Press ESC to close

অন্যতম শ্রেষ্ঠ একটি দুআ ও তার ফজিলত

Post Updated at 11 Aug, 2025 – 8:40 AM

দুআ ইবাদতের মূল। দুআ আল্লাহর নিকট অতি পছন্দের একটি ইবাদত। যারা আল্লাহর কাছে দুআ করে না বা কিছু চায় না আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন। আমরা আমাদের দুনিয়া ও আখিরাতের বিষয়ে একমাত্র আল্লাহর নিকট চাইলে তিনি খুশি হন এবং আমাদের দুআর জবাব দিতে থাকেন। সুবহানাল্লাহ!

নিচে একটি দুআ উল্লেখ করা হলো। যেই দুআটি পড়লে অসংখ্য সওয়াবের কথা হাদীস শরীফ থেকে প্রমাণিত। দুআটি হচ্ছেঃ

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، ‏‏‏‏‏‏لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، ‏‏‏‏‏‏يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

অর্থঃ আল্লাহ তা’আলা ছাড়া কোন মা’বূদ নেই, তিনি এক, তাঁর কোন অংশীদার নেই, সমস্ত কিছুই তাঁর এবং তিনিই সকল প্রশংসার অধিকারী, তিনিই জীবন দান করেন ও মুত্যু দেন এবং প্রতিটি জিনিসের উপর তিনিই মহা ক্ষমতাশালী।

এই দুআ ও তার ফজিলতের দলীল হিসাবে নিম্নে ২ টি হাদীস তুলে ধরা হলো।

হাদীস ১

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,

যে লোক দিনে একশ’বার এ দু’আ’টি পড়বেঃ

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، ‏‏‏‏‏‏لَا شَرِيكَ لَهُ، ‏‏‏‏‏‏لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ،

অর্থঃ আল্লাহ ব্যতিত কোন ইলাহা নেই, তিনি একক, তাঁর কোন শরিক নেই, রাজত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসাও একমাত্র তাঁরই জন্য, আর তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান।

সে দশটি গোলাম আযাদ করার সমান সওয়াব পাবে, তার জন্য একশটি সওয়াব লেখা হবে, একশটি গুনাহ মিটিয়ে ফেলা হবে এবং ঐদিন সন্ধ্যা পর্যন্ত তা তাকে শয়তান থেকে নিরাপদ রাখবে। আর কোন লোক তার চেয়ে অধিক সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ঐ ব্যক্তির কথা ভিন্ন, যে তার তুলনায় ঐ দু’আটির ‘আমল বেশি পরিমাণ করবে।

(বুখারী ৩২৯৩)

হাদীস ২

উমারা ইবনু শাবীব আস্‌-সাবায়ী (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

মাগরিবের নামাযের পর যে লোক দশবার বলে:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، ‏‏‏‏‏‏لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، ‏‏‏‏‏‏يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

অর্থঃ আল্লাহ তা’আলা ছাড়া কোন মা’বূদ নেই, তিনি এক, তাঁর কোন অংশীদার নেই, সমস্ত কিছুই তাঁর এবং তিনিই সকল প্রশংসার অধিকারী, তিনিই জীবন দান করেন ও মুত্যু দেন এবং তিনি সর্বশক্তিমান

আল্লাহ তা’আলা তার নিরাপত্তার জন্য এক দল ফেরেশতা পাঠান যারা তাকে শয়তানের কবল থেকে ভোর পর্যন্ত নিরাপত্তা দান করেন, তার জন্য দশটি পূণ্য লিখে দেন যা আল্লাহ তা’আলার অনুগ্রহ অবধারিত করে দেয় এবং তার এমন দশটি গুনাহ মিটিয়ে দেন যা তাকে ধ্বংস করে দিত। আর তাকে দশটি ঈমানদার দাস মুক্ত করার সমপরিমাণ সাওয়াব দেয়া হয়। (তিরমিযী, ৩৫৩৪)

আল্লাহ আমাদেরকে বেশি বেশি এই দুআটি পড়ার তাওফিক দান করুন। আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৩,৮৪৮,১৭১

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন