Press ESC to close

রোজা-রমজান সংক্রান্ত কয়েকটি সাধারণ ভুল

Post Updated at 7 Apr, 2023 – 11:53 AM

পবিত্র রমজানের রোজাকে যখন ইসলামের অন্যতম ভিত্তিই বলে দেয়া হলো, তখন এর গুরুত্ব বর্ণনার আর বিশেষ কোনো প্রয়োজন থাকে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন : ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর—১. ‘আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল’ এ মর্মে সাক্ষ্য দেয়া, ২. যথাযথভাবে নামাজ আদায় করা, ৩. জাকাত আদায় করা, ৪. হজ করা এবং ৫. রমজান মাসের রোজা রাখা। [সহীহ বুখারী, হাদীস : ৮]

এক বছরে রমজান বারবার আসে না। একবার চলে গেলে দীর্ঘ এগার মাস পর দেখা মেলে আবার রমজানের। এক দিন এমনকি এক মুহূর্তেরও যেখানে কোনো ভরসা নেই, সেখানে এই দীর্ঘ সময় অতিক্রম করে পরবর্তী রমজান পাওয়ার নিশ্চয়তা কোথায়? এজন্যে আমাদের প্রত্যেকেরই উচিত, রমজান মাসকে যথাযথ গুরুত্বের সঙ্গে বরণ করে নেয়া। রমজান মাসে এবং রোজা রাখতে গিয়ে আমরা অনেকেই জড়িয়ে পড়ি এমন কিছু ভুলভ্রান্তি নিয়েই আমরা এখানে আলোচনা করছি।

সাহরি, ইফতার ও নামাজের সময়সূচীর জন্য ডাউনলোড করুন মুসলিমস ডে অ্যাপ

১. মুখে উচ্চারণ করে নিয়তকে জরুরি মনে করা

শুধু রোজা নয়, যে কোনো ইবাদতের জন্যেই নিয়ত করা জরুরি। সহীহ বুখারী শরীফের হাদীস : সকল কাজ নিয়তের মাধ্যমেই মূল্যায়িত হবে। [হাদীস : ১] তবে মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়। নিয়ত হলো অন্তরের সংকল্প। অর্থাৎ এমন সংকল্প করা—আমি আগামীকালের রোজা রাখার নিয়ত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণ মুখে উচ্চারণ করে নামাজ-রোজার নিয়ত করেছেন বলে কোনো প্রমাণ নেই। তাই একে সুন্নত বলাও ঠিক নয়। তবে অন্তরের সংকল্পের পাশাপাশি মুখে উচ্চারণ করে নিয়ত করায় কোনো সমস্যাও নেই। অনেকে মনে করেন, আরবিতে নিয়ত না করলে রোজা যেন পরিপূর্ণ হয় না। তাই তারা আরবি রোজার নিয়ত মুখস্থ করেন। অথচ আরবিতে এভাবে নিয়তের সঙ্গে রোজা পূর্ণ হওয়ার কোনো সম্পর্ক নেই।

২. সাহরি না করা

আমরা তিন বেলা যেভাবে খাবার খাই, অনেকে সেহরিকে তেমনি এক বেলা খাবারের মতো মনে করে থাকেন। এজন্যে কেউ কেউ কখনো কখনো ইচ্ছাকৃত সেহরি না খেয়েই রোজা রাখেন। অথচ হাদীস শরীফের ভাষ্য হলো : তোমরা সেহরি খাও, এতে বরকত রয়েছে। [সহীহ বুখারী, হাদীস : ১৯২৩] তাই সেহরির সময় সেহরির নিয়তে সামান্য কিছু হলেও খাওয়া উচিত।

