আসে-যেমন যিলকদ, যিলহজ ও মুহাররম এবং রজব, যা জুমাদাল আখির ও শাবান মাসের মাঝে হয়ে থাকে।…” (বুখারী ৪৪০৬)

মুহাররম মাসের রোজার ফজিলত

নিচে মুহারমের রোজা সম্পর্কে কয়েকটি হাদীস উল্লেখ করা হলো :

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ নামাজের পর (নফল নামাজের মধ্যে) শ্রেষ্ঠতম নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ, আর রমজান মাসের রোজার পর (নফল রোজাগুলোর মধ্যে) সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা।[মুসলিম শরীফ, হাদীস নং ২৮১৩]

আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, রমজান মাসের পর কোন মাসের রোজা রাখতে আপনি আমাকে আদেশ করেন? তিনি তাকে বললেন, এই বিষয়ে আমি কাউকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট প্রশ্ন করতে শুনিনি। তবে হ্যাঁ এক সময় আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকটে বসা ছিলাম। এই সময় এক ব্যক্তি এসে তাঁকে বলল, হে আল্লাহর রাসূল! রমজান মাসের পর আর কোন মাসের রোজা পালনে আপনি আমাকে আদেশ করেন? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ রমজান মাসের পর তুমি যদি আরো রোজা রাখতে ইচ্ছুক হও তবে মুহাররমের রোজা রাখ। যেহেতু এটা আল্লাহ তাআলার মাস। এই মাসে এমন একটি দিবস আছে যেদিন আল্লাহ তাআলা এক গোত্রের তাওবা কবুল করেছিলেন এবং তিনি আরোও অনেক গোত্রের তাওবাও এই দিনে কবুল করবেন। [জামে তিরমিযী, হাদীস ৭৪১]

তাই আসুন, আমরা পুরো মুহাররম মাস জুড়েই সাধ্যমতো বেশি বেশি রোজা রাখি। বিশেষ করে দশ তারিখ আশুরার রোজা, প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার এবং হিজরি মাসের ১৩, ১৪, ১৫ তারিখের আইয়ামে বীজের সুন্নত রোজাগুলো রাখি। কারণ মুহাররম আল্লাহর মাস। আর রোজাও শুধুমাত্র আল্লাহর জন্য। এবং আল্লাহ ঘোষণা করেছেন রোজার প্রতিদান তিনি নিজেই দিবেন।

আশুরা : মুহাররম মাসের একটি বিশেষ দিন

মুহাররম মাসের দশ তারিখকে আশুরার দিন বলা হয়। এ দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ। এ দিনে রোজা রাখাও সুন্নত। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। পরবর্তীতে রমজানের রোজা যখন ফরজ হয়, তখন আশুরার রোজাটি সুন্নত বা নফল হয়ে যায়। আশুরার রোজার ফজিলত সম্পর্কে হাদীসে এসেছে : আবূ কাতাদা (রাঃ) থেকে বর্ণিত, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

আল্লাহ তা’আলার নিকট আমি আশাপোষণ করি যে, তিনি আশুরার রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের (গুনাহ্‌) ক্ষমা করে দিবেন। [জামে তিরমিযী, হাদীস ৭৫২]

আরেক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের সঙ্গে আগের বা পরের আরও একটি দিন মিলিয়ে দুই দিনের রোজা রাখতে বলেছেন। [সুনানে বায়হাকী, হাদীস ৮৬৬৭]

আশুরার দিনের ফজিলত ও রোজা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ব্লগের এ লেখাটি পড়ুন।

মুহাররম মাসে আমরা কী কী আমল করতে পারি সে ব্যাপারে আলেমগণ নিচের বিষয়গুলো উল্লেখ করেছেনঃ

