
Post Updated at 9 Aug, 2025 – 7:03 AM
হাদীসের আলোকে জানা যায় যে, কিছু কঠিন পাপ আছে যেগুলির শাস্তি শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও ভোগ করতে হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
(১)
যখন কোনো সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমনভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অশ্লীলতায় লিপ্ত হতে থাকে, তখন তাদের মধ্যে এমন সব মহামারী ও রোগব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না।
(২)
যখন কোনো সম্প্রদায়ের মানুষেরা ওজনে কম বা ভেজাল দিতে থাকে, তখন তারা দুর্ভিক্ষ, জীবনযাত্রার কাঠিন্য ও প্রশাসনের বা ক্ষমতাশীলদের অত্যাচারের শিকার হয়।
(৩)
যদি কোনো সম্প্রদায়ের মানুষেরা যাকাত প্রদান না করে, তাহলে তারা অনাবৃষ্টির শিকার হয়। যদি পশুপাখি না থাকত তাহলে তারা বৃষ্টি থেকে একেবারেই বঞ্চিত হয়ে পড়ত।
(৪)
যখন কোনো সম্প্রদায়ের মানুষ আল্লাহর সঙ্গে প্রদত্ত ওয়াদা ও আল্লাহর রাসূলের সঙ্গে প্রদত্ত ওয়াদা ভঙ্গ করে, তখন আল্লাহ কোনো বিজাতীয় শত্রুকে তাদের উপর চাপিয়ে দেন, যারা তাদের কিছু সম্পদ ছিনিয়ে নিয়ে যায়।
(৫)
আর যদি কোনো সম্প্রদায়ের শাসকবর্গ ও নেতাগণ আল্লাহর কিতাব (পবিত্র কুরআন) অনুযায়ী বিচার শাসন না করেন এবং আল্লাহ যা নাযিল করেছেন তা তারা বেছে না নেয়, তখন আল্লাহ তাদের মধ্যে পরস্পর শত্রুতা ও মতবিরোধ সৃষ্টি করে দেন, তারা তাদের বীরত্ব একে অপরকে দেখাতে থাকে।
(ইবনু মাজাহ ৪০১৯)
Comments (1)
Md Shamimsays:
August 13, 2025 at 7:33 AMMasala