৩. সাহরি করতে না পারলে রোজা না রাখা

সেহরির সময় যদি ঘুম থেকে উঠতে না পারে, তাহলে কেউ কেউ রোজাই ছেড়ে দেয়। এটা হতে পারে তাদের মানসিক দুর্বলতা যে, সেহরি না খেয়ে রোজা রাখা যাবে না, আবার হতে পারে তাদের অজ্ঞতা যে, সেহরি না খেলে রোজা হয় না। মনে রাখতে হবে, সেহরি খাওয়াও একটি ইবাদত এবং বরকতের বিষয়। কিন্তু সেহরি না খেলেও রোজা হয়ে যায়। তাই শুধু সেহরি খেতে না পারার অজুহাতে রোজা না রাখা বৈধ হবে না।

 

৪. সাহরি আগে করে ফেলা

সেহরির জন্যে উত্তম সময় হলো শেষ রাত। রোজা ফরজ হওয়ার শুরুর দিকে রমজানের রাতে একবার ঘুমানোর পর ঘুম থেকে জেগে আর কিছু খাওয়ার অনুমতি ছিল না। কিন্তু পরবর্তীতে আল্লাহ তায়ালা এ বিধান পাল্টে দেন এ বলে : রাতের কৃষ্ণরেখা থেকে ভোরের শুভ্ররেখা প্রতিভাত হওয়া পর্যন্ত তোমরা পানাহার করো। [বাকারা, আয়াত : ১৮৭] অনেকে রাতে ঘুমানোর সময়ই সেহরির নিয়ত করে কিছু খেয়ে নেয়। তাদের মনে রাখা উচিত, শেষ রাতই হলো সেহরির জন্যে উত্তম সময়। হ্যাঁ, যদি দেরি করে ঘুমানোর কারণে শেষ রাতে ঘুম থেকে ওঠা কারও পক্ষে সম্ভব না হয় তাহলে তার কথা ভিন্ন।

৫. সময়ের প্রতি লক্ষ না রেখে আজান পর্যন্ত সাহরি খাওয়া

সেহরি শেষ সময়ে করার ফজিলত পাওয়ার জন্যে অনেকে এতটাই বিলম্বিত করেন, যে সুবহে সাদেক হয়ে যাওয়ার আশংকা হয়। কেউ কেউ মনে করেন, আজান পর্যন্ত সেহরি খাওয়া যায়। মনে রাখবেন, আজানের সঙ্গে সেহরির সময় শেষ হওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের দেশে রমজান মাসে যেসব ক্যালেন্ডার কিংবা সেহরি-ইফতারের সময়সূচি ছাপানো ও প্রচারিত হয়, সেগুলোতে সাধারণত সেহরির শেষ সময় এবং ফজরের আজানের মাঝে ৫/৬ মিনিট সময় থাকে। এটা মূলত দুই দিক থেকেই সতর্কতা। সেহরিকে সতর্কতামূলক একটু আগে শেষ করা হয়েছে, আবার ফজরের আজানকেও সতর্কতামূলক একটু পিছিয়ে দেয়া হয়েছে। তাই যদি কেউ এ সময়সূচি অনুযায়ী আজান পর্যন্ত সেহরি খায় তাহলে তার রোজা হবে না।

৬. সাহরি খেয়ে মুখে পান ইত্যাদি রেখে ঘুমিয়ে পড়া

যারা নিয়মিত পান খান, তারা অসতর্কতাবশত অনেক সময় পান চিবাতে চিবাতে ঘুমিয়ে পড়েন আর এভাবেই সুবহে সাদেক হয়ে যায়। যদি এভাবে মুখে পান থাকা অবস্থায় সুবহে সাদেক হয়ে যায় তাহলে রোজা কাজা করতে হবে।

৭. ইফতার বিলম্বিত করা

সেহরির মতো ইফতারও একটি ইবাদত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। [সহীহ বুখারী, হাদীস : ১৯৫৭] ইফতারের সময় হলে দ্রুত ইফতার করা উচিত। কেউ তো ইফতার না করেই মাগরিবের নামাজ পড়ে নেন। তারা হয়তো ভাবেন, আল্লাহর সন্তুষ্টির জন্যে এত দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারলাম, আর কিছুক্ষণ পারব না! কিন্তু হাদীসের শিক্ষা এর চেয়ে সম্পূর্ণ ভিন্ন।

