Post Updated at 27 May, 2024 – 7:57 AM
কুরবানির পশু কেনার পর তা দিয়ে কোনোপ্রকার উপকৃত হওয়া জায়েয নয়। যেমন, হালচাষ করা, পশম কাটা, আরোহন করা ইত্যাদি। যদি কেউ করে, তবে হালচাষ, পশম বা আরোহন-এর মূল্য সদকা করতে হবে।
দুধ দোহন না করলে যদি পশুর কষ্ট না হয় তবে দোহন করবে না। প্রয়োজনে ওলানে ঠাণ্ডা পানি ছিটিয়ে দেয়া যেতে পারে, যাতে দুধের চাপ কমে যায়। আর দুধ যদি দোহন করতে হয় তবে সে দুধ সদকা করে দিতে হবে। নিজেরা খেলে দুধের মূল্য সদকা করতে হবে। [বাদাইয়ুস সানায়ে‘, ৫/১১৬-১১৭]
Leave a Reply