708 views
Post Updated at 20 Mar, 2023 – 3:02 PM
অনেকেই আছেন যারা সিয়ামরত অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে সিয়াম ছেড়ে দেন। অথবা মনে পড়ার পরও খাওয়া চালিয়ে যান। এটা ঠিক নয়।
সিয়ামরত অবস্থায় ভুলে কিছু খেয়ে ফেললে সিয়ামের কোনো ক্ষতি হয় না। খাওয়া অবস্থায় সিয়ামের কথা মনে পড়লে সাথে সাথে খাওয়া বাদ দিতে হবে। মুখের খাবারও ফেলে দিতে হবে। এবং সিয়ামকে চালিয়ে নিয়ে যেতে হবে।
তাহলে ইনশাআল্লাহ সিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। কোনো ক্ষতিই হবে না। কিন্তু মনে পড়ার পরেও যদি খাওয়া চালিয়ে যায় তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এবং পরবর্তীতে রোজাটি কাযাও করতে হবে।