ইফতারের সঙ্গেও আজানের কোনো সম্পর্ক নেই। ইফতারের সময় হয়ে গেলে আজান না হলেও ইফতার করাতে কোনো সমস্যা নেই। তবে এজন্যে অবশ্যই নিজ নিজ ঘড়ির সময় নির্ভরযোগ্য কোনো ঘড়ির সঙ্গে মিলিয়ে নিতে হবে।

৮. দোয়া না করা

দোয়াকে বলা হয় ইবাদতের মগজ। বান্দা আল্লাহর কাছে যতবেশি দোয়া করে আল্লাহ সে বান্দার প্রতি ততবেশি খুশি হন। শেষ রাত ও ইফতারের পূর্ব মুহূর্ত—এ দুটি সময়ে দোয়া কবুল হয়। তাই সেহরির আগে বা পরে এবং ইফতারের পূর্বে অবশ্যই নিজের ইহকালীন ও পরকালীন সফলতার জন্যে দোয়া করুন। নিজের গোনাহের জন্যে আল্লাহ তায়ালার কাছে তওবা-ইস্তেগফার করুন। রহমত-মাগফেরাত আর নাজাতের এ মাসে কল্যাণ ও মুক্তির জন্যে দোয়া ও ইস্তেগফার দুটি বড় মাধ্যম। ইফতারের আয়োজনের পেছনে পড়ে যেন দোয়ার এ সুযোগ হাতছাড়া না হয়ে যায় সে বিষয়ে অবশ্যই সতর্কতা কাম্য।

৯. অপবিত্র অবস্থায় যদি সুবহে সাদেক হয়ে যায়

পবিত্রতা হাসিলে সচেষ্ট যারা আল্লাহ তাদের ভালোবাসেন। আল্লাহ তায়ালার ঘোষণা শুনুন—‘নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা হাসিলকারীদের ভালোবাসেন।’ [বাকারা, আয়াত : ২২২] তাই যথাসম্ভব সর্বদাই পবিত্র থাকতে সচেষ্ট থাকা উচিত। ছোট-বড় সবরকম অপবিত্রতা থেকে মুক্ত থাকা নামাজের জন্যে জরুরি। কিন্তু সুবহে সাদেকের সময় যদি কেউ অপবিত্রও থাকেন তাহলেও এতে তার রোজার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যদি এ অপবিত্রতা থেকে মুক্ত না হয়ে ফজরের সময় পার করে দেয়, তাহলে ফজরের নামাজ না পড়ার জন্যে কঠিন গোনাহ হবে।

১০. প্রতি রাতে তারাবি না পড়া

রমজান মাসের প্রতি রাতে নারী-পুরুষ সকলের জন্যে বিশ রাকাত তারাবির নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা। এ নামাজের প্রতি অনেকের উদাসীনতা চোখে পড়ে। দীর্ঘ সময় নামাজ পড়ার ভয়ে কিংবা ব্যস্ততার ঠুনকো অজুহাতে তারা তারাবি পড়ে না। অথচ ফজরের দুই রাকাত সুন্নত জোহরের আগে-পরের মোট ছয় রাকাত যেমন সুন্নতে মুয়াক্কাদা, তেমনি তারাবির নামাজও সুন্নতে মুয়াক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি রমজানের রাতে ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় (অন্য কোনো আশায় নয়, অভক্তি ও অমনোযোগিতার সঙ্গে নয়) দাঁড়িয়ে দাঁড়িয়ে (তারাবির) নামাজ পড়ে, তার পেছনের সমস্ত (ছগিরা) গোনাহ মাফ করে দেওয়া হয়। [সহীহ বুখারী, হাদীস : ৩৭] এমনকি কেউ যদি রোজা রাখতে না পারে, সম্ভব হলে তাকেও তারাবির নামাজ পড়া উচিত।

