Post Updated at 21 Mar, 2024 – 9:16 AM
রোযার নিয়ত নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে। অনেকেই মনে করেন, রোযার নিয়ত মুখে করতে হয়। সমাজে যে আরবী নিয়ত প্রচলিত আছে তা বলতে হয়, নইলে কমপক্ষে মুখে এতটুকু বলতে হয় যে, আমি আগামীকাল রোজা রাখার নিয়ত করছি। অন্যথায় নাকি রোযা সহীহ হবে না।
তাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। রোযার জন্য মৌখিক নিয়ত জরুরি নয়; বরং অন্তরে রোযার সংকল্প করাই যথেষ্ট। এমনকি রোযার উদ্দেশ্যে সাহরী খেলেই রোযার নিয়ত হয়ে যায়। সুতরাং এ কথা ভাবার কোন সুযোগ নেই যে, মুখে রোযার নিয়ত না করলে রোযা হবে না। বড় কোনো আলেমকে সাধারনত দেখা যায় না রোজা বা নামাজের আরবি নিয়ত উচ্চারণ করে পাঠ করতে। বরং তাদের আলোচনায় শোনা যায় যে, তারা নিয়ত নামে পরিচিত আরবি বাক্যগুলো পড়েন না। মনে মনে নামাজ বা রোজার ইচ্ছা করেন। জেনারেল শিক্ষিতদের কাছেই নিয়ত বিষয়ে আরবি বাক্যগুলো বেশি প্রচলিত।
কোনো কোনো ক্ষেত্রে আরবি নিয়ত বলে প্রচলিত বাক্যগুলো পড়লে ভুলের আশংকা রয়েছে। যেহেতু আমরা আরবির অর্থ সাধারনত বুঝি না। তাই নিয়তের বাক্যের মাঝে এক শব্দের স্থলে আরেক শব্দ পড়া হলে অর্থ বিকৃতি ঘটতে পারে। যেমনঃ কেউ যদি ভুলে “নাওয়াইতুআন আসুমা” এর স্থলে ভুলে অভ্যাসগত ভাবে “নাওয়াইতুআন উসল্লি…” পড়েন তখন তার অর্থ হয়ে যাবে “আমি নামাজের নিয়ত করছি…”। অথচ তা হওয়ার কথা ছিল “আমি রোজার নিয়ত করছি”।
তাই কেউ যদি মুখে উচ্চারণ করে নিয়ত করতেই চায় তিনি বাংলায় নিয়ত করলেই তা যথেষ্ট হবে। আরবি বাক্য উচ্চারণ করে নিয়ত করার মাঝে বিশেষ কোনো ফজিলত নাই। নিয়ত সম্পর্কে প্রয়োজনীয় কিছু মাসআলা জানতে আমাদের ব্লগের এই পোস্টটি পড়তে পারেন।
Comments (8)
মোঃআরিফsays:
March 21, 2024 at 6:00 PMখুব ভালো এপস
Manjur Ahmedsays:
March 21, 2024 at 7:12 PMআমি কোরআন আরবীতে পড়তে জানিনা।
বাংলায় মানে বাংলায় লেখা কোরআনের বাংলা অর্থ পড়লে পড়া সহীহ হবে কিনা এবং কোরআন পড়ার সওয়াব পাব কিনা জানাবেন দয়া করে।
মাওলানা শিব্বীর আহমদsays:
March 25, 2024 at 3:03 AMবাংলা কিংবা অন্য কোনো ভাষাতেই কুরআনে কারীমের আরবী সহীহ উচ্চারণ সম্ভব নয়। আপনি যদি আরবী পড়তে না পারেন এবং এ জন্য শুধু কুরআনের বাংলা অর্থ পড়েন, তবে অবশ্যই সওয়াব পাবেন। বাংলা উচ্চারণ দেখে আরবী পড়বেন না। আর আপনি কুরআন শরীফ দেখে পড়া শেখার চেষ্টা করুন। কুরআন শরীফ সহীহভাবে তেলাওয়াত করলে যে নেকী পাওয়া যায়, তা তো শুধু অর্ধ পড়ে পাওয়া যাবে না।
নাসরীন নাহারsays:
March 22, 2024 at 11:55 PMআসসালামু আলাইকুম। এপস এর বিষয় বস্তু ছাড়া কোনো মাসআলা জানার জন্য প্রশ্ন করা যাবে?? সুযোগ থাকলে উপকৃত হবো।
Muslims Day Desksays:
March 24, 2024 at 10:37 AMআপাতত মাসআলা জানার সেকশন চালু হয় নি। আগামীতে চালু হলে তখন প্রশ্ন করা যাবে ইনশাআল্লাহ
Oliullahsays:
March 23, 2024 at 4:43 AMএ রকমের ইসলামি এপস আরো দরকার
মো সাগর আলীsays:
March 23, 2024 at 5:15 AMখুব সুন্দর এপপ❤️
জাহিদুল ইসলামsays:
March 24, 2024 at 5:53 AMআলহামদুলিল্লাহ ভালো অ্যাপস
জাযাকাল্লাহ খাইরন