13 views
Post Updated at 24 Feb, 2023 – 4:33 PM
কিছু বিষয় এমন, অনেকে মনে করেন, এগুলোর কারণে ওজু ভেঙে যাবে। আসলে এতে ওজু ভাঙবে না। এমন কিছু কারণঃ
১. ওজু করার পর সন্তানকে বুকের দুধ খাওয়ালে কিংবা দুধ নিংড়িয়ে বের করলে।
২. লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।
৩. ওজু করার পর হাত-পায়ের নখ কাটলে।
৪. বিড়ি-সিগারেট ইত্যাদি খেলে।
৫. সতরের পুরোটা কিংবা আংশিক খুলে গেলে।
৬. কোনো কারণে অন্য কারও লজ্জাস্থান স্পর্শ করলে বা দেখলে।
৭. ওজু করার পর নখ-চুল কাটলে।
৮. হাত-পা বা শরীরের অন্য কোনো জায়গার চামড়া কাটলে, উঠিয়ে ফেললে কিংবা উপড়িয়ে ফেললে (যদি এতে রক্ত বের না হয়)।
৯. নাক বা চোখ দিয়ে পানি পড়লে।