Press ESC to close

ভুলে পানাহার করলে সিয়াম ছেড়ে দেয়া যাবে না

Post Updated at 20 Mar, 2023 – 3:02 PM

অনেকেই আছেন যারা সিয়ামরত অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে সিয়াম ছেড়ে দেন। অথবা মনে পড়ার পরও খাওয়া চালিয়ে যান। এটা ঠিক নয়।

সিয়ামরত অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে সিয়ামের কোনো ক্ষতি হয় না। খাওয়া অবস্থায় সিয়ামের কথা মনে পড়লে সাথে সাথে খাওয়া বাদ দিতে হবে। মুখের খাবারও ফেলে দিতে হবে। এবং সিয়ামকে চালিয়ে নিয়ে যেতে হবে।

তাহলে ইনশাআল্লাহ সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। কোনো ক্ষতিই হবে না। কিন্তু মনে পড়ার পরেও যদি খাওয়া চালিয়ে যায় তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এবং পরবর্তীতে রোজাটি কাযাও করতে হবে।

মাওলানা শিব্বীর আহমদ

উসতাযুল হাদীস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদপুর। মাসিক আলকাউসারসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তাঁর লিখিত বইও পাঠক মহলে নন্দিত হয়েছে। তিনি মুসলিমস ডে অ্যাপের শরয়ী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Comments (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ১,৯৬৬,৮৯১

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন