Press ESC to close

কুরবানির বিধান (কুরবানি ওয়াজিব নাকি সুন্নত?)

Post Updated at 28 May, 2024 – 8:38 PM

কুরবানি ওয়াজিব নাকি সুন্নত?

কুরবানি ইসলামি শরিয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। নেসাব পরিমাণ সম্পদ যার আছে তাকে কুরবানি আদায় করতে হবে। অন্যথায় গোনাহগার হতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না, তার বিষয়ে হাদীস শরীফে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

من كان له مال فلم يضح فلا يقربن مصلانا

যার (কুরবানি করার মতো) সম্পদ আছে, তবুও সে কুরবানি করেনি, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে! [মুসতাদরাকে হাকিম, হাদীস ৭৫৬৫]

হযরত জুনদুব ইবনে সুফয়ান রা. বর্ণনা করেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কুরবানি করছিলাম। কিছু লোক সেদিন ঈদের নামাজের আগেই তাদের কুরবানির পশু জবাই করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে দেখলেন—তারা নামাজের আগেই কুরবানি করেছে। তখন তিনি বললেন :

مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيَذْبَحْ مَكَانَهَا أُخْرَى ، وَمَنْ كَانَ لَمْ يَذْبَحْ حَتَّى صَلَّيْنَا فَلْيَذْبَحْ عَلَى اسْمِ اللهِ

যে নামাজের আগে জবাই করেছে, সে যেন এর পরিবর্তে আরেকটি পশু এখন জবাই করে। আর যে নামাজের আগে জবাই করেনি, সে আল্লাহর নামে এখন জবাই করুক। [সহীহ বুখারী, হাদীস ৫৫০০]

কুরবানি ওয়াজিব, ঐচ্ছিক সুন্নত নয়

এসব হাদীস সামনে রেখেই হানাফী মাযহাবে কুরবানিকে ওয়াজিব বলা হয়েছে। যারা কুরবানিকে সুন্নত বলেছেন, তাদের দৃষ্টিতেও তা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নত—সুন্নতে মুয়াক্কাদা, যা ছেড়ে দিলে গোনাহ হবে। সুতরাং কুরবানির বিধানকে হালকাভাবে উপস্থাপন করে তা থেকে বিরত থাকার সুযোগ নেই। [ই‘লাউস সুনান, ১৭/২১২; ফাতাওয়া খানিয়া, ৩/৩৪৪; বাদাইয়ুস সানায়ে‘, ৫/৯৩-৯৪; ফাতাওয়া আলমগীরী, ৫/২৯২]

মাওলানা শিব্বীর আহমদ

উসতাযুল হাদীস, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদপুর। মাসিক আলকাউসারসহ বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তাঁর লিখিত বইও পাঠক মহলে নন্দিত হয়েছে। তিনি মুসলিমস ডে অ্যাপের শরয়ী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Comments (9)

  • মোহাম্মদ আখতারুজ্জামানsays:

    May 20, 2025 at 7:33 PM

    মাশাল্লাহ খুব ভালো অ্যাপ

  • Aleya ferdoussays:

    May 22, 2025 at 2:20 AM

    মাশাআল্লাহ খুব খুবই ভালো এ্যাপ
    আমার একটি পছন্দ এ্যাপ

  • Abdur Rahimsays:

    May 26, 2025 at 8:12 AM

    মাশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে কুরবানী দেওয়ার তৌফিক দান করুন আমীন

  • Jobayer ahmadsays:

    May 28, 2025 at 9:35 PM

    মাশাআল্লাহ বর্তমান সময় খুব দরকারি একটা এপস

  • Md Forhadsays:

    June 1, 2025 at 10:11 PM

    আসসালামু আলাইকুম 🥰আমার বাংলাদেশে এরকম আরো অ্যাপস দেখতে চাই আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা অভিনন্দন 🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাইট হিট কাউন্টার

সর্বমোট পোস্ট ভিউ: ৩,৫৭০,২৬৪

পোস্ট কপি করার অপশন বন্ধ রাখা হয়েছে। অনুগ্রহ করে পোস্টের লিংক কপি করুন