
Post Updated at 30 Jan, 2025 – 12:00 PM
চেয়ারে বসে নামায আদায় সংক্রান্ত কয়েকটি মূলনীতি :
১. সিজদা নামাযের একটি রুকন। সুতরাং যে ব্যক্তি জমিনে সিজদা করতে পারে, সে চেয়ারে বসে ইশারায় সিজদা করে নামায পড়লে নামায হবে না।
২. কিয়াম তথা দাঁড়িয়ে নামায পড়াও ফরয। সুতরাং যে দাঁড়াতে পারে, কিন্তু সিজদা করতে পারে না, সে দাঁড়িয়ে নামায পড়বে। এরপর সিজদার জন্যে জমিনে বসে ইশারায় সিজদা আদায় করবে। এমন ব্যক্তিও চেয়ারে নামায পড়বে না।
৩. যে দাঁড়াতে পারে, জমিনে বসে স্বাভাবিক সিজদাও করতে পারে, কিন্তু বারবার দাঁড়ানো থেকে বসা কিংবা বসা থেকে দাঁড়ানো অত্যন্ত কষ্টকর বা অসম্ভব, তাহলে সে বসেই নামায পড়বে এবং স্বাভাবিক নিয়মে সিজদা আদায় করবে।
৪. যে দাঁড়াতে পারে, কিন্তু জমিনে বসতে পারে না, সে দাঁড়ানোর সময় দাঁড়াবে। এরপর স্বাভাবিক রুকু করতে পারলে স্বাভাবিকভাবেই রুকু করবে। তারপর সিজদার জন্যে চেয়ারে বসে ইশারায় সিজদা আদায় করবে। স্বাভাবিকভাবে রুকু করতে না পারলে রুকুও চেয়ারে বসে করবে। যে ব্যক্তি দাঁড়াতে পারে, সে দাঁড়ানোর সময় না দাঁড়িয়ে পুরো নামায চেয়ারে বসে পড়বে না।
আর যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসাটাও অসম্ভব বা অধিক কষ্টকর হয় তাহলে শুরু থেকেই চেয়ারে বসে নামায আদায় করতে পারবেন।
৫. যে দাঁড়াতে পারে না, জমিনে সিজদাও করতে পারে না, কিন্তু জমিনে বসতে পারে, সে পুরো নামাযই জমিনে বসে ইশারায় রুকু-সিজদা করে আদায় করবে। সেও চেয়ারে নামায পড়বে না।
৬. কেউ যদি দাঁড়াতে না পারে এবং অসুস্থতার কারণে মাটিতে কোনোভাবেই বসতে না পারে, বরং চেয়ার জাতীয় কিছুতেই কেবল বসতে পারে, তাহলে সে শুরু থেকে চেয়ারে বসে নামায পড়তে পারবে এবং চেয়ারে বসে ইশারায় রুকু-সিজদা আদায় করবে।
[এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্যে মাসিক আলকাউসারের এপ্রিল-মে ২০২০ সংখ্যায় প্রকাশিত ‘নামাযে চেয়ার ব্যবহারের শরয়ী হুকুম’ লেখাটি পড়ুন।]
লক্ষ করুন :
- একজন সুস্থ ব্যক্তিকেও নামাযের কিছু বিধান বসে বসে আদায় করতে হয়। তাই যারা অক্ষম তারা পুরো নামাযও যদি বসে বসে পড়েন তাহলে তা নামাযের মূল পদ্ধতির সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ হয়। পক্ষান্তরে চেয়ারে নামাযের বিষয়টি এমন নয়। কারণ চেয়ারে বসে সাধারণত নামাযের কোনো বিধান পালন করা হয় না।
- অসুস্থ ব্যক্তি যখন বসে নামায পড়বে তখন মাটিতে বসে পড়বে- এটাই মুসলিম উম্মাহর দেড় হাজার বছরের অনুসৃত রীতি। বিপরীতে চেয়ারে নামায পড়া একটি নতুন রীতি।
