আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে ১৪৪৪ হিজরির রমাদান আমাদের দোর গোড়ায় কড়া নাড়ছে। আশা করছি আমরা প্রত্যেকেই নিজ নিজ স্থান থেকে রমাদানের সর্বোচ্চ আমল ও তাক্বওয়ার ফায়দা হাসিলের জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে রমাদানের শিক্ষায় সারা জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমীন।
বছরে একটি বার রমাদান আসে। অনেকে সারা বছর জুড়ে বিভিন্ন নফল রোজা রেখে থাকেন। যাদের সে সুযোগ হয়ে ওঠে না, তাদের জন্য রমাদানের রোজা, তারাবীহ ইত্যাদির মাসআলা-মাসায়েলগুলো ভুলে যাওয়া অস্বাভাবিক নয়। তাই রমাদান আসার আগেই এই মাসআলাগুলো যেন আমরা প্রত্যেকেই একটু রিভাইস করে নিতে পারি। সেজন্য মুসলিমস ডে অ্যাপের পক্ষ থেকে আমরা ফিকহুস সিয়াম নামক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি।
কুইজের ফলাফল পাওয়া যাবে এখানে
ফিকহুস সিয়াম প্রতিযোগিতার সিলেবাস
মুহাক্কিক আলেমগণ দ্বারা পরিচালিত ইসলামিক উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়া আল ইসলামিয়া হতে প্রকাশিক মাসিক আলকাউসার পত্রিকাটি আমাদের সকলের কাছে পরিচিত ও নির্ভরযোগ্য একটি দালিলিক প্রকাশনা। তাই মাসিক আলকাউসার পত্রিকার হাদীস ও আছারের আলোকে রোযার মাসায়েল একটি প্রবন্ধের উপর আমাদের কুইজটি আয়োজন করা হবে। নিচের লিংকে ক্লিক করে প্রবন্ধটি পড়া যাবে।হাদীস ও আছারের আলোকে রোযার মাসায়েল
– মাসিক আলকাউসার
উপরের লিংকে ক্লিক করলে যেই প্রবন্ধটি পাওয়া যাবে। সেখান থেকেই কুইজের সকল প্রশ্ন করা হবে। আর প্রশ্নগুলোর উত্তর এই প্রবন্ধের আলোকেই প্রদান করতে হবে। যেহেতু মাসআলাগত বিষয়ে ফিকহী ইখতেলাফ রয়েছে। তাই জটিলতা এড়ানোর জন্য এই কুইজের ক্ষেত্রে সঠিক উত্তরের মাপকাঠি হবে উক্ত প্রবন্ধটি।PDF আকারে আর্টিকেলটি ডাউনলোড করতে পারেন এখান থেকে
ফিকহুস সিয়াম প্রতিযোগিতার কুইজ লিংক
প্রতিযোগিতা চলাকালীন সময়ে নিম্নোক্ত লিংকে গেলে কুইজে অংশ নেয়া যাবে। কুইজের গুগল ফরম লিংকঃ https://forms.gle/qp5kAhe2kXznJaHAAকুইজের ফলাফল পাওয়া যাবে এখানে
ফিকহুস সিয়াম প্রতিযোগিতার সময় ও তারিখ
১৭ মার্চ ২০২৩ ইং তারিখ শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত কুইজ চলবে। এই সময়ের মাঝে যে কোনো সময় কুইজের লিংক ওপেন করে কুইজ সাবমিট করা যাবে। অর্থাৎ কুইজ সাবমিট করার জন্য আপনি ১২ ঘন্টা সময় পাবেন। তবে যিনি কুইজ শুরু হওয়ার পর যত দ্রুত নির্ভুল ভাবে কুইজ সাবমিট করবেন, তিনি বিলম্বে সাবমিটকারীদের থেকে এগিয়ে থাকবেন। অর্থাৎ সকাল ১০টায় সাবমিটকারী, বিকাল ৫টায় সাবমিটকারীর চেয়ে এগিয়ে থাকবেন।ফিকহুস সিয়াম প্রতিযোগিতার নিয়মাবলী
- ফিকহুস সিয়াম কুইজ প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত। এই প্রতিযোগিতার জন্য কোনো রেজিস্ট্রেশন প্রয়োজন নাই।
- কুইজে অংশগ্রহন করার জন্য কোনো রেজিস্ট্রেশন ফী পরিশোধ করতে হবে না।
- অনলাইনে গুগল ফরমের মাধ্যমে MCQ পদ্ধতিতে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। গুগল ফরমটি ওপেন করার জন্য আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগিন করতে হবে।
- একজন প্রতিযোগি একবারই গুগল ফরম সাবমিট করতে পারবেন। পুরষ্কারপ্রাপ্তির আশায় একজন একাধিকবার ভিন্ন ভিন্ন ইমেইল দিয়ে ফরম সাবমিট করলে তা প্রতারণা বলে গণ্য হবে।
