
Post Updated at 9 Aug, 2025 – 7:25 AM
আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
‘তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। তাদের দিকে (দয়ার দৃষ্টিতে) তাকাবেন না। তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য থাকবে যন্ত্রনাদায়ক শাস্তি।
বর্ণনাকারী বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বাক্যগুলি তিনবার বললেন।’
আবূ যার্ বললেন, ‘তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক! তারা কারা? হে আল্লাহর রসূল!’
তিনি বললেন,
(১) (যে পুরুষ লুঙ্গি-কাপড়) পায়ের গাঁটের (টাখনুর) নীচে ঝুলিয়ে পরে।
(২) দান করে যে খোঁটা দেয় এবং
(৩) মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে।
[সহীহ মুসলিম, হাদীস ১০৬]
আল্লাহ আমাদেরকে এই কঠিন গুনাহগুলো থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।
Leave a Reply