  1. আশুরার দিন অর্থাৎ এ মাসের ১০ তারিখে রোজা রাখা। সম্ভব হলে ১০ তারিখের সঙ্গে ৯ বা ১১ তারিখেও রাখা। আশুরার রোজা দুইটি রাখা ভালো। তিনটি রাখা আরও বেশি ভালো। তবে বেশি সম্ভব না হলে অন্তত ১০ তারিখের একটি রোজা হলেও রাখা।
  2. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররম মাসকে আল্লাহর মাস বলেছেন এবং বলেছেন, রমজান মাসের পর এ মাসের রোজাই শ্রেষ্ঠ। তাই এতে বেশি বেশি রোজা রাখা চাই। আমরা এমাসের আইয়ামে বীজের রোজা এবং সপ্তাহের সোম ও বৃহস্পতিবারের রোজাগুলো রাখার চেষ্টা করতে পারি।
  3. তওবা ইস্তিগফার করা। এ মাসে অতীতের একটি গোত্রের তওবা কবুল করা হয়েছিল। পরবর্তী আরও অনেক গোত্রের তওবা কবুল করবেন। তাই আমাদেরও এ দিনটিতে বিশেষভাবে তওবা ইস্তিগফার করা উচিত।
  4. এটা যেহেতু সম্মানিত মাস, তাই এ মাসের সম্মানে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে।

এ বিষয়ে আরো জানতে নিচের লিংকগুলো ভিজিট করুন:

প্রবন্ধের লিংক:

  1. মুহাররম ও আশুরা – কিছু কথা ও কিছু প্রশ্নের উত্তর – মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
  2. মুহাররম ও আশুরা : গুরুত্ব ও ফযীলত – মাসিক আলকাউসার
  3. আশুরা ও মুহাররমঃ কিছু কথা – মাসিক আলকাউসার
  4. মুহাররমের প্রথম দশ দিন রোযা রাখার ফযীলত সম্পর্কে একটি ভিত্তিহীন বর্ণনা
  5. আহলে বাইতের দৃষ্টিতে মাতম [শিয়াদের বর্ণনার আলোকে] – মাসিক আলকাউসার
  6. স্বামীর মৃত্যুতে স্ত্রীর শোক পালনের সময়কাল – মাসিক আলকাউসার
  7. একটি ভুল ধারণা : মুহাররম মাসে বিবাহ করা কি অশুভ

ইউটিউব ভিডিও এর লিংক:

  1. আশুরার দিনে যে কাজগুলো নিষিদ্ধ – মাওলানা তাহমীদুল মাওলা
  2. ইসলামে আশুরার আমল – মাওলানা তাহমীদুল মাওলা
  3. ইসলামে আশুরার এত গুরুত্ব কেন? – মাওলানা তাহমীদুল মাওলা
  4. মুহাররম ও আশুরা: করণীয় ও বর্জনীয় – মাওলানা মাসীহুল্লাহ হাসান

Comments (45)

  • Kayem Hosensays:

    July 21, 2023 at 4:15 pm

    জাযাকাল্লাহু খাইরান। আপনাদের এই অ্যাপ থেকে আমি অনেক উপকৃত হয়েছি।আল্লাহ আপনাদের কাজকে কবুল করুক।

  • Mominul Islamsays:

    July 21, 2023 at 6:49 pm

    জাযাকাল্লাহু খাইরান আপনাদের এই অ্যাপ থেকে অনেক অজানা বিষয় জানতে পেরেছি আমি আশা করি প্রতিটা মুসলিমের এই অ্যাপসটি ব্যবহার করা উচিত

  • মুহাম্মদ আবদুর রহিমsays:

    July 22, 2023 at 12:03 am

    আমি অ্যাপটি ডাউনলোড করেছি এবং নিয়মিত ব্যবহার করি। অ্যাপটি আমার খুব ভালো লেগেছে। এর দ্বারা আমি খুব উপকৃত হয়েছি।

  • Jamir Uddin Al Hafizsays:

    July 25, 2023 at 3:04 pm

    অভিনন্দন। মুসলিম ডের আর্টিকেল গুলো অসাধারণ ও শিক্ষণীয়। এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আমরাও আপনাদের সঙ্গে আছি।শুভকামনা। জাযাকাল্লাহ।

  • Mijan Ahmedsays:

    July 25, 2023 at 10:28 pm

    আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি অ্যপ
    অনেক কিছু শিখতে পেরেছি
    আমিও প্রতিদিন পড়ি।

  • Mohammed Imran Alisays:

    July 26, 2023 at 2:25 pm

    আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম ।
    জাযাকাল্লাহ খ‌ইরন

  • মোঃআনিসুররহমানsays:

    July 27, 2023 at 12:50 am

    এই এপ্স থেকে অনেক কিছু শিখা যায়।আলহামদুলিল্লাহ

  • SHAWONsays:

    July 28, 2023 at 4:24 am

    Alhamdulillah I can learn a lot through this app! Thank you so much There are many tutorials, hope you add more tutorials and topics to the website!