১১. তারাবির নামাজের ফাঁকে ফাঁকে বিশেষ দোয়া পড়া

দুই রাকাত করে এই নামাজ পড়তে হয়। প্রতি চার রাকাতের পর পর কিছুক্ষণ বিশ্রাম নেয়া হয়। এ বিশ্রামের সময় ইচ্ছা করলে যে কোনো জিকির দোয়া তাসবিহ পড়া যেতে পারে। নির্দিষ্ট কোনো দোয়া নেই। আমাদের সমাজে ‘সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি …’ দোয়াটি প্রচলিত। এটি হাদীসে বর্ণিত কোনো দোয়া নয়। বিশুদ্ধ উচ্চারণে কেউ পড়তে পারলে ভালো, তবে না পড়লেও কোনো সমস্যা নেই। আর ভুল উচ্চারণে কিংবা কষ্ট করে এ দোয়া পড়ার চেয়ে সহজ অন্য যে কোনোকিছু পড়া যেতে পারে। এমনকি কিছু না পড়ে কেউ চাইলে চুপচাপও বসে থাকতে পারেন।

১২. রোজা রাখতে না পারলে

অসুস্থতা কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য ওজরের কারণে যদি কেউ রমজান মাসে রোজা রাখতে না পারে, এবং পরবর্তীতে সে সমস্যা কেটে যাওয়ার কারণে সে রোজা রাখতে সামর্থ্য হয়, তাহলে তাকে রোজা কাজা করতে হবে। এ অবস্থায় রোজা কাজা না করে ফিদয়া দিয়ে দেয়া যথেষ্ট নয়। হ্যাঁ, যদি কেউ এমন অসুস্থ হয়, যে অসুস্থতার কারণে সে রোজাও রাখতে পারছে না এবং এ রোগ থেকে তার সুস্থতার আশাও নেই, তাহলে ফিদয়া দিতে হবে। এবং ফিদয়া আদায়ের পরও যদি সে আশাতীত ভাবেই সুস্থ হয়ে যায় তাহলে আবার রোজাগুলো কাজা করতে হবে।

১৩. কয়েকটি মাসয়ালা

  • রোজা রাখার পর যদি কেউ অনিচ্ছাকৃত বমি করে, তা যত বেশিই হোক না কেন, এতে রোজা ভাঙ্গবে না। অনেকে বমি করাকে রোজা ভাঙ্গার কারণ মনে করেন। এটা ঠিক নয়। হ্যাঁ, যদি কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করে, অর্থাৎ এত বেশি পরিমাণে বমি করল যা সে মুখে আটকে রাখতে পারে নি, তাহলে তার রোজা ভেঙ্গে যাবে। আর ইচ্ছাকৃত বমিও যদি মুখ ভরে না হয়, তাহলে এ বমির কারণে রোজা ভাঙবে না।
  • বমির মতোই আরেকটি বিষয় হলো শরীর থেকে রক্ত বের হওয়া। কেউ কেউ মনে করেন, শরীরের কোথাও থেকে যদি রক্ত বের হয় কিংবা বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে রোজা ভেঙ্গে যাবে কিংবা মাকরুহ হবে। কেউ বলেন, রোজা হালকা হয়ে যাবে। আসলে বিষয়টি এমন নয়। কথা হলো, যদি ইচ্ছাকৃত শরীর থেকে এত অধিক পরিমাণ রক্ত বের করা হয় যাতে তার অজ্ঞান হয়ে পড়ার আশংকা রয়েছে তাহলে তা মাকরুহ হবে। কিন্তু অজ্ঞান হয়ে পড়ার আশংকা নেই এমন অল্প পরিমাণ রক্ত ইচ্ছাকৃত বের করলেও রোজার সমস্যা হবে না। আর যদি অনিচ্ছাকৃত রক্তপাত হয় তাহলে তো আর রোজা ভাঙ্গা বা মাকরুহ হওয়ার কোনো প্রশ্নই থাকছে না।
  • ইনহেলার ও ইনসুলিন : হাপানির রোগীদের জন্যে ইনহেলার আর ডায়াবেটিস রোগীদের জন্যে ইনসুলিন দুটি জরুরি বিষয়। তবে এক্ষেত্রে কথা হলো, রোজা রেখে ইনসুলিন নিলে রোজার কোনো ক্ষতি হয় না, কিন্তু রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে।

