Post Updated at 24 Nov, 2023 – 10:05 AM
ওজুর ফজিলত
নামাজকে বলা হয় দীনের স্তম্ভ, আর নামাজের চাবি হলো ওজু। নামাজ পড়তে হলে প্রথমেই ওজু করে পবিত্রতা হাসিল করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কারও ওজু ভেঙ্গে গেলে পুনরায় ওজু করা পর্যন্ত তার কোনো নামাজই কবুল করা হয় না।’ [সহীহ বুখারী, হাদীস : ১৩৫]
ওজুর ফরজ
ওজুর ফরজ চারটি- ১. সমস্ত মুখমণ্ডল ধোয়া, ২. দুই হাত কনুইসহ ধোয়া, ৩. মাথা মাসেহ করা, ৪. দুই পা টাখনুসহ ধোয়া। [সূরা মায়েদা, ৫ : ৬]
মাসআলা : মুখমণ্ডল ধোয়ার সময় চুলের গোড়া থেকে থুতনির নীচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত সবটুকু ধুইতে হবে।
মাসআলা : দুই হাত কনুইসহ এবং দুই পা টাখনুসহ ধুইতে হবে। পুরো মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করতে হবে।
মাসআলা : উপরের কাজগুলো একবার করে করা ফরজ। এগুলোর কোনো একটি ছুটে গেলে কিংবা সামান্য একটু শুকনো থাকলেও ওজু হবে না।
মাসআলা : যদি পানি কম থাকার কারণে কিংবা অন্য কোনো সংকটের কারণে কেউ শুধু ওজুর ফরজগুলো আদায় করে তাহলেও ওজু হয়ে যাবে।
ওজুর সুন্নত
- নিয়ত করা,
- বিসমিল্লাহ বলা,
- দুই হাত কব্জি পর্যন্ত ধোয়া,
- মেসওয়াক করা,
- কুলি করা,
- নাকে পানি দেয়া,
- দাঁড়ি খেলাল করা,
- হাতের আঙ্গুলগুলো খেলাল করা,
- সমস্ত মাথা একবার মাসেহ করা,
- কান মাসেহ করা,
- ঘাড় মাসেহ করা (মুস্তাহাব)
- পায়ের আঙ্গুলগুলো খেলাল করা,
- প্রতিটি অঙ্গ তিনবার করে ধোয়া,
- ওজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া।
ওজুতে কয়েকটি মাকরুহ বিষয়
- চেহারা ধোয়ার সময় জোরে পানি মারা,
- বাম হাতে কুলি করা কিংবা নাকে পানি দেয়া,
- ডান হাতে নাক ঝাড়া ও পরিষ্কার করা,
- তিনবার মাথা মাসেহ করা,
- যে কাজগুলো তিনবার করা সুন্নত সেগুলো এর চেয়ে বেশি পরিমাণে করা।
Abir
November 17, 2023 at 3:52 pmঅযুর প্রথম ফরয হচ্ছে – মুখমন্ডল ধোয়া।
এক্ষেত্রে শুধু পুরো মুখ ধোয়া বুঝাচ্ছে? নাকি কুলি করা, নাকে পানি দেয়াও বুঝাচ্ছে?
Muslims Day Desk
November 17, 2023 at 6:38 pmপুরো মুখমন্ডল ধোয়া বুঝানো হয়েছে