- অনর্থক চেয়ার ব্যবহারের ফলে নামাযের কাতারে যথেষ্ট ব্যাঘাত ঘটে। অথচ কাতার সোজা করার জন্যে হাদীসে অনেক তাগিদ এসেছে।
- অপ্রয়োজনে মসজিদে চেয়ার নিয়ে আসাটা ভিন্ন সম্প্রদায়ের উপাসনালয়ের সাথে সদৃশ হয়ে যায়। অথচ দীনি বিষয়ে অন্যদের সাথে সাদৃশ্য রাখতে আমাদেরকে নিষেধ করা হয়েছে।
- নামায হচ্ছে বিনয়ের নাম। আর কোন প্রয়োজন ছাড়া চেয়ারে বসে নামায আদায় করার তুলনায় মাটিতে বসে নামায করলে এ বিনয় পূর্ণমাত্রায় পাওয়া যায়।
- নামাযে মাটির কাছাকাছি থাকাটা কাম্য। অথচ চেয়ারে বসে নামায পড়লে তা সম্ভব নয়।
কেমন চেয়ার ব্যবহার করবে : চেয়ারে বসে নামায পড়তে হলে স্বাভাবিক চেয়ারই ব্যবহার করুন। অনেকে সামনের দিকে টেবিলের মতো উঁচু একটি কাঠযুক্ত চেয়ারে বসে নামায পড়েন এবং সেই কাঠের উপর সিজদা আদায় করেন। এটি অনর্থক। এমনটি করলে যদিও নামায জায়েজ হয়ে যাবে, তবে তা না করাই উত্তম। চেয়ারে বসে নামায পড়লে খোলা চেয়ারই ব্যবহার করুন এবং মাথা ঝুঁকিয়ে সিজদা আদায় করুন।
প্রয়োজন ছাড়া কেবল আরামের জন্যে চেয়ারে হেলান দিয়ে নামায পড়া নামাযের আদব-পরিপন্থী। এ বিষয়েও সতর্ক থাকতে হবে।
চেয়ার দিয়ে কাতার সোজা করবে কীভাবে : যারা পুরো নামায চেয়ারে বসেই আদায় করেন, তারা চেয়ারের পেছনের পা কাতার বরাবর রাখবেন। আর যারা দাঁড়াতে সক্ষম, তারা তো দাঁড়ানোর সময় দাঁড়িয়েই থাকবেন। তারা যদি কাতার বরাবর দাঁড়ান আর এতে পেছনের কারও অসুবিধা না হয় তাহলে এভাবেই দাঁড়াবেন। আর কাতার বরাবর দাঁড়ালে যদি পেছনের কাতারে অসুবিধা হয় তাহলে তারাও চেয়ারের পেছনের পা কাতার বরাবর রেখে তারা কাতারের সামনে দাঁড়াবেন।
Comments (3)
অসুস্থ ব্যক্তি কীভাবে নামায আদায় করবে - Muslims Daysays:
January 30, 2025 at 11:27 AM[…] চেয়ারে নামাযের বিধান সম্পর্কে জানতে আমাদের ব্লগে প্রকাশিত এ লেখাটি পড়ুন- চেয়ারে বসে নামায আদায়ের বিধান […]
অনিচ্ছুকsays:
March 19, 2025 at 12:52 AMযার পায়ে সমস্যা থাকার কারনে সে দাড়ানো থেকে বসতে পারে না বরং দাড়িয়ে রুকু করতে পারে এরপর চেয়ারে বসে সিজদা দেয়, এখন সে কি এভাবেই নামাজ পড়বে নাকি শুরু থেকেই মাটিতে বসে নামাজ পরবে?
মাওলানা শিব্বীর আহমদsays:
March 20, 2025 at 7:35 AMমাটিতে বসে নামাজ পড়লে যদি স্বাভাবিক সিজদা করতে পারে, তাহলে শুরু থেকেই মাটিতে বসে পড়বে। আর যদি না পারে, তাহলে দুটোই ঠিক আছে, শুরু থেকেই মাটিতে বসতে পারে, আবার সেজদার সময় চেয়ারেও বসতে পারে। তবে মাটিতে বসে পড়াই উত্তম।