Post Updated at 4 May, 2023 – 3:51 PM
আমাদের অ্যাপে সূর্যাস্তের সাথে সতর্কতামূলক সময় যোগ করে ইফতারের সময় দেখার অপশন যেমন রয়েছে। পাশাপাশি সূর্যাস্তের সাথে সাথে ইফতারের সময় দেখার অপশনও রয়েছে। যাদের যেই অপশনটা উত্তম মনে হয় সেটি ব্যবহার করতে পারেন। তবে সতর্কতামূলক সময় যোগ করার অপশনটি ব্যবহার করাই আমাদের হিসেবে উত্তম। কারণ :
প্রথমত
সূর্যাস্তের “approximate” (আনুমানিক) সময়ের সাথে ৩ মিনিট সতর্কতামূলক সময় যোগ করার ব্যাপারে দেশের হানাফী মাজহাবের আলেমদের মত রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারেও সতর্কতামূলক তিন মিনিট সময় যোগ করা হয়।
দ্বিতীয়ত
আবহাওয়া অফিস, গুগল বা কোনো অ্যাপ সূর্যাস্তের সময় হিসাবে যে সময় দেখায় তা সত্যিকার অর্থেই এক্সাক্ট সময় নয়। এজন্য আমরা সূর্যাস্তের সময়কে approximate বা আনুমানিক বলেছি। এখানে কিছু সেকেন্ডের বা মিনিটের হেরফের থাকতে পারে। যেমন, আবহাওয়া অফিস থেকে বা গুগলে সার্চ করলে যদি ঢাকার সূর্যাস্তের সময় পাওয়া যায় ৬ঃ২৩ মিনিট, এর মানে এই নয় যে ৬ টা বেজে ২৩ মিনিট সূর্য টুপ করে ডুবে গেল। যেভাবে সুইচ টিপে লাইট বন্ধ করা হয়। বরং এমনটা হওয়ার সম্ভাবনাও রয়েছে যে প্রকৃত সূর্যাস্ত হয়েছে ৬টা ২৩ মিনিট ২৫ সেকেন্ড ৫০০ মিলি সেকেন্ডে। ২৫ সেকেন্ড ৫০০ মিলিসেকেন্ড সাধারনত ignorable. তাই এটাকে রাউন্ড ভ্যালু করে ৬ঃ২৩ এ সূর্যাস্ত দেখানো হয়।
প্রশ্ন হচ্ছেঃ একজন রোজাদারের জন্যও কি ২৫ সেকেন্ড সময় ignorable? অবশ্যই নয়! ২৫ সেকেন্ড আগে ইফতার করলে আপনার রোজাই হবে না!
তৃতীয়ত
আবহাওয়া অফিস থেকে জেলাভিত্তিক সূর্যাস্তের সময় জানা যায়। সে সময়টা জেলার কেন্দ্র বিন্দু থেকে সূর্যাস্তের সময়। কোনো একটা স্থান থেকে প্রতি কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সাথে সাথে সূর্যাস্তের সময়ের পার্থক্য হতে পারে আড়াই সেকেন্ড। এভাবে আপনার বাড়ি, জেলা শহর থেকে অনেক দূরে হলে। জেলার সূর্যাস্তের সময়ের সাথে আপনার বাড়ির সূর্যাস্তের সময়ে পার্থক্য হতে পারে।
এজন্য কোনো অ্যাপে দেখানো সূর্যাস্তের সময়ের সাথে সাথে ইফতার করতে আমরা নিরুৎসাহিত করি। আমরা বলি অন্তত ২ মিনিট বা ১ মিনিট সতর্কতামূলক সময় যোগ করে এরপর ইফতার করতে।
চতুর্থত
সূর্যাস্ত হিসাব করা হয় সমতলের সাপেক্ষে। অর্থাৎ সমতল ভূমিতে দাঁড়িয়ে সূর্যাস্ত হওয়ার সময় হিসাব করা হয়। এখন আপনি যদি ২০ তলা বিল্ডিংয়ের উপরে বসে ইফতার করেন তাহলে কি একই সময়ে ইফতার করবেন? অথবা কয়েক তলা মাটির নিচের আন্ডার গ্রাউন্ডে বসে ইফতার করার সময়ও কি একই সময়ে ইফতার করবেন? সমতল থেকে যখন দেখা যাবে সূর্য অস্ত গিয়েছে, বিল্ডিংয়ের উপর থেকে তখনও সূর্য দেখা যেতে পারে। আন্ডারগ্রাউন্ডের হিসাবও অন্যরকম হতে পারে!
তাহলে আপনি সূর্যাস্তের সাথে সাথে ইফতারের বিষয়টা কিভাবে নিশ্চিত করবেন?
উপসংহার
এসকল বাস্তবিক এবং বৈজ্ঞানিক কারণেই আলেমগণ সূর্যাস্তের যে সময় আবহাওয়া অফিস থেকে পাওয়া যায় তার সাথে সতর্কতার জন্য ৩ মিনিট সময় যোগ করার পরামর্শ দেন। যেন আপনি জেলা শহর থেকে অনেক দূরে থাকলে, কিংবা অনেক উচু বিল্ডিংয়ে অবস্থান করলেও সকল ক্ষেত্রেই ইফতারটা সূর্যাস্তের পরেই হয়।
এসকল বিষয়গুলো বিবেচনায় আনা ছাড়াই যারা বলেন, সতর্কতার জন্য সূর্যাস্তের সময়ের ২-৩ মিনিট পর ইফতার করলে সেটা ইহুদি খৃষ্টানদের অনুসরন করা হবে, তাদের এই কথাকে আমরা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করছি। আশা করি আপনাকে বুঝাতে সক্ষম হয়েছি যে, কী কারণে আবহাওয়া অফিস বা গুগল থেকে প্রাপ্ত সম্ভাব্য সূর্যাস্তের সময়ের সাথে সতর্কতামূলক সময় যোগ করা হয়। এরপরেও যদি আপনি রোজা নষ্ট হওয়ার ঝুকি জেনেও সূর্যাস্তের সম্ভাব্য সময়ে ইফতারের সময় দেখতে চান; তবে আমাদের অ্যাপে সেই সুযোগও রয়েছে। অ্যাপের সেটিংস থেকে সূর্যাস্তের সাথে সাথে ইফতারের অপশনটি সেট করে নিতে পারেন।
এ সম্পর্কে আরো কিছু প্রশ্ন ও উত্তর জানতে এই লেখাটি পড়তে পারেন।
Selim Ahmad
March 24, 2023 at 7:23 pmআপনারা কী নবীজীর চেয়ে বেশি জ্ঞানী নাকি?? নবীজী (সাঃ) সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার তাগিদ দিয়েছেন।
Muslims Day Admin
March 24, 2023 at 10:20 pmভাই, দুঃখিত হলাম আপনার কথাটি দেখে। আমার ধারনা আপনি পোস্টটি না পড়েই মন্তব্যটি করেছেন। নইলে এরকম অবুঝ বালকের মত কমেন্ট কেউ করতে পারে বলে বিশ্বাস হয় না।
আপনি ফিজিক্যাল্যি সূর্যাস্ত অবলোকন করেন। সে অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার করেন। তা না করে গুগল, অ্যাপ, আবহাওয়া অফিস এগুলোর দেখানো সময় মোবাইল বা ঘড়িতে দেখে কেন ইফতার করেন? টেকনোলজির সীমাবদ্ধতার কথাগুলো টু দি পয়েন্টে বলার চেষ্টা করেছি। কমন সেন্স থাকলে যে কেউই কথাগুলো বুঝার কথা।