  • মোঃ ইমরান হোসেন (সোহাগ)says:

    July 28, 2023 at 11:19 am

    আলহামদুলিল্লাহ অনেক কিছু শিক্ষা নিতে চাই ও দোয়া রইলো আমিন

  • Tabassumsays:

    July 28, 2023 at 1:56 pm

    اَلحَمْدُ لِلّٰه
    এটি একটি খুবই প্রয়োজনীয় ও উপকারী এপ। আমি এই এপটি বিগত কয়েক বছর থেকে ব্যবহার করে আসছি। এটির মাধ্যমে আমি বেশ উপকৃত হয়। আমি অনেককে এই এপটি সাজেস্ট করেছি। আপনারা যারা এই এপ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় আছেন আল্লাহ সকলের উপর রহম করুক এবং এমন আরও ভালো কাজে বারাকাহ দান করুক। جَزَاكُمُ اللّٰهُ خَيْرًا 💚

  • Rokeya Akthersays:

    July 28, 2023 at 3:03 pm

    একটি প্রয়োজনীয় অ্যাপ এই এপ থেকে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি

  • আবু বকরsays:

    July 28, 2023 at 8:09 pm

    আমি যত এ্যপস ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ এর থেকে ভালো কোন apsপাইনি এটি আনেক ভালো এক যন মুসলিম এর চাহিদা মত।

  • ফাহিমাsays:

    July 29, 2023 at 11:55 am

    আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম এই অ্যাপ ব্যবহার করে,,

  • আব্দুর রহিমsays:

    July 29, 2023 at 5:52 pm

    এই এ্যাপ থেকে অনেক উপকৃত হয়েছি,, জাযাকাল্লাহু খাইরান।

  • খলিলুর রহমানsays:

    July 29, 2023 at 7:58 pm

    নামাজের সময় সূচি, রোজা, দোয়া ও কোরআন তেলওয়াতে সহ বহুবিধ ব্যবহারে অ্যাপটি effective.

  • Amatullah Sohagisays:

    July 29, 2023 at 8:08 pm

    আলহামদুলিল্লাহ্ অনেক কিছু জানতে পারলাম

  • Muhammad Ayatul Islamsays:

    July 29, 2023 at 8:12 pm

    মাশাআল্লাহ! জাযাকাল্লাহু ফিদ্দারাইন।
    মুসলিম ডে এপস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এপস।
    এপস এর সকল সদস্যগণকে আমার অন্তর থেকে দোয়া রইলো

  • Somiaya Aktersays:

    July 29, 2023 at 9:26 pm

    আলহামদুলিল্লাহ মুসলিম ডে এপস থেকে অনেক কিছু শিখতে পেরেছি,আশা করি ভবিষ্যতে ইসলাম ও ফজিলত সম্পর্কে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ, মুসলিম ডে এপস এর মধ্যে যারা যারা যুক্ত আছে সবার জন্য দোয়া র‌ইলো, আল্লাহ সকল বিপদ থেকে রক্ষা করুক আমিন

  • দিদার হোসেনsays:

    July 30, 2023 at 4:07 am

    এই অ্যাপসটি আমার নিত্য দিনের সঙ্গী

  • Fateema Khansays:

    July 9, 2024 at 2:04 am

    আলহামদুলিল্লাহ অসাধারণ একটি অ্যাপ এর দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি এবং হচ্ছি ।আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।

  • সানজিদা বিশ্বাসsays:

    July 17, 2024 at 12:24 am

    আল্লাহ্ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুক ‼️‼️

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      July 17, 2024 at 10:55 am

      আমীন, ইয়া রব্বাল আলামীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ১,৮৭৭,৯৪৫

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন