
Post Updated at 27 May, 2024 – 7:57 AM
কুরবানির পশু কেনার পর তা দিয়ে কোনোপ্রকার উপকৃত হওয়া জায়েয নয়। যেমন, হালচাষ করা, পশম কাটা, আরোহন করা ইত্যাদি। যদি কেউ করে, তবে হালচাষ, পশম বা আরোহন-এর মূল্য সদকা করতে হবে।
দুধ দোহন না করলে যদি পশুর কষ্ট না হয় তবে দোহন করবে না। প্রয়োজনে ওলানে ঠাণ্ডা পানি ছিটিয়ে দেয়া যেতে পারে, যাতে দুধের চাপ কমে যায়। আর দুধ যদি দোহন করতে হয় তবে সে দুধ সদকা করে দিতে হবে। নিজেরা খেলে দুধের মূল্য সদকা করতে হবে। [বাদাইয়ুস সানায়ে‘, ৫/১১৬-১১৭]
Comments (2)
জুলফিকার হোসাইনsays:
August 19, 2025 at 6:26 AMআলহামদুলিল্লাহ্ মুসলিমদের অ্যাপস থেকে ইসলামের বিধি-বিধান অনেক কিছুই শিখতে পারি এজন্য জোড়ায় সুন্দর উদ্যোগ নিয়েছেন আল্লাহ তাদের হায়াতে রিজিকে বরকত দান করুন আমীন
হাসানুজ্জামান হাসানsays:
August 19, 2025 at 10:10 PMমাশাল্লাহ খুব ভালো লাগে