Post Updated at 9 Nov, 2023 – 2:32 PM
ওজুতে টাখনুসহ দুই পা ধোয়া ফরজ। তবে যদি কারও পায়ে চামড়ার মোজা পরিহিত থাকে তাহলে শর্তসাপেক্ষে মোজা না খুলে মোজার ওপর মাসেহ করারও সুযোগ আছে।
মোজা কখন পরবে? মাসেহ কতক্ষণ করতে পারবে?
প্রথমে পূর্ণ ওজু করার পর মোজা পরতে হবে। যদি কেউ প্রথমে পা ধুয়ে মোজা পরে নেয়, এরপর ওজু ভেঙ্গে যায় এমন কোনো কারণ ঘটার পূর্বেই বাকি ওজু পূর্ণ করে তাহলেও চলবে। এভাবে একবার মোজা পরার পর যখন ওজু ভেঙ্গে যাবে তখন থেকে পূর্ণ এক দিন (অর্থাৎ ২৪ ঘণ্টা) মোজার ওপর মাসেহ করতে পারবে। তবে কেউ যদি মুসাফির হয় তাহলে সে পূর্ণ তিন দিন এ সুযোগ পাবে।
কোন মোজার ওপর মাসেহ করা যায়?
মাসেহ করার জন্য মোজার মধ্যে নিম্নলিখিত শর্তগুলো থাকতে হবে :
এক. মোজা এতটুকু বড় হতে হবে, যা দিয়ে টাখনু ঢাকা যায়।
দুই. মোজা এমন মোটা ও পুরু হতে হবে যে, জুতা ছাড়া শুধু মোজা পায়ে দিয়ে তিন মাইল পর্যন্ত হাঁটা যায়। এতে মোজা ফেটে যায় না এবং নষ্টও হয় না।
তিন. পায়ের সাথে কোনো জিনিস দ্বারা বাঁধা ছাড়াই তা লেগে থাকে এবং তা পরিধান করে হাঁটা যায়।
চার. মোজা এমন মোটা হতে হবে যে, তা পানি চোষে না এবং তা ভেদ করে পানি পা পর্যন্ত পৌঁছায় না।
পাঁচ. তা পরিধান করার পর মোজার উপর থেকে ভিতরের অংশ দেখা যায় না।
এই শর্তগুলো সাধারণত চামড়ার মোজাতেই পাওয়া যায়। সচরাচর ব্যবহৃত সুতা বা পশমের মোজায় যেহেতু এসব শর্ত পাওয়া যায় না, তাই সুতি বা পশমি মজার উপর উপর মাসেহ জায়েয হবে না।
মাসেহ করার পদ্ধতি
হাতের আঙ্গুলগুলো ভিজিয়ে পায়ের আঙ্গুলের মাথার দিক থেকে বিছিয়ে দিতে হবে, যেন মোজার উপর হাতের আঙ্গুলগুলোর ছাপ পড়ে। এরপর পেছনের দিকে পায়ের টাখনু পর্যন্ত টেনে আনবে। এসময় হাতের তালু আঙ্গুলগুলোর মতো পায়ের পাতার উপর বিছিয়ে রাখা যেতে পারে, আবার আঙ্গুলগুলো বিছিয়ে রেখে হাতের তালু উঠিয়ে রাখা যেতে পারে। হাতের আঙ্গুলগুলোর মাঝে সামান্য ফাঁক থাকবে। পায়ের পাতার উপরের দিক মাসেহ না করে কেউ যদি নিচে মাসেহ করে তাহলে মাসেহ শুদ্ধ হবে না।
যে কারণে মোজার উপর মাসেহ বাতিল হয়ে যায়
- যেসব কারণে ওজু ভেঙ্গে যায়, সেসব কারণেও মাসেহও ভেঙ্গে যায়।
- মাসেহের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে, অর্থাৎ ওজু করে মোজা পরার পর যখন তার ওজু ভেঙ্গে যাবে, তখন থেকে এক দিন এক রাত আর মুসাফিরের জন্যে তিন দিন তিন রাত অতিবাহিত হলে মাসেহ ভেঙ্গে যায়।
- কোনো একটি মোজা অথবা উভয় মোজা খুলে ফেললে মাসেহ বাতিল হয়ে যায়।
- মোজার উপর মাসেহ করার পর যদি মোজার ভেতর পানি ঢুকে সম্পূর্ণ পা অথবা অর্ধেকের বেশি অংশ ভিজে যায়, তাহলেও মাসেহ বাতিল হয়ে যাবে।
উপরোক্ত কোনো কারণে যদি মাসেহ বাতিল হয়ে যায়, তাহলে উভয় মোজা খুলে উভয় পা ধুয়ে নিতে হবে। তখন যদি ওজু থাকে, তাহলে শুধু পা ধোয়ার মাধ্যমেই ওজু আবার পূর্ণ হয়ে যাবে।
মোজার উপর মাসেহ করার কয়েকটি মাসআলা
মাসআলা : সাধারণ কাপড়ের বা সুতার মোজার উপর মাসেহ করা জায়েজ নয়।
মাসআলা : হাতমোজা কিংবা বোরকার উপর মাসেহ করাও জায়েজ নয়।
মাসআলা : শুধু ওজুর সময়ই পা ধোয়ার পরিবর্তে শর্তসাপেক্ষে মাসেহ করা যায়। যদি কারও গোসল ফরজ হয় তাহলে পা ধোয়া আবশ্যক। তখন মাসেহ করলে হবে না।