
Post Updated at 9 Aug, 2025 – 7:15 AM
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) বর্ণনা করেন,
আমরা একদিন দাজ্জালের কথা আলোচনা করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। তিনি বললেন :
আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সংবাদ দিব না, যে বিষয়টি আমার কাছে মাসীহ দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর?
সাহাবীগণ বললেন : অবশ্যই।
তিনি বললেন : তা হচ্ছে গোপন শিরক। (যেমন,) একজন মানুষ দাঁড়িয়ে শুধু এ জন্যই তার নামাজকে খুব সুন্দরভাবে আদায় করে যে, কোন মানুষ তার নামাজ দেখছে।
(ইবনু মাজাহ, হাদীস ৪২০৪)
আল্লাহ আমাদেরকে এরকম গোপন শিরক ও লোক দেখানো আমল থেকে রক্ষা করুন। আমীন।
Leave a Reply