
Post Updated at 6 Aug, 2025 – 10:18 PM
আমাদের সমাজে প্রচলিত আছে যে, “নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদী লাগাতেন। তাই মেয়েদের পায়ে মেহেদী লাগানো জায়েজ নাই। এটা আদবের খেলাফ“। কিন্তু উক্ত ধারণাটি সঠিক নয়।
সঠিক কথা হচ্ছেঃ
মেয়েদের হাতে বা পায়ে মেহেদী ব্যবহারে কোনো অসুবিধা নাই। এটি জায়েজ আছে এবং এটি আদবের খেলাফও নয়। মেয়েদের জন্য মেহেদী ব্যবহার করা উত্তম, মুস্তাহাব আমল। আর পুুরুষের জন্যে চুলে-দাড়িতে মেহেদী লাগানো মুস্তাহাব। তবে পুরুষের জন্য চুল-দাড়ি ব্যতীত হাতে-পায়ে সাজ-সজ্জার জন্য মেহেদী ব্যবহার জায়েজ নয়। অনেক পুরুষ বিয়ের সময় হাতে মেহেদী দিয়ে থাকেন। এটাও করা যাবে না। পুরুষদের কোনো অসুস্থ্যতার জন্য ওষুধ হিসাবে হাতে-পায়ে বা অন্য কোথায় মেহেদী লাগালে সেটা জায়েজ আছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদী লাগাতেন কিনা এটা নিয়ে অবশ্য মতপার্থক্য রয়েছে। তবে তিনি মেহেদী ব্যবহার করাকে পছন্দ করতেন। হযরত আবু বকর (রা), হযরত ইবনে আব্বাস (রা) সহ অনেক সাহাবী দাড়িতে, চুলে মেহেদী লাগাতেন। তাই এটি যে মুস্তাহাব আমল, এতে কোন সন্দেহ নেই। [সহীহ মুসলিম, ২৩৪১ ও শারহুন নববী]
তাই পরিবারের নারী সদস্যরা হাতে ও পায়ে মেহেদী লাগালে এটিকে আমরা উৎসাহিত করব। পায়ে মেহেদী লাগাতে দেখলে এটাকে খারাপ বা আদবের খেলাফ মনে করব না।
আল্লাহ আমাদের মনগড়া সকল ভুল ধারণা থেকে মুক্ত রাখুন। আমীন।
তথ্যসূত্রঃ
১। https://www.alkawsar.com/bn/article/1074
২। https://www.alkawsar.com/bn/qa/answers/detail/949
Leave a Reply