Press ESC to close

ছেলের পিতাও কি বিয়ের আগে পাত্রী দেখবে?

Post Updated at 6 Aug, 2025 – 10:08 PM

অনেক পরিবারে দেখা যায়, পাত্রী দেখতে গেলে ছেলের পিতাও পাত্রী দেখেন। তারা ভাবেন, ছেলের পিতা তার হবু বৌমা না দেখলে কি হয়? এ কাজটি ঠিক নয়। বিবাহ না হওয়া পর্যন্ত এই মেয়েটি ছেলের পিতার জন্য দেখা জায়েয নেই। সুতরাং এ কাজটি বর্জন করা উচিত।

অনেক পরিবারে তো আরও খারাপ অবস্থা দেখা যায়। ছেলের বন্ধু-বান্ধব, বড় ভাই, দুলাভাই ইত্যাদি আত্মীয়-স্বজনকে নিয়ে যান মেয়ে দেখতে। এসকল হারাম থেকে আমাদের বেঁচে থাকা উচিত।

এছাড়াও ওলিমার অনুষ্ঠানে কনেকে স্টেজে বসিয়ে আগত নারী-পুরুষ সকল মেহমানকে দেখানো ইত্যাদি সব ধরনের বেপর্দা ও গর্হিত সকল হারাম কাজ থেকে বিরত থাকা জরুরি।

রেফারেন্সঃ

https://www.alkawsar.com/bn/article/780/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৩,৭৮৬,০২৫

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন