226 views
Post Updated at 20 Nov, 2023 – 5:45 PM
নামাজের ওয়াজিবসমূহ
- ফরজ নামাজের প্রথম দুই রাকাতে এবং অন্যান্য নামাজের প্রতি রাকাতে সুরা ফাতেহা পড়া।
- উপরোক্ত রাকাতগুলোতে সুরা ফাতেহার পর অন্য কোনো সুরা কিংবা কমপক্ষে ছোট তিন আয়াত অথবা বড় এক আয়াত পড়া। বড় একটি আয়াতের অংশ যদি ছোট তিন আয়াত সমান হয় তাহলে ততটুকু দিয়েও নামাজ হয়ে যাবে।
- রুকুর পর সোজা হয়ে দাঁড়ানো।
- দুই সেজদার মাঝে সোজা হয়ে বসা।
- তাদিলে আরকান অর্থাৎ ধীরস্থিরতার সঙ্গে রুকু-সেজদা আদায় করা।
- প্রথম বৈঠক অর্থাৎ তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে দুই রাকাতের পর বসা।
- প্রথম ও শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়া।
- বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া।
- আস্তের জায়গার আস্তে পড়া, জোরের জায়গার জোরে পড়া। ফজর মাগরিব ও ইশার নামাজের প্রথম দুই রাকাতে ইমাম জোরে কেরাত পড়বেন। একাকী নামাজ আদায়কারী জোরেও পড়তে পারেন, আস্তেও পড়তে পারেন। আর জোহর ও আসর নামাজে ইমাম ও একাকী নামাজ আদায়কারী সকলেই আস্তে আস্তে কেরাত পড়বেন। মাগরিবের শেষ রাকাত এবং ইশার শেষ দুই রাকাতেও সকলকেই কেরাত আস্তে পড়তে হবে।
- জুমার নামাজ, ঈদের নামাজ এবং রমজান মাসে বিতির ও তারাবির জামাতে জোরে কেরাত পড়তে হবে।
- নামাজের শেষে ডানে-বামে সালাম ফেরানো।
- ঈদের নামাজের অতিরিক্ত ছয় তাকবির বলা।
- নামাজের আমলগুলোর ধারাবাহিকতা রক্ষা করা।