মাওলানা শিব্বীর আহমদ

উসতাযুল হাদীস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদপুর। মাসিক আলকাউসারসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তাঁর লিখিত বইও পাঠক মহলে নন্দিত হয়েছে। তিনি মুসলিমস ডে অ্যাপের শরয়ী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Comments (27)

  • মোঃ ফরিদ মিয়াsays:

    March 12, 2024 at 11:38 AM

    আনসার বাহিনীতে নিয়োজিত সদস্যরা পর্যায়ক্রমে এয়ারপোর্ট, ব্যাংক,ইপিজেড,বিভিন্ন স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করেন। ব্যাংকের নিরাপত্তার দায়িত্ব পালন করা কি আনসারদের জন্য হারাম হবে …???

  • মোহাম্মদ মোতাহার হোসেনsays:

    March 15, 2024 at 5:43 AM

    বাথরুমে থাকা অবস্থায় আযানের জবাব দেয়া যাবে কি?

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 26, 2024 at 11:40 PM

      গোসলখানা ও টয়লেট যদি পৃথক থাকে, অর্থাৎ মাঝে কোনো দেয়াল বা আড়াল থাকে, তবে গোসলখানার অংশে থেকে আযানের জবাব দেয়া যাবে। টয়লেটের অংশে দেয়া যাবে না।
      আর যদি মাঝে কোনো আড়াল না থাকে, তবে গোসলখানার অংশে থাকলেও আযানের জবাব না দিয়ে বাইরে এসে দেবে।

  • Ayesha akter shefasays:

    March 15, 2024 at 10:21 AM

    আমি ফজরের পর বসে থেকে সূর্য ওঠার 15 min পর এশরাকের নামাজ পরি। তারপর 9 10 টার সময় 4 রাকাত সালাতুল দুহা পরি তাহলে এর মধ্যে কি কোন বিদাত আছে?

  • মো :সবুজsays:

    March 15, 2024 at 11:50 AM

    হুজুর আমি রোজা রাখি কিন্ত তারাবির নামাজ পড়তে পারি না কাজের জন্য আমার রোজা কি হবে।।

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 25, 2024 at 3:36 AM

      তারাবীর নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে। তবে এভাবে নিয়মিত এ নামাজ ছেড়ে দেয়া মোটেও উচিত হচ্ছে না। ইশার ফরজ ও সুন্নতের পর থেকে সুবহে সাদিক পর্যন্ত তারাবী পড়তে পারবেন। তাই জামাতে না পারলে একাকী হলেও পড়ে নিন।

  • Md Ahshan Habibsays:

    March 15, 2024 at 12:21 PM

    আসসালামু আলাইকুম
    নিরাপত্তা প্রহরী/সৈনিক হিসেবে ডিউটিরত অবস্থায় থাকাকালীন সময়ে সালাত আদায় করা নাকি ডিউটি করা জরুরি মনে করব?
    বিশেষ করে আসর এবং মাগরিবের নামাজ এর ক্ষেত্রে ডিউটি করলে নামা মিস হওয়ার সম্ভাবনা থাকে।

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 25, 2024 at 3:35 AM

      ওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ
      নামাজ তো সময়মতো আদায় করতেই হবে। ডিউটির অজুহাতে নামাজ কাযা করা যাবে না। তবে জেনে রাখা ভালো, নামাজের জামাত ছুটে যাওয়া মানেই নামাজ ছুটে যাওয়া নয়। কোনো কারণবশত জামাতে যদি কেউ শরিক হতে না পারে, তবে সে যেমন নামাজের মূল সময়ের মধ্যে সে নামাজ আদায় করে নেবে, একইভাবে কোনো প্রয়োজনে কেউ চাইলে মসজিদের জামাআতের আগেও নামাজ আদায় করে নিতে পারে।

  • Md Ahshan Habibsays:

    March 15, 2024 at 12:26 PM

    কর্তব্যরত অবস্থায় থাকাকালীন সময়ে সালাত এর বিধান কি??

