Press ESC to close

যে সকল কারণে ওজু ভাঙ্গে না

Post Updated at 24 Feb, 2023 – 4:33 PM


কিছু বিষয় এমন, অনেকে মনে করেন, এগুলোর কারণে ওজু ভেঙে যাবে। আসলে এতে ওজু ভাঙবে না। এমন কিছু কারণঃ

১. ওজু করার পর সন্তানকে বুকের দুধ খাওয়ালে কিংবা দুধ নিংড়িয়ে বের করলে।

 

২. লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।

৩. ওজু করার পর হাত-পায়ের নখ কাটলে।

৪. বিড়ি-সিগারেট ইত্যাদি খেলে।

৫. সতরের পুরোটা কিংবা আংশিক খুলে গেলে।

৬. কোনো কারণে অন্য কারও লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।

৭. ওজু করার পর নখ-চুল কাটলে।

৮. হাত-পা বা শরীরের অন্য কোনো জায়গার চামড়া কাটলে, উঠিয়ে ফেললে কিংবা উপড়িয়ে ফেললে (যদি এতে রক্ত বের না হয়)।

৯. নাক বা চোখ দিয়ে পানি পড়লে।

মাওলানা শিব্বীর আহমদ

উসতাযুল হাদীস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদপুর। মাসিক আলকাউসারসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তাঁর লিখিত বইও পাঠক মহলে নন্দিত হয়েছে। তিনি মুসলিমস ডে অ্যাপের শরয়ী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Comments (5)

  • মোঃ ওমর ফারুকsays:

    August 8, 2023 at 10:51 AM

    নং৪ বিড়ি সিগারেট উল্লেখ না করে কোন খাবার খেলে বলা যেতে পারত আমার মনে হয়

    • Muslims Day Desksays:

      August 8, 2023 at 3:03 PM

      এই পোস্টটিতে উল্লেখ করা হয়েছে এমন কারণগুলো যেগুলোর কারণে অযু ভাঙে না, কিন্তু লোকজন মনে করেন অযু ভেঙে যায়। “কোনো খাবার খেলে” অযু ভাঙে আমাদের সমাজে এরকম কথা প্রচলিত নাই। কিন্তু বিড়ি-সিগারেট খেলে অযু ভেঙে যায় এটা সমাজে প্রচলিত আছে। যেমন প্রচলিত আছে যে, “হাঁটুর উপরে কাপড় উঠলে অযু ভাঙে”। এটাও এই পোস্টে উল্লেখ আছে। তাই মনে হচ্ছে ৪ নং পয়েন্টটি যেভাবে আছে সেভাবেই যথার্থ।
      আশা করি বুঝাতে পেরেছি।

  • মোঃ মাইনুল আবেদীন চৌধুরীsays:

    August 9, 2023 at 10:23 AM

    আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানলাম ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ২,০৫৬,৯১২

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন