Post Updated at 20 May, 2023 – 2:57 PM
[আগের লেখাটি থেকে ৮ জিলহজের আমলগুলো পড়তে এখানে ক্লিক করুন]
মিনায়
৮ তারিখ সূর্যোদয়ের পর মিনায় রওয়ানা হতে হয়। মুআল্লিমের গাড়িতে করেই কাফেলার সঙ্গে আপনাকে মিনার নির্ধারিত তাবুতে নিয়ে যাওয়া হবে।
ইদানিং অনেক মুআল্লিমই ৭ তারিখ দিবাগত রাতে হাজীগণকে মিনায় নিয়ে যান। এতে কোনো অসুবিধে নেই।
হজ ও ওমরা আদায়ের ধারাবাহিক ও বিস্তারিত বর্ণনার লেখাগুলোকে একত্রে পিডিএফ আকারে পড়তে পারেন। PDF ডাউনলোড করতে ক্লিক করুন।
মিনার আমল
৮ জিলহজ সূর্য ঢলে যাওয়ার (অর্থাৎ জোহরের) সময় থেকে ৯ জিলহজ সূর্যোদয় পর্যন্ত পুরো সময় মিনায় থাকা মুস্তাহাব। আর রাতটি মিনায় কাটানো সুন্নত। অবশ্য রাতের বেশির ভাগ কাটালেও এ সুন্নত আদায় হয়ে যাবে। ৮ তারিখ জোহর থেকে ৯ তারিখ ফজর পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করাও সুন্নত।
এ পাঁচ ওয়াক্ত নামাজের বাইরেও পুরো সময় মিনায় অবস্থান করুন। জিকির, তেলাওয়াত ইত্যাদিতে মশগুল থাকুন। বেশি করে তালবিয়া পাঠ করুন। অর্থহীন গল্পগুজব থেকে বেঁচে থাকুন।
জায়গা সংকুলান না হওয়ার কারণে মিনার কিছু তাবু মুজদালিফায় পড়েছে। এসব তাবুতে অবস্থান করলেও মিনায় অবস্থানের সুন্নত আদায় হয়ে যাবে। আর যদি কারও পক্ষে সম্ভব হয় যে তিনি মিনার সীমানায় গিয়ে তাবুর বাইরে খোলা এলাকায় অবস্থান করবেন, তবে তা বেশি ভালো হয়।
[পরের লেখাটি পড়তে এখানে ক্লিক করুন]
Comments (3)
হজের ধারাবাহিক আমলসমূহ (৩) - Muslims Daysays:
May 7, 2023 at 6:51 AM[…] লেখাটি পড়তে এখানে ক্লিক […]
হজের ধারাবাহিক আমলসমূহ (১) - Muslims Daysays:
May 7, 2023 at 7:35 AM[…] লেখার পরের অংশ পড়তে এখানে ক্লিক […]
হজের ধারাবাহিক আমলসমূহ - ৩ (৯ জিলহজ আরাফায় অবস্থান) - Muslims Daysays:
May 10, 2023 at 6:14 AM[…] লেখাটি থেকে ৮ জিলহজের আমলগুলো পড়তে এখানে ক্লিক […]