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 25, 2024 at 3:32 AM

      আপনার প্রশ্নটি আরেকটু স্পষ্ট করুন।

  • umme faiyazsays:

    March 15, 2024 at 1:56 PM

    আসসালামু আলাইকুম।
    আমি জানি ফজরের পর থেকে জোহরের আগ পর্যন্ত নফল নামাজ আওয়বিন এর নামাজ।
    মুরুব্বি রা বলে এশরাক,চাশত আর জাওয়াল এর নামাজ এই সময়ের মধ্যে পরে।
    এখন এই তিন ধরনের নামাজ এর সময় পর্যায়ক্রমে কয়টা থেকে কয়টা বলা যাবে কি??

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 25, 2024 at 3:31 AM

      ওয়াআলাইকুমুস সালাম ওয়ারাহমাতুল্লাহ
      সূর্যোদয়ের পর থেকে জোহরের আগপর্যন্ত সময়ের মধ্যে যে নফল পড়া হয় তাকে হাদীসে যেমন আওয়াবীনের নামাজ বলা হয়েছে, তেমনি ইশরাকের নামাজ ও সালাতুত দুহাও বলা হয়েছে। তাই এ নাম নিয়ে কোনো অসুবিধা নেই। ইশরাক ও দুহা (অর্থাৎ চাশত)-এর নামাজ কারও মতে একটাই, কারও মতে ভিন্ন ভিন্ন। কারও সুযোগ থাকলে আগে পরে দুটোই আদায় করতে পারে। কেউ চাইলে একটাও আদায় করতে পারে। তবে যাওয়ালের নামাজ বলে যে নামাজ পরিচিত, তা তো যোহরের সময় শুরু হওয়ার পরের নামাজ।

  • MASUDsays:

    March 15, 2024 at 2:21 PM

    এক হুজুর বলেন : – সুস্থতা হলো আল্লাহ তায়ালার অনেক বড় একটি ইবাদাত… যা আল্লাহ সবাইকে দেন না… যাকে দেন আল্লাহের কাছে তার শুকরিয়া আদায় করা উচিৎ…

    অন্য দিকে অন্য হুজুর বলেন : – আল্লাহ তায়ালা যাকে বেশী ভালো বাসেন… তাকে বেশী বেশী অসুস্থতা // রোগ বালাই দিতে থাকেন তাকে পরিক্ষা করার জন্য…

    এখন আমার প্রশ্ন হলো : – আমার কখনো রোগ বালাই // অসুস্থতা জনিত সমস্যা হয় না… তাহলে কি আল্লাহ আমাকে ভালো বাসেন না???…

    ২টা মতামত কি ঠিক???

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 28, 2024 at 12:00 AM

      উভয়জনের কথাই সঠিক। সুস্থতাও আল্লাহর নেয়ামত, অসুস্থতাও আল্লাহর নেয়ামত। তবে আমাদের উচিত, সুস্থতার নেয়ামত প্রার্থনা করা, রোগবালাই থেকে মুক্তি প্রার্থনা করা।

  • কাসমীsays:

    March 15, 2024 at 5:43 PM

    যদি তারাবিহ নামাজ সহিহ শুদ্ধ ভাবে আট রাকআত আাদায় করি তাহলে কি আমার গুনা হবে?
    আর সলাতুল তসবিহ এর নামাজ জুম্মার দিনে আছরের আযানের আাগে পড়লে,,নামাজ আদায় হবে তো।আর শুক্রবার দিনে সূরা কাহাফ এর ১ম ৩০ আয়াত পড়লে হবে না সম্পূর্ণ পড়াতে হবে??