- কুইজ চলাকালীন সময়ে উপরের প্রবন্ধ বা অন্য কোনো বই পুস্তকের সহায়তা নেয়া যাবে।
- নির্দিষ্ট সময়ের পরে কোনো ফরম সাবমিট করা যাবে না।
- সর্বনিম্ম সময়ে সর্বাধিক সঠিক উত্তর দাতাদের ক্রম অনুযায়ী বিজয়ী নির্বাচন করা হবে। উদাহরণ স্বরূপঃ ৫০০ জন প্রতিযোগির প্রত্যেকেই যদি ১০০ এর মধ্যে ১০০ পান। তাহলে বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখব কোন প্রতিযোগি সবার আগে উত্তর সাবমিট করেছেন।
- কুইজের আগেই আপনার নিকটবর্তী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখার নামটি জেনে রাখুন। আপনি পুরষ্কারের জন্য নির্বাচিত হলে যে শাখা থেকে আপনি তা সংগ্রহ করতে পারবেন।
ফিকহুস সিয়াম প্রতিযোগিতার পুরষ্কার
ইনশাআল্লাহ আমরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য হতে কিছু প্রতিযোগিদেরকে পুরষ্কৃত করব। নিম্নে পুরষ্কারের তালিকা তুলে ধরা হলো।- প্রথম স্থান অধিকারীর জন্য ১০০০ টাকা মূল্যমানের বই।
- দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ১০০০ টাকা মূল্যমানের বই।
- তৃতীয় স্থান অধিকারীর জন্য ১০০০ টাকা মূল্যমানের বই।
- পরবর্তী নূন্যতম ১০০ জন প্রতিযোগির জন্য থাকছে রমাদান বিষয়ক এক বা একাধিক বই।
পুরষ্কার পাঠানো হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তাই আপনার পার্শ্ববর্তী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিকানা বা শাখার নাম সংগ্রহ করে রাখুন। কুইজের ফরমে সেটি সাবমিট করতে হবে।
কুইজ সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে পোস্ট করতে পারেন আমাদের ফেসবুক পেজ ইভেন্টে।
FAQ
- এই কুইজের জন্য আলাদা ভাবে রেজিস্ট্রেশন করতে হবে না। নির্দিষ্ট সময়ে লিংকে ঢুকলেই হবে।
- কুইজে শুধু মাসআলা জানতে চেয়ে ৩০টি MCQ প্রশ্ন করা হবে। রেফারেন্স জানতে চাওয়া হবে না।
- প্রতিটি প্রশ্নের ৩টি সম্ভাব্য উত্তর থাকবে। সেখান থেকে সঠিক উত্তর সিলেক্ট করতে হবে।
- ১৭ তারিখ সকাল ৯টা থেকে রাত ১০টার মধ্যে নির্ধারিত ফরমের লিংকে গিয়ে কুইজে অংশ নিতে পারবেন। আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে না।
- কুইজ চলাকালীন সময়ে যে কোনো মুহূর্তে ফরম সাবমিট করা যাবে। এই সময়ের মাঝে যতক্ষণ ইচ্ছা সময় নেয়া যাবে। তবে যত দেরিতে সাবমিট করবেন তত পিছিয়ে থাকবেন।
- কুইজটি ওপেন বুক এক্সামের মত। যে কোনো জায়গা থেকে হেল্প নিতে পারবেন।
- কুইজ সাবমিট করার পর সেখানেই আপনার স্কোর দেখতে পাবেন। কয়টি সঠিক ও কয়টি ভুল হয়েছে সেখানে মার্ক করা থাকবে।
- পুরষ্কার গ্রহনের জন্য নিকটবর্তী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই পুরষ্কার নিতে হবে। আমরা অন্য কোনো কুরিয়ারে পাঠাতে পারছি না।
- আমরা কেবল বাংলাদেশের মাঝেই পুরষ্কার বিতরন করতে পারব। দেশের বাইরে পুরষ্কার পাঠানো আপাতত আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি দেশের বাইরে থেকে অংশ নিতে চাইলে অংশ নিতে পারেন। পুরষ্কার সংগ্রহের ঠিকানা হিসাবে বাংলাদেশের কারো ঠিকানা দিতে পারেন।
কুইজ বিষয়ক যে কোনো বিষয়ে মুসলিমস ডে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। মুসলিমস ডে কর্তৃপক্ষ কুইজের যে কোনো নিয়মে পরিবর্তন, পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।