আলহামদুলিল্লাহ। ২০১৫ সাল থেকে ব্যক্তি উদ্যোগে মুসলিমস ডে অ্যাপের ডেভেলপমেন্ট শুরু হয়।
App Of Ramadan থেকে Muslims Day
২০২০ সালের মার্চের মাঝামাঝি পর্যন্ত অ্যাপের নাম ছিল App Of Ramadan. তখন অ্যাপে কেবল রমযান মাসের সাহরি-ইফতারের সময় দেখা যেত। এরপর যুক্ত হয় সারা বছরের নামাজের সময়। ইসলামি বিভিন্ন আর্টিকেল, দৈনিক হাদীসের নোটিফিকেশন, ক্বিবলা কম্পাস ইত্যাদি।
যেহেতু এটি আর কেবল নামাজ-রোযার সময় দেখার অ্যাপ নয়, সারা বছর জুড়ে ব্যবহার উপযোগী একজন মুসলিমের জন্য প্রয়োজনীয় অনেক ফিচারের সমন্বয়ে গঠিত। তাই আমরা অ্যাপটির নাম আমরা পরিবর্তন করে রেখেছি Muslims Day.
অর্থাৎ একজন মুসলিমের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বীন ইসলামের বিষয়ে যা যা প্রয়োজন তার সব কিছুকেই আমরা এই অ্যাপে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছি। একজন মুসলিমের জীবনকে আরো প্রোডাক্টিভ করার জন্য আমরা কাজ করছি।
কাহফের সাথে যুক্ত হওয়া
অ্যাপের পথচলা শুরুর ১০ বছর পর ২০২৫ সালে আমরা যুক্ত হয়েছি Kahf Yazılım A.Ş. এর সাথে। এখন থেকে মুসলিমস ডে অ্যাপটি কাহফের অধীনে পরিচালিত হবে। এর ফলে আমরা আরো বেশি ইউজারকে আরো চমৎকার সব ফিচার আমাদের অ্যাপের মাধ্যমে দিতে পারব ইনশাআল্লাহ। মুসলিমস ডে ও কাহফ একত্রে কাজ করবে মুসলিমদের জন্য একটি হালাল ইন্টারনেট ইকো-সিস্টেম তৈরি করার জন্য।
কাহফ কী? কাহফ পরিচালনা করছেন কারা?
Kahf Yazılım A.Ş. একটি তুরস্ক ভিত্তিক প্রতিষ্ঠান। যার মূল উদ্যোক্তা ২জন বাংলাদেশী Nizam Uddin ও Omar Al Zabir।
কাহফের CEO হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব নিজাম উদ্দীন। যিনি স্বনামধন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান weDevs এর Co-Founder ও CEO.
CTO হিসাবে দায়িত্বরত আছেন জনাব ওমর আল জাবির। যিনি ফেসবুকের মেসেঞ্জার টিমের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। ফেসবুকের উচ্চাভিলাসী চাকুরি ছেড়ে দিয়ে তিনি উম্মাহর জন্য কাজ করার লক্ষ্যে কাহফের সাথে যুক্ত হয়েছেন।
কাহফের শরীয়া অ্যাডভাইজরের দায়িত্ব পালন করছেন ড. মুফতি ইউসুফ সুলতান।
বাংলাদেশে কাহফের অফিস রয়েছে ঢাকার মিরপুর DOHS এ। মুসলিমস ডে সহ কাহফের অন্যান্য প্রোডাক্টের অফিসও একই সাথে।
কাহফের প্রোডাক্টগুলোর সংক্ষিপ্ত পরিচিতি
মুসলিমস ডে ছাড়াও কাহফের বেশ কিছু প্রোডাক্ট প্লে স্টোর ও অ্যাপ স্টোরে রয়েছে। আরো কিছু প্রোডাক্টের ডেভেলপমেন্ট চলছে। নিচে তাদের সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হলো।
Kahf Guard (Link)
Kahf Browser (Link)
Google Chrome এর বিকল্প কাহফ ব্রাউজার অ্যাপ। এই অ্যাপ ব্যবহারে করলেও হারাম কন্টেন্ট ব্লক করা হবে। ব্রাউজারে কোনো হারাম ছবি আসলে সেটিকে ব্লার করে দেয়া হবে।
Mahfil (Link)
ইউটিউবের বিকল্প হালাল ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ইউটিউব ব্যবহার করলে প্রতিদিন অসংখ্য হারাম কন্টেন্ট আমাদের সামনে আসে। পর্দা লঙ্ঘন হয়। এর বিকল্প মাধ্যম হলো মাহফিল অ্যাপ। মাহফিল থেকেও কন্টেন্ট ক্রিয়েটরগণ হালাল ভাবে ইনকাম করতে পারবেন।
Kahf Kids (Link)
ইউটিউবের সকল ভিডিও আপনার শিশুর জন্য নিরাপদ নয়। শিশুদের জন্য হালাল ও নিরাপদ ভিডিও কন্টেন্ট পাওয়া যাবে কাহফ কিডস অ্যাপে!
Kahf Ads
যারা ওয়েবসাইট বা অ্যাপ ডেভেলপমেন্ট করেন কিন্তু গুগলের বিজ্ঞাপন দেখাতে পারেন না হারাম কন্টেন্টের জন্য, তাদের জন্য সমাধান কাহফ এডস! এই Ad network এর মাধ্যমে হালাল প্রোডাক্টের হালাল বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইনকামের সুযোগ রয়েছে। মুসলিমস ডে অ্যাপে কাহফের হালাল বিজ্ঞাপন দেখানো হয়।
Hikmah (Upcoming)
মুসলিমদের জন্য ফেসবুকের বিকল্প সোশ্যাল মিডিয়া অ্যাপ। এর ডেভেলপমেন্ট চলছে। এখানে মুসলিমরা হালাল যে কোনো বিষয়ে কথা বলতে পারবে। ফেসবুকে যেমন ফিলিস্তিনের পক্ষে কোনো কথা লিখলেই ব্লক করে দেয়, এখানে সেরকম কিছু থাকবে না। এটি হবে মুসলিমদের যোগাযোগের আদর্শ মাধ্যম।
Kahf Search (Upcoming)
গুগল সার্চের অল্টারনেটিভ সার্চ ইঞ্জিন। যেখানে হারাম কোনো কন্টেন্ট সার্চ রেজাল্টে আসবে না।
এছাড়াও কাহফের আরো প্রোডাক্ট পরিকল্পনায় রয়েছে। কাহফের ওয়েবসাইট থেকে (https://kahf.com.tr) আরো কিছু প্রোডাক্টের বিষয়ে জানা যাবে।
এ সকল প্রোডাক্টকে সফল করার ক্ষেত্রে মুসলিমস ডে ও কাহফ একত্রে কাজ করবে ইনশাআল্লাহ।
কাহফের অ্যাপগুলো নিজে ব্যবহার করুন। আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। এর মাধ্যমে উক্ত মহান মিশনে আপনিও অবদান রাখতে পারেন। আপনার দুআয় আমাদের রাখবেন।