Press ESC to close

নবীজির (সা) খেজুর খাওয়া বিষয়ক হাস্যরসের কিসসা

Post Updated at 7 Aug, 2025 – 1:22 PM

নবীজির (সাঃ) সাহাবিগণের সাথে খেজুর খাওয়া বিষয়ক একটি হাস্যরসের কিসসা অমাদের সমাজে অনেক প্রসিদ্ধ। সাধারণ বক্তাদের মুখে তো শোনা যায়ই; প্রসিদ্ধ জাতীয় দৈনিকের ইসলামী পাতায়ও কোনো নির্ভরযোগ্য রেফারেন্সের উল্লেখ ছাড়াই কিসসাটি উল্লেখ করা হয়। কিসসাটি এমনঃ

‘একদা নবীজি (সা.) কয়েকজন সাহাবিসহ খেজুর খাচ্ছিলেন। প্রত্যেকে খেজুরের বিচি যাঁর যাঁর সামনে রাখছিলেন। নবীজি (সা.) তাঁর খেজুরের বিচিগুলো হজরত আলী (রা.)-এর সামনে (তাঁর খেজুরের বিচির সঙ্গে) রাখতে লাগলেন। খেজুর খাওয়া শেষ হলে দেখা গেল, সবার সামনে প্রায় সমপরিমাণ খেজুরের বিচি; কিন্তু হজরত আলী (রা.)-এর সামনে দ্বিগুণ খেজুরের বিচি এবং নবীজি (সা.)-এর সামনে কোনো বিচিই নেই। এবার নবীজি (সা.) বললেন : আলী! তুমি তো দ্বিগুণ খেজুর খেয়েছ। হজরত আলী (রা.) তখন বললেন, আমি হয়তো খেজুর বেশি খেয়েছি; কিন্তু খেজুরের বিচি খাইনি; আপনি তো খেজুরের বিচিসহই খেয়ে ফেলেছেন। (নবী সা. জীবনী)।’

এখানে বলা হয়েছে, নবীজী খেজুর খেয়ে আলী রা.-এর সামনে বিচি রেখেছেন। কেউ আবার বলে, আলী রা. নবীজীর সামনে বিচি রেখেছেন। কেউ আবার ঘটনাটিকে আবু বকর রা.-এর সাথে যুক্ত করে। এভাবে বিভিন্নজন বিভিন্নভাবে বলে। কিন্তু এ কিসসাটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়; নির্ভরযোগ্য কোনো সূত্রে তা পাওয়া যায় না।

শিয়া সম্প্রদায় অসংখ্য জাল কথাকে হাদীস বলে প্রচার করেছে

অনেক খোঁজাখুঁজির পর শিয়া সম্প্রদায়ের এক কিতাবে কিসসাটি পাওয়া গিয়েছে। ১২তম শতাব্দীর শিয়া আলেম সায়্যেদ আব্দুল্লাহ আলজাযায়েরী (মৃত্যু : ১১৮০ হি.)-এর কিতাব ‘আততুহফাতুস সানিয়্যাহ ফী শারহিন নুখবাতিল মুহসিনিয়্যাহ্’য় (খ. ৪, পৃ. ৯৯) একটু ভিন্ন আন্দাজে কিসসাটি উল্লেখ করা হয়েছে। তাও সনদ ও হাওয়ালাবিহীন শুধু কিসসাটি উল্লেখ করে দেওয়া হয়েছে। সেখানে কিসসাটি উল্লেখ করা হয়েছে এভাবে-

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেজুর খাচ্ছিলেন। আলী রা.-ও তাঁর সাথে খাচ্ছিলেন। নবীজী খেজুর খেয়ে বিচি আলী রা.-এর সামনে রাখছিলেন। খাওয়া শেষ হলে নবীজী বললেন, আলী তুমি দেখি বড় খাদক! (অর্থাৎ এত খেজুর খেয়ে ফেলেছ!) তখন আলী রা. বললেন, খাদক আমি নই; খাদক হল, যে খেজুর বিচিসহ খেয়ে ফেলেছে!

এখানে না কোনো সনদ উল্লেখ করা হয়েছে আর না হাদীস-সীরাতের নির্ভরযোগ্য কোনো কিতাবের হাওয়ালা দেওয়া হয়েছে। সম্ভবত এখান থেকেই কিসসাটি প্রসিদ্ধ হয়েছে। পরবর্তীতে বিভিন্নজন বিভিন্নভাবে বলেছে।

যাইহোক, খেজুর খাওয়া ও বিচি নিয়ে হাস্যরসের কিসসা আরো পাওয়া যায়, কিন্তু আলোচ্য কিসসাটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাই আমরা এগুলো বর্ণনা করা ও এই কিসসাটিকে নবীজির (সা) সাথে সম্পৃক্ত করা থেকে বিরত থাকব।

লেখাটি নেয়া হয়েছে প্রখ্যাত হানাফী আলেমদের নির্ভরযোগ্য সাময়িকী “মাসিক আলকাউসার” থেকে।

আরো বিস্তারিত পড়তে ভিজিট করুন এই ঠিকানায়ঃ
https://www.alkawsar.com/bn/article/2902

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৩,৮১৮,৮৩৩

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন