Post Updated at 9 Nov, 2023 – 2:49 PM

 যে পানি দিয়ে ওজু করা যায়

ওজু করার জন্যে অবশ্যই পবিত্র পানি ব্যবহার করতে হবে। বৃষ্টির পানি, টিউবওয়েলের পানি, সাগর-নদী কিংবা বড় পুকুর-ডোবা ইত্যাদির পানি―এসব পানি সাধারণত পবিত্র। নাপাক কোনো কিছু যদি এগুলোর সঙ্গে মিশ্রিত না থাকে তাহলে এগুলো দিয়ে ওজু করা যাবে।

যে পানি দিয়ে ওজু হয় না

কোনো গাছ পাতা বা ফলের রস, তা যদি পানির মতোও দেখা যায়, তবুও তা দিয়ে ওজু হবে না।

যদি পানির সঙ্গে কোনো কিছু মেশানোর কারণে এর নাম পাল্টে যায়, যেমন, শরবত বা গোলাপজল ইত্যাদি, তাহলে তা দিয়েও ওজু হবে না।

একবার ওজুতে ব্যবহৃত পানি দিয়ে আরেকবার ওজু করা যাবে না। অনেকে ওজু করার সময় নীচে একটি পাত্র রাখে। হাত-মুখ ধোয়া পানি সেখানে জমা হয়। এরপর সেই পানি দিয়ে পা ধুয়ে নেয়। এমন করলে ওজু হবে না। এ পানি যদিও পবিত্র, কিন্তু ওজুতে একবার ব্যবহৃত হওয়ার কারণে দ্বিতীয়বার তা দিয়ে ওজু করা যাবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

- আমি মুসলিমস ডে এর কমেন্টের নীতিমালার সাথে একমত হয়ে পোস্ট করছি

সাম্প্রতিক পোস্ট সমূহ
ক্যাটাগরি সমূহ
ট্যাগ সমূহ
error: অনুগ্রহ করে লেখাটি কপি করবেন না। লিংক শেয়ার করুন। ধন্যবাদ