Post Updated at 21 Mar, 2023 – 9:11 PM
মুসলিমস ডে অ্যাপে বাংলাদেশের জন্য প্রযোজ্য ইসলামিক ফাউন্ডেশনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী হিজরি বা আরবি তারিখ দেখানো হয়। অন্যান্য দেশের জন্য আমাদের হিজরি তারিখ প্রযোজ্য নয়।
আরবি তারিখের ব্যাপারে একটা দুঃখজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। Muslims Day App এর অনেক ইউজাররাই অভিযোগ জানান যে, আমাদের অ্যাপের তারিখ ভুল দেখানো হয়েছে। তারা বলেন, তাদের বাসায় থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কাগজে ছাপানো ক্যালেন্ডারে যেই তারিখ দেখানো হয়েছে। সেটার সাথে আমাদের অ্যাপের হিজরি তারিখের মিল নাই।
একজন মুসলিমের জন্য এটা দুর্ভাগ্যের বিষয় যে সে জানবে না, হিজরি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই ৬ মাস আগে ছাপানো ক্যালেন্ডারের সাথে অ্যাপের আপডেট তারিখ মেলানো হচ্ছে! কাগজে ছাপানো ক্যালেন্ডারেও লেখা থাকে, হিজরি তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল।
আমরা আমাদের অ্যাপের ডেটাবেজ প্রতি মাসে চাঁদ দেখা যাওয়ার পর আপডেট করে থাকি। তাই হিজরি তারিখ নিয়ে কোনো সন্দেহ তৈরি হলে ফোনের ইন্টারনেট চালু করে অ্যাপের হোমপেজটি পুল করে রিফ্রেশ করে নিন (যেভাবে ফেসবুক, ইউটিউব রিফ্রেশ করে থাকেন)। আশা করি এতে সঠিক তারিখই অ্যাপে প্রদর্শিত হবে।
হিজরি তারিখ যাচাই করার ক্ষেত্রে সচেতন ইউজারদের প্রতি আহ্বান
কাগজের ক্যালেন্ডার বা অন্যান্য অ্যাপের সাথে আমাদের অ্যাপের হিজরি তারিখ মিলিয়ে যাচাই না করে; বরং ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে চাঁদ দেখার নোটিশের সাথে যাচাই করুন। প্রতি মাসে চাঁদ দেখা যাওয়ার ঘোষণাটি ইসলামিক ফাউন্ডেশন তাদের নোটিশবোর্ডে প্রকাশ করে থাকে। এছাড়াও জাতীয় পত্রিকা দৈনিক ইনকিলাবের ওয়েবসাইটের সাথেও মিলিয়ে দেখতে পারেন। আমাদের জানা মতে তাদের তারিখও প্রতি মাসে বাংলাদেশের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আপডেট করা হয়। বিভিন্ন জাতীয় দৈনিক ছাপা পত্রিকায়ও হিজরী তারিখ মিলিয়ে দেখতে পারেন।
অনেক ভাইয়েরা বলেন, গুগলে সার্চ করলে যে তারিখ দেখানো হয় তার সাথে অ্যাপের তারিখ মিলে না। সেই ভাইদেরকে বিনয়ের সাথে বলতে চাই, গুগল কোনো প্রামাণ্য দলিল নয়। গুগল একটা সার্চ ইঞ্জিন। এটা কিভাবে কাজ করে, কিভাবে ডেটা আপনার সামনে নিয়ে আসে এ বিষয়ে একটু পড়াশোনা করতে পারেন। গুগল নিজে কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের তথ্য চেক করে সার্চ রেজাল্ট হিসাবে দেখায় না। বিভিন্ন ওয়েবসাইটে থাকা তথ্যগুলো গুগল আমাদের সামনে উপস্থাপন করে। সেই ওয়েবসাইটে যদি ভুল তারিখ থেকে থাকে তাহলে তার উপর ভিত্তি করেই গুগল তারিখ দেখায়। আর বেশির ভাগ ওয়েবসাইট বা অ্যাপই চাঁদ দেখে তাদের তারিখ আপডেট করে না। বরং আনুমানিক হিসাব বা আরব বিশ্বের চাঁদের হিসাব অনুযায়ী তারিখ দেখায়। তাই চোখ বন্ধ করে গুগল বা অন্যান্য সাইট বা অ্যাপের তারিখকে সঠিক বলার কিংবা শুদ্ধতার মানদণ্ড বানানোর সুযোগ নাই।
এজন্য নিচে থাকা দুটি ওয়েবসাইটের সাথে যাচাই করতে পারেন। কোনো ভুল পেলে আমাদের ফেসবুক পেজ বা গ্রুপের মাধ্যমে আমাদের অবহিত করতে পারেন। ভুল হলে ইনশাআল্লাহ আমরা তা সংশোধন করে দিব।