
Post Updated at 28 May, 2024 – 8:38 PM
কুরবানি ওয়াজিব নাকি সুন্নত?
কুরবানি ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। নেসাব পরিমাণ সম্পদ যার আছে তাকে কুরবানি আদায় করতে হবে। অন্যথায় গোনাহগার হতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না, তার বিষয়ে হাদীস শরীফে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
من كان له مال فلم يضح فلا يقربن مصلانا
যার (কুরবানি করার মতো) সম্পদ আছে, তবুও সে কুরবানি করেনি, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে! [মুসতাদরাকে হাকিম, হাদীস ৭৫৬৫]
হযরত জুনদুব ইবনে সুফয়ান রা. বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরবানি করছিলাম। কিছু লোক সেদিন ঈদের নামাজের আগেই তাদের কুরবানির পশু জবাই করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে দেখলেন—তারা নামাজের আগেই কুরবানি করেছে। তখন তিনি বললেন :
مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى ، وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللهِ
যে নামাজের আগে জবাই করেছে, সে যেন এর পরিবর্তে আরেকটি পশু এখন জবাই করে। আর যে নামাজের আগে জবাই করেনি, সে আল্লাহর নামে এখন জবাই করুক। [সহীহ বুখারী, হাদীস ৫৫০০]
কুরবানি ওয়াজিব, ঐচ্ছিক সুন্নত নয়
এসব হাদীস সামনে রেখেই হানাফী মাযহাবে কুরবানিকে ওয়াজিব বলা হয়েছে। যারা কুরবানিকে সুন্নত বলেছেন, তাদের দৃষ্টিতেও তা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নত—সুন্নতে মুয়াক্কাদা, যা ছেড়ে দিলে গোনাহ হবে। সুতরাং কুরবানির বিধানকে হালকাভাবে উপস্থাপন করে তা থেকে বিরত থাকার সুযোগ নেই। [ই‘লাউস সুনান, ১৭/২১২; ফাতাওয়া খানিয়া, ৩/৩৪৪; বাদাইয়ুস সানায়ে‘, ৫/৯৩-৯৪; ফাতাওয়া আলমগীরী, ৫/২৯২]
Comments (9)
মোহাম্মদ আখতারুজ্জামানsays:
May 20, 2025 at 7:33 PMমাশাল্লাহ খুব ভালো অ্যাপ
Aleya ferdoussays:
May 22, 2025 at 2:20 AMমাশাআল্লাহ খুব খুবই ভালো এ্যাপ
আমার একটি পছন্দ এ্যাপ
Sharmin Aktersays:
May 23, 2025 at 2:59 AMমাশা-আল্লাহ, চমৎকার একটি এ্যাপ।❤️❤️
Rehana Akhtersays:
May 25, 2025 at 3:47 PMAlhamdulillah khub i valo akta App
Muhammadsays:
May 25, 2025 at 4:49 PMMasha Allah
Muhammadsays:
May 25, 2025 at 4:55 PMJajakallah,khub sundor alochona
Abdur Rahimsays:
May 26, 2025 at 8:12 AMমাশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে কুরবানী দেওয়ার তৌফিক দান করুন আমীন
Jobayer ahmadsays:
May 28, 2025 at 9:35 PMমাশাআল্লাহ বর্তমান সময় খুব দরকারি একটা এপস
Md Forhadsays:
June 1, 2025 at 10:11 PMআসসালামু আলাইকুম 🥰আমার বাংলাদেশে এরকম আরো অ্যাপস দেখতে চাই আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা অভিনন্দন 🥰