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 25, 2024 at 3:26 AM

      তারাবীর নামাজ তো বিশ রাকাতই সুন্নতে মুয়াক্কাদা। আপনি যদি আট রাকাত পড়েন, তবে তো আরও বার রাকাত বাকি থেকে গেল।
      আছরের আযানের আগে পরে যেকোনো সময়ই সালাতুত তাসবীহ পড়া যাবে, তবে আসরের ফরয নামাজের পর পড়া যাবে না।
      পুরো সূরা কাহফ-ই পড়ুন।

  • মামুনsays:

    March 15, 2024 at 6:19 PM

    আমি আনন্দিত যে এত মূল্যবান একটি অ্যাপস আমার ফোনে আছে এবং তা আমি অনুসরণ করছি

  • Amran Hossainsays:

    March 16, 2024 at 4:05 AM

    হুজুরদের কোনো ফতুয়া বা মাসালা আমি জেনে নিয়ে সে অনুযায়ী আমল করতেছি কিন্তু পরে জানলাম সেটা ভুল এই বিষয়ে কার দোষটি সর্বোচ্চ হবে…?

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 25, 2024 at 3:17 AM

      প্রথম কথা হলো, আপনি যার কাছে মাসআলা জিজ্ঞেস করছেন, তিনি যোগ্য আলেম কিনা? আপনি যদি কোনো যোগ্য আলেমকে মাসআলা জিজ্ঞেস করেন, আর তিনি কোনোপ্রকার গাফলত ও উদাসীনতা না করে সতর্কতার সঙ্গে মাসআলা বলতে গিয়েও অনিচ্ছাকৃত ভুল করে থাকেন, তবে এ জন্যে কেউই গোনাহগার হবে না ইনশাআল্লাহ। আর যদি তিনি উদাসীন হয়ে ঠিকমতো যাচাই না করে না ভেবে একটা উত্তর দিয়ে দেন, তাহলে এর দায় তার, আপনার নয়। তিনি গোনাহগার হবেন, আপনি নন। আর যদি আপনি অযোগ্য কাউকে মাসআলা জিজ্ঞেস করেন, আর সে আপনাকে ভুল মাসআলা বলে দেয়, তবে এ ভুলের দায় আপনার ওপরও পড়বে। আপনি তা এড়াতে পারবেন না। কারণ আপনি অযোগ্য ব্যক্তিকে মাসআলা জিজ্ঞেস করেছেন। যোগ্য আলেম সন্ধান করা আপনার দায়িত্ব। তাই মাসআলা জিজ্ঞেস করার ক্ষেত্রে সর্বপ্রথম কর্তব্য হলো, যোগ্য আস্থাভাজন আলেমের কাছে মাসআলা জিজ্ঞেস করা, এরপর সে অনুযায়ী আমল করা।

  • A S M ABDUR RAHIM SIDDIQUEsays:

    March 16, 2024 at 4:57 AM

    রোজার মাসে শুধুমাত্র বেতেরের নামাজ জামাতে পড়া হয় এর কারণ কি? যদি কোন দলিল থাকে দয়া করে দিবেন। বেতের নামাজ যদি জামাতে না পড়ে তাহলে কি কোন সমস্যা আছে

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 16, 2024 at 5:48 PM

      রমযান মাসে বিতিরের নামায জামাতে পড়া মুসতাহাব। এভাবেই আমল চলে আসছে। পড়তে না পারলে গোনাহ হবে না।

  • মোঃ আশরাফুলsays:

    March 16, 2024 at 6:11 AM

    তারাবির নামাজ না পরলে কি গুনাহ হবে?

    • মাওলানা শিব্বীর আহমদsays:

      March 16, 2024 at 5:52 PM

      তারাবীর নামাজ সুন্নতে মুআক্কাদা। কোনো ওযর ছাড়া এ নামাজ ছাড়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ২,২০৩,২৩৭

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন