যারা রমযান কুইজে অংশ নিয়েছিলেন তারা কুইজ সাইটে লগিন করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন।
সার্টিফিকেট ডাউনলোডের স্টেপ
- কুইজ সাইটে ভিজিট করুন (এখান থেকে)
- আপনি যেই ইমেইল পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে কুইজে অংশ নিয়েছিলেন সেই ইমেইল-পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
- ছবিতে দেখানো মেনু থেকে My Result অপশনে যান।
- সার্টিফিকেট ডাউনলোড করুন
- (সার্টিফিকেট না থাকলে ইমেইলে আমাদেরকে জানান। ইমেইল ঠিকানা পোস্টের শেষে)


বি: দ্র: কারোর কারোর প্রোফাইলে সার্টিফিকেট মিসিং থাকতে পারে। অথবা কেউ যদি ডাউনলোড করতে অসুবিধায় পড়েন। সেক্ষেত্রে নিচের দুটি তথ্য সহ আমাদেরকে ইমেইল করুন। আমরা সার্টিফিকেট জেনারেট করে আপনার মেইলে পাঠিয়ে দিব।
তথ্য ১: আপনার নাম
তথ্য ২: যে ইমেইল দিয়ে কুইজে অংশ নিয়েছিলেন
আমাদের ইমেইল ঠিকানা: [email protected]