
Post Updated at 8 Aug, 2025 – 10:06 PM
প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় ব্যয় করার মাধ্যমে আমরা জান্নাতে একটি সুরম্য ঘর লাভ করতে পারি। যেই ঘর তৈরির ব্যাপারে সুসংবাদ দিয়েছেন নবী (সা)। আমরা সকলেই ফরজ সালাতগুলো আদায় করি। কিন্তু অনেক সময় ব্যস্ততা বা অলসতার জন্য ফরজের আগে-পরের সুন্নাত সালাতগুলো আদায়ের ব্যাপারে গরিমসি চলে আসে। আজকে এই সুন্নাত সালাতের ফজিলত বিষয়ে একটি হাদীস শিখব। এতে ইনশাআল্লাহ এই সালাত আদায়ে আমরা আগের চেয়ে আরো বেশি মনোযোগী হতে পারব।
ফরজ সালাতের আগে পরের সুন্নাতে মুআক্কাদাহ সালাতগুলো নিয়মিত আদায় করলে আল্লাহ তায়ালা ঐ সালাত আদায়কারীর জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ।
তাই আসুন আমরা নিজেরা এই সালাতের ব্যাপারে যত্নবান হই। আমাদের পরিবারের এবং কর্মস্থলে যারা আমাদের অধীনস্থ তাদেরকেও এই সালাতের ব্যাপারে উদ্বুদ্ধ করি।
মসজিদে যদি কাউকে দেখতে পাই সুন্নাত সালাত আদায় না করে চলে যাচ্ছেন, তাহলে সম্ভব হলে তাদের সাথে কথা বলে জেনে নিই যে তারা বাসায় গিয়ে সুন্নত পড়বেন কিনা। বাসায় গিয়ে সুন্নত সালাত আদায় করাও রাসূলের (সা) একটি সুন্নত। যদি জানা যায় ঐ ব্যক্তি বাসায় গিয়েও সুন্নত আদায় করার নিয়ত নাই সেক্ষেত্রে জান্নাতে ঘর তৈরির এই সুসংবাদটি তার সাথে শেয়ার করতে পারি। আমাদের কারো কথার মাধ্যমে কোনো ভাই-বোন যদি এই সালাতের আমলটি শুরু করেন, তিনি যত দিন এ আমল করবেন, ইনশাআল্লাহ আমরাও সম-পরিমাণ সওয়াব অর্জন করতে থাকব।
আল্লাহ আমাদের সকলকে সুন্নাতের উপর জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমীন।
হাদীস ১
‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
যে ব্যক্তি সবসময় বার রাক’আত সুন্নাত নামায আদায় করে আল্লাহ তা’আলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরী করেন। এ সুন্নাতগুলো হল, যুহরের (ফরযের) পূর্বে চার রাক’আত ও পরে দুই রাক’আত, মাগরিবের (ফরযের) পর দুই রাক’আত, ‘ইশার (ফরযের) পর দুই রাক’আত এবং ফযরের (ফরযের) পূর্বে দুই রাক’আত।
(জামে আত-তিরমিযি ৪১৪)
সুন্নত সালাতসমূহের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন হচ্ছে ফজরের সালাত। এ দুই রাকাত সালাতের মর্যাদা বিষয়ে নিম্নের হাদীসটি উল্লেখ করা হলোঃ
হাদীস ২
‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ
ফজরের দুই রাক’আত (সুন্নাত) নামায দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম।
(হাদীসের মানঃ হাসান সহীহ, সূত্রঃ জামে আত-তিরমিযি ৪১৬)
আল্লাহ আমাদের সবাইকে এই নামাজগুলো নিয়মিত আদায় করার তাওফিক দান করুন। আমীন।
Leave a Reply